Today 01 Dec 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নগণ্য পথিক

লিখেছেন: এ হুসাইন মিন্টু | তারিখ: ০৯/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1437বার পড়া হয়েছে।

আমি নই মহামান্য বরেণ্য কেউ

জনসমুদ্রের নগণ্য এক ঢেউ,

তবু আমার আগমনে পৃথিবীর কেউ হেসে ছিল ঠিক

আনন্দ জোয়ারে ভেসে ছিল চারিদিক ।

 

আজি আনন্দের দাম আকাশচুম্বি

তাই তো আমি বেদনার মহাসঙ্গি,

পথের মতো ছুটে চলছি আমি ক্লান্তিহীন বিরামহীন

জানি না কোথায় আমার গন্তব্য, কে আমার প্রিয় ?

দুঃখের নিচে চাপা পড়ে আজ জীবনের ভার অনুমেয় ।

 

অনুমতি নিয়ে পৃথিবীতে এসে, অনুমতিহীন যাব চলে

আমার বিদায়ে হয়ত কেউ কাঁদবে দু’দিন

তৃতীয় দিনেই সব যাবে ভুলে,

তবুও আমার কেন এত সাধ ? দখল করতে চাই

রাজার আসন, প্রজার দোকান পাঠ !ভুলে যাই

সাঙ্গ হবে সব রঙলীলা যবে সবল অঙ্গ হয়ে যাবে কাঁত্ ।

 

১,৫৪০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
পুঁজিবাদের এই জমানায় কলম আমার পুঁজি চেনা মানুষের ভিড়ে আমি অচেনা মুখ খোঁজি,, কলমে ভর করে দাড়ানোর প্রচেষ্টায় রত এক শব্দ শ্রমিক । লেখকের প্রকাশিত বইসমূহঃ- কাব্যগ্রন্থ-জীবন নদীতে খরা উপন্যাস-অশ্রু, নরক ও প্রচ্ছায়া ।
সর্বমোট পোস্ট: ৯৮ টি
সর্বমোট মন্তব্য: ১২৫০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-২৬ ১২:২৭:৩১ মিনিটে
banner

১২ টি মন্তব্য

 1. সাফাত মোসাফি মন্তব্যে বলেছেন:

  খুব ভাল লাগছে ভাই……

 2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  অনুমতি নিয়ে পৃথিবীতে এসে, অনুমতিহীন যাব চলে

  আমার বিদায়ে হয়ত কেউ কাঁদবে দু’দিন

  তৃতীয় দিনেই সব যাবে ভুলে,
  >>> কথাগুলো ভাল লাগল।

 3. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

  ভাই আপনার মত আমিও নগন্য পথিক।

 4. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  হা হা হা…আমি তো ভেবে ছিলাম, আমার মতো আর কেউ নেই,

 5. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  অনুমতি নিয়ে পৃথিবীতে এসে, অনুমতিহীন যাব চলে

  আমার বিদায়ে হয়ত কেউ কাঁদবে দু’দিন

  তৃতীয় দিনেই সব যাবে ভুলে,

  তবুও আমার কেন এত সাধ ? দখল করতে চাই

  রাজার আসন, প্রজার দোকান পাঠ !ভুলে যাই

  সাঙ্গ হবে সব রঙলীলা যবে সবল অঙ্গ হয়ে যাবে কাঁত্ ।
  > এ অন্তরাটা আমার খুব ভাল লেগেছে।
  > চালিয়ে যান অবিরত . . . .
  > নিয়মিত লিখবেন।

 6. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  নশ্বর জীবনের চিরন্তনী সুর ফুটে উঠেছে কবিতায়।
  ভাল লাগা +

 7. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  রাজার আসন, প্রজার দোকান পাঠ !ভুলে যাই
  পাট হবে বুঝি
  অনেক ভাল লেগেছে ।

 8. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  তবুও আমার কেন এত সাধ ? দখল করতে চাই
  রাজার আসন, প্রজার দোকান পাঠ !ভুলে যাই
  সাঙ্গ হবে সব রঙলীলা যবে সবল অঙ্গ হয়ে যাবে কাঁত্ ।

  সুন্দর হয়েছে কবিতা লিখতে থাকুন অবিরত

 9. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  দারুন লিখনী

  বেশ সুন্দর

  পড়ে ভালো লাগলো
  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top