Today 01 Dec 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নীরবে ভালবাসা

লিখেছেন: আলমগীর হোসেন আবীর | তারিখ: ০৩/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1076বার পড়া হয়েছে।

আমার দু:খ আমারি থাক
বুকের ভিতর জেগে ওঠা ভালবাসার ‍বিশাল দ্বীপ
যেখানে শোনা যায় সমুদ্রের গর্জন
কখনো আঘাত হানে প্রলংকারী সুনামি
আবার কখনো দেখা যায় শ্রাবনের শান্ত আকাশ
কখনো শীতের সকাল
থাক, তা আমার বুকের মধ্যেই সীমাবদ্ধ থাক
তোমাকে দেখাতে চাইব না কখনো
যান্ত্রিক সভ্যতা তোমাকেও যন্ত্রে রূপান্তরিত করেছে
আমি যন্ত্রের কাছে ভালবাসা চাই না
যন্ত্র বড়জোড় সেবা দিতে পারে
ভালবাসা নয়।

১,১৩২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১২ টি
সর্বমোট মন্তব্য: ৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১২-২৬ ১০:৫৩:৩০ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  নীরবে ভালবাসা আর নীরব রবে না

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  সব মানুষই যন্ত্র। ভালবাসা কেউ বুঝে না লেখা ভাল লাগল

 3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  বুকের ভিতর জেগে ওঠা ভালবাসার ‍বিশাল দ্বীপ
  যেখানে শোনা যায় সমুদ্রের গর্জন
  কখনো আঘাত হানে প্রলংকারী সুনামি
  আবার কখনো দেখা যায় শ্রাবনের শান্ত আকাশ
  কখনো শীতের সকাল
  বর্ণনাটি বড়ই ভাল লাগল । কবিতাটি খুব ভাল হয়েছে । শুভ কামনা ।

 4. আরজু মন্তব্যে বলেছেন:

  আমি যন্ত্রের কাছে ভালবাসা চাই না
  যন্ত্র বড়জোড় সেবা দিতে পারে
  ভালবাসা নয়।
  তাইতো যন্ত্রের কাছে কে ভালবাসা চায়? ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।শুভকামনা।

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  পড়ে কবি ভালো লাগলো
  আর তা জানিয়ে গেলাম

 6. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  অভিমানের কথা। ভাল লাগল।
  বানান দেখুন: প্রলংকারী>প্রলয়ংকরী/প্রলয়ঙ্করী, শ্রাবনের>শ্রাবণের, বড়জোড়>বড়জোর

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top