নববধূর সাথে দিন রাত
এই লেখাটি ইতিমধ্যে 1243বার পড়া হয়েছে।
কবিতা
নববধূর সাথে দিন রাত
-কে,এইচ,মাহাবুব
***************************
আমি তোমার মিলনের সুখ চাইনা বধূ
আমি চাই শুধু তোমার ভালবাসা ,
তুমিও আমার কাছে মিলনের সুখ চেওনা
করোনা আমায় নিয়ে মিলনের আশা ।
আমি মিলনের সুখ পছন্দ করিনা
পছন্দ করিনা তোমার মতো নারীকে ,
তবুও বাবা মা- সবার ইচ্ছায়
বঁধু হিসাবে গ্রহণ করতে হল তোমাকে ।
প্রয়োজনে আমি অনেক দূরে রবো
তুমি থাকবে এখানে-আমি ওখানে,
তোমার দেহের সাথে মিলবেনা আমার দেহ
তবে আর কি করে জড়াবো বল মিলনে ।
আমি তোমায় কষ্ট দিতে চাইনী
এ কষ্ট যে প্রিয় তোমার ভাগ্যে ছিল ,
আর যদি কষ্ট দিয়েই থাকি…
তবে তুমি আমাকে ক্ষমা করে দিও…
মনে করে নিও……
সে অভাগা ও তোমায় খুব বেশী ভালবেসে ছিল।
*********** সমাপ্ত **********
তারিখ : ১৪-০৮-২০০২ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ইমেল : khmahabub@yahoo.com
১,৩০৯ বার পড়া হয়েছে
কবিতাটি কি কবির জীবন থেকে নেয়া। বেশ। কাব্যের মাঝেও করুন সুর বাজলো। তবে ভাইয়া একটা কথা বলবো বলবো করেও বলা হই না আজকে বলেই ফেলি ।
আপনার কবিতা আমি বেশ কয়েকটি ব্লগে দেখেছি তাই বলছি । কবিতার শুরুর দিকে
” কবিতা
নববধূর সাথে দিন রাত
-কে,এইচ,মাহাবুব
***************************” এই অংশটুকু বাহুল্য ।
কারণ আপনার নাম ও কবিতার নাম কিন্তু আমরা প্রথমেই পাচ্ছি ব্লগের ফরম্যাটের কারণে । এই দিকটা একটু খেয়াল করবেন ।
রোদের ছায়া ঃ আপনাকে অনেক অনেক ধন্যবাদ , ভেবে দেখব , ভাল থাকবেন ।
লিখে যান অবিরত । শুভ কামনা ।
এস এম আব্দুর রহমান ঃ যাচ্ছি তো , ভাল থাকবেন , অনেক অনেক ধন্যবাদ ।
মনে করে নিও……
সে অভাগা ও তোমায় খুব বেশী ভালবেসে ছিল।
কবিতা পড়লাম
কমেন্টস নাই বা করলাম।
অনেক শুভকামনা।
এস এম আব্দুর রহমান ঃ কিন্তু মন্তব্য করেছেন তো , ভাল থাকবেন ভাই ।
আয় হায় বলেন কি? এইডা কিছু হইল
ভালবাসলে সব দিক থেকেই কিন্তু ভালবাসতে হবে
কবিতা ভাল লাগল
দারুণ কাব্যতা দারুন মুগ্ধতা
ভেরি নাইস ……………দারুর ছন্দ
ভালো লাগলো
শুভ কামনা রইল