Today 05 Feb 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নন্দ ঘোষের ভাই

লিখেছেন: এ টি এম মোস্তফা কামাল | তারিখ: ২০/১০/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1164বার পড়া হয়েছে।

কোথায় রে ভাই নন্দ ঘোষ ?
সব কিছুতে আমার দোষ !
যেই খানেতে যাই ঘটে
শুধুই আমার নাম রটে
ব্যাঙের হলে সর্দি জ্বর
ভাঙলে কারো পুরান ঘর
আগাম যদি বৃষ্টি হয়
ঢাকায় জ্যামের সৃষ্টি হয়
বাড়ায় যদি তেলের দাম
কাকরা জপে বেলের নাম
গাড়ীর তলে মরলে কেউ
সাগর জলে উঠলে ঢেউ
কেউ যদি হয় ভোটেই ফেল
সবাই দেখে দারুন খেল
চোখ বুজেঁ সব হাত তুলে
আমার নামে রব তুলে
জানায় সারা বিশ্বকে
চেনায় অধম নিঃস্বকে
এই ব্যাটাই ডোবায় সব
এর মাথাতেই ভাঙ্গো টব
যাচাই বাছাই বিচার নাই
এই ব্যাটাটার কল্লা চাই
কেউ শোনে না আমার স্বর
শাপ হয়ে যায় আমার বর
নন্দ দাদা, আয় না ভাই
তোর বুকেতে মুখ লুকাই
তুই ছাড়া কেউ নেই আপন
তাই জানালাম নিমন্ত্রন
এবার জানাই ভাইয়ের ধাম
আম-জনতা আমার নাম !

১,২৪১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৭২ টি
সর্বমোট মন্তব্য: ১৩৫২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-০৫ ০২:৫৫:১৯ মিনিটে
banner

১১ টি মন্তব্য

 1. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  চমৎকার সুন্দর একটি ছড়া কবিতা…ভালো লাগলো….

 2. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  সুন্দর ছড়া-বেশ ভাল লেগেছে।

 3. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  দারূন!
  ছড়ার খুব ভাল আপনার

  অনেক ভাল লাগা ।

 4. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  সুন্দর ছড়া।

 5. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  বেশ সুন্দর।

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ছন্দের দোলা বেশ ভালো লাগলো
  বেশ সুন্দর লিখনী
  বেশ ভাল ……..
  শুভ কামনা রইল

 7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  এবার জানাই ভাইয়ের ধাম
  আম-জনতা আমার নাম !

  হা হা দারুন মজার একটা ছড়া

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top