Today 01 Dec 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নৌকায় খোকা বাবু

লিখেছেন: এস এম আব্দুর রহমান | তারিখ: ২৩/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1271বার পড়া হয়েছে।

আষাঢ়ে   ভরা   এক  বর্ষায়

মাঠে   এল    জল,

নৌকা   দোলে   ঢেউয়ের  তালে

জল   করে   টল   মল ।

পানির    নিচে   যে  দুর্বা  ঘাস

শেওলা    আছে   গায়,

ছোট   ছোট  সব   মাছ   গুলো

ঠুকরে   ঠুকরে   খায় ।

নৌকায়   উঠে   মাঝি   যখন

বৈঠাতে   দেয়   টান,

আনমনেই   সে    গেয়ে   উঠে

ভাটিয়ালী    গান ।

খুকু   মনি   নৌকায়   উঠে

খিলখিলে    হাসে,

পানির   উপর   কাঠের   নৌকা

কি   করে   ভাসে ।

মাম্মী   বলে   খোকা    বাবু

চুপ   করে   থাকো ,

পরে    যাবে   অথৈ   জলে

পাশে   যেও   নাকো  ।

বড়   হয়ে   তুমি    যখন

পড়বে  উচু   ক্লাসে ,

জানবে   তখন   নৌকা   কেম্ নে

জলের   উপর   ভাসে । ।

 

 

১,৩২১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৩১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৮৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৮ ১৩:৩৯:৪৭ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  ওয়াও! চমৎকার শিশুতোষ ছড়া…অপূর্ব….

 2. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

  ভাল ভালো …

 3. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  শিশু ছড়া বেশ ভাল লেগেছে।

 4. আরজু মন্তব্যে বলেছেন:

  বড় হয়ে তুমি যখন

  পড়বে উচু ক্লাসে ,

  জানবে তখন নৌকা কেম্ নে

  জলের উপর ভাসে । ।
  ভাল ছড়া

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  দারুন ছড়া

 6. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  এটি কবিতা নয় শিশুদের ছড়া হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top