নিজেই মারুন কম্পিউটারের শর্টকাট ভাইরাস
এই লেখাটি ইতিমধ্যে 1926বার পড়া হয়েছে।
অনেক সময় আমরা ‘উইন্ডোজ সেভেন ও উইন্ডোজ এক্সপি’ পিসিতে ‘ড্রাইভের শর্টকাট আইকন’ দেখায়। পেন ড্রাইভ, রিমুভেবল ডিস্ক যেমন মেমোরি কার্ড অথবা ইন্টারনেট ব্যাবহারের সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে ভাইরাসটি স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। দফায় দফায় ডিলিট করলেও এটি আবার উড়ে এসে জুড়ে বসে।
অনেক সময় লাইসেন্সকৃত অ্যান্টিভাইরাসও এই শর্টকাট ভাইরাসগুলোকে কম্পিউটারে প্রবেশ ঠেকাতে পারে না। কিন্তু অনেকেই জানেন না যে এটি আসলে কোনো ভাইরাস নয়, এটি হলো ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট। সংক্ষেপে VBS Script। এই স্ক্রিপ্টের বিড়ম্বনা আর ভীতি থেকে নিস্তার পেতে একটু কৌশল জেনে নিন।
কম্পিউটারটিকে শর্টকাট ভাইরাস আক্রান্ত পেনড্রাইভ থেকে রক্ষা পেতে হলে নিচের ১১টি পদক্ষেপ অনুসরন করুনঃ-
১. কি-বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
২. PROCESS ট্যাবে যান।
৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
৪. End Process এ ক্লিক করুন।
৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
৯. এখন RUN এ যান।
১০. wscript.exe লিখে ENTER বাটনটি চাপুন।
১১. এরপর Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY তারপর OK করুন।
এবার কারও পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ঢুকবে না। ফলে আপনার পিসি হবে শর্টকাট ভাইরাসমুক্ত।
১,৯০৪ বার পড়া হয়েছে
বাহ
ভাল জিনিস জানা গেল
PROCESS ট্যাবে wscript.exe – এর কোন অস্তিত্বই খুঁজে পেলাম না!
তাহলে কি করতে হবে? জানালে বাধিত হই। ধন্যবাদ।
কবি বুলবুল ভাইয়ের সাথে সহমত
একটু জানাবেন অলি ভাই
সহস্র ধন্যবাদ
সুন্দর ও প্রয়োজনীয় তথ্য ! এসব তথ্যমূলক পোস্টে পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে । আর তাই Feedback তো থাকা চাই !
ধন্যবাদ আপনাকে ।
ঢাকার বাহিরে থাকার কারনে রিপ্লাই দিতে দেরি হলো। দুঃখিত।
শর্টকাট ভাইরাস থাকলে-ই শো করবে। এবার উপরোক্ত ধাপগুলো ফলো করুন।
এটি আপনার পিসি-কে শর্টকাট ভাইরাসের আক্রমন থেকে প্রোটেকট করবে।
পিসিতে বসে দেখত্ব হবে। ধন্যবাদ অনেক অনেক