Today 02 Dec 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নষ্ট সুখের নষ্ট প্রাপ্তি …..

লিখেছেন: সাঈদ চৌধুরী | তারিখ: ১১/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1358বার পড়া হয়েছে।

 

রাতের রুপোসীরা খুব লোভনীয় হয়
একটু আলতা আর লিপিস্টিকের
রংচটা রঙিন ভাবে তাদের আলিঙ্গনে
জীবনের দুঃখকে ভুলতে
অনেকের আনাগোনা হয় তাদের অসহায় দেহে
যে সুখ একজনের জন্য জমা রাখে
সতীত্বে বিশ্বাসী কোন মেয়ে
সে সুখটাই উজাড় করে
রাতের আলতা রাঙা রুপোসী কোন
টাকায় কেনা সেই মেয়ে
জীবনটা তাদের কি…?
একরাতের সুখে কতগুলো কাগজের নোটে
শান্তি খুজেঁ হাতরে বেড়ানো মানুষগুলো
হয়ত কিছুটা শান্তি কেনে
তারচেয়েও বড় যন্ত্রনা
দমফাটানো চিৎকারের বলি দিয়ে আসে
একটা নারী আত্নার আত্ন সম্মান বোধে…
ঐ দেহ দোলাচলের নীচে যে কত…দুঃখ খেলা করে
কেবল সে-ই জানে…
নুপুরের ঝনঝন শব্দ
তার কানে ক্ষানিক্ষনেই অসহ্যতার বিকট শব্দে
দুখের এক ফোঁটা জল হয়ে নামে…
হে আনন্দ উদযাপনকারী নষ্ট পুরুষ
তুমি সুখ নিলে,
তোমাকে তার দুঃখও নিতে হবে
ঐ এক ফোঁটা জলের অভিশাপ তুমি প্রতি পদে পদে পাবে
এটাই তোমার নষ্ট সুখের নষ্ট প্রাপ্তি হবে…
ছবি: সংগৃহীত

১,৩৩৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে চাই ।
সর্বমোট পোস্ট: ১৯০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৭ ১২:১২:৫১ মিনিটে
banner

১২ টি মন্তব্য

 1. সাঈদুল আরেফীন মন্তব্যে বলেছেন:

  সাঈদ চৌধুরীর গদ্য কবিতা নষ্ট সুখের নষ্ট প্রাপ্তিতে সুন্দর উপস্থাপনায় সমাজ জীবনের নির্জলা চরিত্রের সন্নিবেশ আবারো আমাদের সামনে উপস্থাপিত হলো। উপমা চিত্রকল্প ভাবানুভুতি ভালোই লেগেছে। তবে মাঝে মাঝে শব্দগত ভুলে নজর দিতে হবে । শুভেচ্ছাভিনন্দন কবি সাঈদ চৌধুরী আপনাকে।

  • সাঈদ চৌধুরী মন্তব্যে বলেছেন:

   মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন । এখনও লেখালেখিতে পরিপক্কতা আসেনি । মনে যা আসে তাই লিখতে চেষ্টা করি তবে বেশীর ভাগই মানুষের জন্য । আপনার গঠন মূলক মন্তব্য আমাকে আরও বেশী মনোযোগী করবে ।অনেক অনেক ধন্যবাদ । ভালো তাকুন সবসময় ।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  Bhabna to besh
  valo laglo

 3. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  সাঈদ চৌধুরী vai ভাল লেগেছে। আরও বেশি বেশি করে মানুষ ও মানবতার কথা বলুন

 4. নাজমুল হক পথিক মন্তব্যে বলেছেন:

  ঐ এক ফোটা জলের অভিশাপ তুমি প্রতি পদে পদে পাবে — খুব সুন্দর । ভাল লাগলো ।

 5. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  বেশ খাৱাপ বলা যায় না খুব ভাল লাগলো

 6. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  এতো যন্ত্ৰনা কেন কবি
  কেনো এতো শংসয়

 7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ওটা এদের আমলের দোষ। টাকা রোজগারের বহু পথ আছে। নষ্ট মানুষ ইচ্ছে করেই
  ভাল হতে চায় না। কবিতা সুন্দর লিখেছেন।

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কবিতা বেশ ভালো হইছে

  পড়ে ভালো লাগলো
  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top