Today 25 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

‘নিমকহারাম প্রজা’ ( নব আবিস্কৃত পঞ্চগড়ের প্রাচীণ নগরী ‘ভিতরগড়ের মহারাজার দিঘী’র উপাখ্যান অবলম্বনে ) ৷

লিখেছেন: আহমেদ রুহুল আমিন | তারিখ: ০১/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1547বার পড়া হয়েছে।

হাজার রকম স্বপ্নেভরা মধুর ছোট্টকাল,
রাজকুমোরের গল্পগাঁথা কাটতো মনে জাল ৷
সেইযে রাজকুমোর একদিন রাজকণ্যের খোঁজে,
দেশ হতে দেশ দেশান্তরে ঘোড়ায় ছুটতো যে ৷
তেপান্তরের মাঠ পেড়িয়ে চাওয়াই নদীর কিনার,
ছুটতে শেষে আসলো যেই কাজলদিঘীর পাড় ৷
দিনের শেষে রাত্রি আসে কুমোর তারপর,
ছাতিম তলে ঘুমিয়ে পড়ে পাড়ের উপর ৷
স্বপ্নে দেখে রাজকণ্যে দিঘীর অথৈ জলে ,
গভীর ঘুমে অবচেতন প্রাসাদ মহলে ৷
জলপরী সব ছিলো যতো রাজকণ্যের পাশে,
মধুর গানে ঘুম পারিয়ে তাকে নিতে আসে ৷
রাজকুমোর জেগে তখন কাজলদিঘীর জলে –
ঝাপিয়ে পড়ে এক নিমেশে গভীর অতল তলে ৷
সেখানে সে পাতালপুরে রাজকণ্যের সনে ,
মহাসূখে রাজ্য গড়ে প্রজার কল্যাণে ৷
দিঘীর ধারে ছিলো যতো প্রজা সাধারন,
রাজ্য হতে তাদের তরে আসতো গুপ্ত ধন ৷
কেউ যদিবা মেয়ের বিয়ের গয়নাগাটি যতো ,
চাইলে জলে আসতো ভেসে ইচ্ছে মনের মতো ৷
কাসন-বাসন হাড়ি-কড়াই চাইলে নতমনে,
জেয়াপতের সব সোনার বাসন দেখতো জনে জনে ৷
ওয়াদা রেখে ভক্তিভরে ফেরত্ দেয়া হলে,
ডুবতো জলে অন্ধকারে অথৈ অতল তলে ৷
একদা এক কলিযুগের মস্ত পাজি প্রজা,
কথায় করে বরখেলাপ তাই বন্ধ হলো দরজা ৷
সেই থেকে কিংবদন্তি থাকলো মহারাজা,
‘কলিযুগে’নাম থেকে হয় ‘নিমকহারাম’ প্রজা ৷৷
—————

১,৫৮৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
#কায়েতপাড়া, পঞ্চগড় সদর, পঞ্চগড় । #চল্লিশ দশকে অকাল প্রয়াত ছোট মামার কলকাতার সংগ্রহকৃত কিশোর ক্লাসিক " শুকতারা " ম্যাগাজিনে প্রকাশিত রবীন্দ্র সম-সাময়িক ( যেখানে তাঁর লেখা ছবিসহ সরাসরি প্রকাশ হতো) বিভিন্ন ছড়া/কবিতা সত্তর আশির দশকে পাঠে শিশু মনে কল্পনার দোল খেত । সেই থেকে শুরু । লেখা-লিখি টুকটাক । ভাল লাগে কবিগুরু , বিদ্রোহী,সুকান্ত -জীবনানন্দ, সত্তর-আশির দশকের আবুলহাসান, দাউদ হায়দার,খোন্দকার আশরাফসহ অনেক কবির লেখা । সমরেশ মুজুমদার,সব্যসাচি সৈয়দ হক,আনিসুল হক, সদ্যপ্রয়াত হুমায়ুন আহমেদ,ইমদাদুল হক মিলন প্রিয় গল্পকার/লেখকের তালিকায় । # প্রিয় ব্যাক্তিত্ত্ব : হযরত মোহাম্মদ (সা.) । # প্রিয় ব্যক্তি : মা-বাবা । # যা আশ্চয্য করে : পবিত্র কোরআন, বিশ্ব- প্রকৃতি, কম্পিউটার-তথ্য প্রযুক্তি । #দু'সন্তানের জনক ।
সর্বমোট পোস্ট: ৭৯ টি
সর্বমোট মন্তব্য: ১৬২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-১৫ ১৭:১৮:৩৫ মিনিটে
banner

৫ টি মন্তব্য

  1. আরজু মন্তব্যে বলেছেন:

    জলপরী সব ছিলো যতো রাজকণ্যের পাশে,
    মধুর গানে ঘুম পারিয়ে তাকে নিতে আসে ৷
    রাজকুমোর জেগে তখন কাজলদিঘীর জলে –
    ঝাপিয়ে পড়ে এক নিমেশে গভীর অতল তলে ৷
    সেখানে সে পাতালপুরে রাজকণ্যের সনে ,

    চমৎকার লাগল নিমকহারাম প্রজার উপাখ্যান সম্বলিত এই কাহিনী কবিতা।রোমাঞ্চোপন্যাসের মত রুদ্ধশ্বাসে পড়ার মত।
    অনেক ধন্যবাদ কাহিনী সমৃদ্ধ কবিতার জন্য।নুতুন বছরের শুভকামনা রইল।

  2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    অন্যরকম লাগল।

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    বিরাট কাহিনী দেখি

    কল্পনা না সত্য ?

    লেখা ভাল লেগেছে

  4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    কবিতাটি ভার লেগেছে । শুভ নব বর্ষ । ভাল থাকুন ।

  5. আহমেদ রুহুল আমিন মন্তব্যে বলেছেন:

    আপনাদের মুল্যবান মতামত আমার লেখার মানষিকতাকে ধারালো করবে ৷ সবাইকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ৷ শুভকামনা রইল ৷Happy new year 2014.

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top