Today 28 Sep 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নিঃসঙ্গ অস্তিত্ব ।

লিখেছেন: সাঈদ চৌধুরী | তারিখ: ০১/১০/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1164বার পড়া হয়েছে।

আমাদের শ্যাওলা পড়া বারান্দায়

অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে

পায়ের বুড়ো আঙ্গুলে খুট্টিয়ে খুট্টিয়ে

শ্যাওলা উঠাতে গিয়ে

হঠাতোমার কথা মনে পড়ে গেল !

তোমার সাথে দুস্টুমি করলে

একটু হাসাহাসি করলে

এমনকি তোমার গালে পড়ে থাকা

চুলগুলো সরিয়ে দিলেও

তোমার মুখে আমার অপরাধী হয়ে ওঠার ছবি !

 

বারান্দার শ্যাওলাগুলো

তোমাকে আজ খুব মিস করে

তুমি ওদের থাকতেই দিতে চাইতে না

মন দিয়ে ওদের উঠিয়ে ফেলতে!

আজ তুমি নেই

ভালোবাসার অনুভূতিও ম্রিয়মান

বৃষ্টিভেজা সন্ধায়

তোমার জায়গায় হৃদয়ের কোণায়

অন্য ছবি

জোড় করে হলেও ভালোবাসতে হয় !

তার গরম হাতের স্পর্শ ।

 

তোমার চলে যাওয়া,

আমাকে নিয়ে তোমার বিরক্ত হওয়া

আরো বেশী মনে করিয়ে দেয় তোমায়!

আজো এতটুকু অমলিন নও তুমি

শিশির ভেজা ঘাসের মতই শিক্ত

তার হাতের স্পর্শেই তোমার

গায়ের চিরচেনা গন্ধ

ভালোবাসার প্রতিস্থাপিত

অনুভূতিতে আমি অশ্রুসিক্ত !

তাকে ভালোবাসি অনেক বেশী

তবুও তোমাকে বাদ দিয়ে নয়

বারান্দায় শ্যাওলাগুলোই তার প্রত্যয় ।

 

১,২৩৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে চাই ।
সর্বমোট পোস্ট: ১৯০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৭ ১২:১২:৫১ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  স্মৃতী বড় বেদনা
  জড়িয়ে যায় শ্যাওলার সাথে
  অনেক অনেক ভাল লাগা ।

 2. মোঃ ওবায়দুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  আপনার লেখাটি ভাল হয়েছে। ভাল লাগল। আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।

 3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  মন ছুয়ে গেল।

 4. সাঈদ চৌধুরী মন্তব্যে বলেছেন:

  ধণ্যবাদ ভাই । কৃতজ্ঞতা জানবেন ।

 5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  সুন্দর একটি কবিতা লিখেছেন তো !
  অনেক ভাল লেগেছে ।

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  মৃত্যু দেখতে দেখতে আমরা ভীতু হয়ে পড়েছি

 7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  দারুন মুগ্ধতা জানিয়ে গেলাম………..কবি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top