পনেরই আগস্ট
এই লেখাটি ইতিমধ্যে 1480বার পড়া হয়েছে।
আমি রাজনীতির গোলকধাঁধাঁ বুঝিনা,
স্বার্থের মারপ্যাচ বুঝিনা।
শুধু বুঝি তিঁনি ছিলেন একজন,
এসবের উর্ধ্বে ছিলো যার আসন।
আমি একাত্তর দেখিনি,
নির্বিচারে নিষ্ঠুর মৃত্যু দেখিনি।
শুধু দেখছি স্বাধীন বাংলাকে,
আপামর জনগণ মা বলে যাকে।
যুদ্ধের পূর্বের ঘটনা দেখিনি,
পরের ঘটনাও দেখিনি।
শুধু দেখছি ইতিহাসের খাতায়,
স্বদেশপ্রেমকে ডায়েরির পাতায় পাতায়।
এসবের অগ্রদূত তাকেই মানি,
নির্ভীক মুক্তির বিজয়ের ধ্বনি।
একদল দেশপ্রেমিক সৈন্যের নেতা,
জাগ্রত বাংলার অবিসংবাদিত নেতা।
সুপ্ত স্বদেশপ্রেমে জাগ্রত বাংলা,
আত্মবিশ্বাসে বলিষ্ঠ বাংলা।
কেবলই তাঁরই ডাকে দিয়ে সাড়া,
যুদ্ধের ময়দানকে কাঁপিয়েছে তারা।
সেই সাহসী তরুণ মুক্তির দল,
আজও বলে যুদ্ধে যাবো চল।
মহান নেতার ডাক এসেছে চল,
সোনার বাংলা গড়বো সবে চল।
অথচ একদল পথভ্রষ্টের দল,
ছিলো তাদের মাঝে অনড়।
পনেরই আগস্ট নিঃশেষ করে দিলো,
মহান নেতার বলিষ্ঠ কন্ঠস্বর।
তিঁনি কোন রাজনীতিবিদ নন,
তিঁনি ষোলকোটি জনতার প্রিয়জন।
তিঁনি একক কোন মহলের নন,
তিঁনি সবার, সবার আপনজন।
সৃষ্টিকর্তার তরে আবেদন করি,
সুখে যেন রাখেন তাকে।
স্বর্গের সুখে পূর্ণতা দিয়ে যেন,
সযত্নে রাখেন বাংলার এই নেতাকে।।
১,৪৬৬ বার পড়া হয়েছে
চমৎকার ভাবনার চমৎকার কথামালা
শুভ কামনায়
সুন্দর হয়েছে