Today 01 Jul 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“নজরুল কেনো বড় কবি” গদ্য রচনা প্রতিযোগীতা

লিখেছেন: আতিকুর রহমান ফরায়েজী | তারিখ: ২১/১০/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1064বার পড়া হয়েছে।

Nazrulসুপ্রিয় পাঠক,
আপনাদেরকে অতন্ত্য আনন্দের সাথে জানাচ্ছি আমাদের অনলাইন নিউজ পোর্টাল www.samprotikee.com এর কার্যক্রম দুই বৎসর অতিক্রম করেছে। সেই উপলক্ষ্যে আমরা আমাদের অনলাইন পত্রিকার পক্ষ থেকে গদ্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছি। এতে আপনাদের সকলের অংশ গ্রহন কামনা করছি।

গদ্য রচনা প্রতিযোগীতার লক্ষ্য ও উদ্দেশ্য
বাংলাদেশের ছাত্র/ছাত্রীদের মাঝে সাহিত্যের আলো ছড়িয়ে দেওয়া আমাদের প্রধান উদ্দেশ্য। কেননা এখনকার ছাত্র/ছাত্রীরা সাহিত্যের প্রতি বিমুখ হয়ে পড়েছে। কিন্তু তারা বুঝতে পারে না যে এটা জাতির জন্য কতটা ক্ষতিকর। একজন জ্ঞানি ও মেধাবী মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে সাহিত্যের বিকল্প কিছুই নেই। তাই আমাদের এই আয়োজন।

গদ্য রচনার প্রতিযোগীতার বিষয়
নজরুল কেনো বড় কবি

লেখা পাঠানোর ঠিকানা
pec@samprotikee.com

লেখা পাঠানোর শর্তাবলী
* প্রতিযোগীতায় অংশগ্রহণকারীকে নূত্যতম ১৬ বছয় বয়সি হতে হবে।
* SutonnyMJ ফন্টে ১৪ সাইজে লেখা .doc/docx ফরমেটে পাঠাতে হবে।
* শব্দ সংখ্যা অনুর্ধ ৭০০ শব্দ হতে হবে।
* নির্ধারিত সময়ের মধ্যে লেখা পাঠাতে হবে।
* রচনার নিচে অবশ্যই অংশগ্রহকারীর নাম, মোবাইল নম্বরসহ পুরো ঠিকানা পাঠাতে হবে।
* শুধুমাত্র ইমেইলে প্রাপ্ত রচনাই প্রতিযোগীতার জন্য গণ্য হবে।

গদ্য রচনা প্রতিযোগীতার লেখা বাছায়ের নিয়মাবলী
* তথ্য সূত্রের জন্য ৫ নম্বর।
* সহজ বোধ্য উপস্থাপন এর জন্য ৫ নম্বর।
* তথ্যবহুল লেখার জন্য ৫ নম্বর।
* প্রাসঙ্গিক যুক্তিপূর্ণ হলে ৫ নম্বর।
* অপ্রচলিত নতুন বক্তব্য উপস্থাপনের জন্য ৫ নম্বর।
* শুদ্ধ বানান এর জন্য ৫ নম্বর।
* লেখার মান, বর্ণণা ভঙ্গি, এবং বিষয় বস্তুর উপর ৫০ নম্বর।
সর্বমোট ৮০ নম্বর।

বিশেষ নোট
রচনা পাঠানোর শেষ তারিখ ৩১ অক্টোবর ২০১৫ইং।
রচনা বাছাই -০৫ নভেম্বর ২০১৫।
পুরস্কার বিতরনী : পরবর্তীতে জানানো হবে ।

১,০৫০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৬ টি
সর্বমোট মন্তব্য: ৩৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-০৭ ১১:১১:৫১ মিনিটে
Visit আতিকুর রহমান ফরায়েজী Website.
banner

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top