Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

পনেরই আগস্ট

লিখেছেন: কল্পদেহী সুমন | তারিখ: ১৫/০৮/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1480বার পড়া হয়েছে।

আমি রাজনীতির গোলকধাঁধাঁ বুঝিনা,
স্বার্থের মারপ্যাচ বুঝিনা।
শুধু বুঝি তিঁনি ছিলেন একজন,
এসবের উর্ধ্বে ছিলো যার আসন।

আমি একাত্তর দেখিনি,
নির্বিচারে নিষ্ঠুর মৃত্যু দেখিনি।
শুধু দেখছি স্বাধীন বাংলাকে,
আপামর জনগণ মা বলে যাকে।

যুদ্ধের পূর্বের ঘটনা দেখিনি,
পরের ঘটনাও দেখিনি।
শুধু দেখছি ইতিহাসের খাতায়,
স্বদেশপ্রেমকে ডায়েরির পাতায় পাতায়।

এসবের অগ্রদূত তাকেই মানি,
নির্ভীক মুক্তির বিজয়ের ধ্বনি।
একদল দেশপ্রেমিক সৈন্যের নেতা,
জাগ্রত বাংলার অবিসংবাদিত নেতা।

সুপ্ত স্বদেশপ্রেমে জাগ্রত বাংলা,
আত্মবিশ্বাসে বলিষ্ঠ বাংলা।
কেবলই তাঁরই ডাকে দিয়ে সাড়া,
যুদ্ধের ময়দানকে কাঁপিয়েছে তারা।

সেই সাহসী তরুণ মুক্তির দল,
আজও বলে যুদ্ধে যাবো চল।
মহান নেতার ডাক এসেছে চল,
সোনার বাংলা গড়বো সবে চল।

অথচ একদল পথভ্রষ্টের দল,
ছিলো তাদের মাঝে অনড়।
পনেরই আগস্ট নিঃশেষ করে দিলো,
মহান নেতার বলিষ্ঠ কন্ঠস্বর।

তিঁনি কোন রাজনীতিবিদ নন,
তিঁনি ষোলকোটি জনতার প্রিয়জন।
তিঁনি একক কোন মহলের নন,
তিঁনি সবার, সবার আপনজন।

সৃষ্টিকর্তার তরে আবেদন করি,
সুখে যেন রাখেন তাকে।
স্বর্গের সুখে পূর্ণতা দিয়ে যেন,
সযত্নে রাখেন বাংলার এই নেতাকে।।

১,৪৬৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
খন্দকার মো: আকতার উজ জামান সুমন পিতা: মো: আবু সাদেক খন্দকার মাতা: ঝরনা বেগম বর্তমান ঠিকনা: মিরপুর, ঢাকা স্থায়ী ঠকানা: কুমিল্লা জন্ম তারিখ: ৩ ফেব্রুয়ারী, ১৯৯৪ ধর্ম: ইসলাম জাতীয়তা: বংলাদেশী বৈবাহিক অবস্থা: অবিবাহিত শিক্ষা: বাংলাদেশ নৌবাহিনা কলেজ, ঢাকা থেকে এস.এস.সি ও এইচ.এস.সি উভয়টিতে জি.পি.এ ৫ পেয়ে উত্তীর্ন। বর্তমানে মানারত ইন্টার্ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী ডিপার্টমেন্টে অধ্যয়নরত। আমি যে রকম : কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনষ্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে। নিজেকেই কখনও হারিয়ে ফেলি আমি। জানিনা জীবনের অনেক কিছুই হয়তো তবে যতটুকু আমি অর্জন করেছি তার সবটুকুই সত্য। মিথ্যা কিছু নিয়ে আমার বড়াই নেই। এক অদ্ভুত বিষয় সর্বদাই আমাকে ভাবিয়ে তুলে তাহল কেন যেন অন্য আট দশটা মানুষের মতো সবকিছু স্বাভাবিক ভাবে মেনে নিতে পারিনা। কিছু বিষয় আমাকে বারবার স্পর্শ করে যাবেই। আমি যা বলি তার সবটাই গভীর অনুভূতি থেকে বলি তাই হয়তো আমার কথার জবাব অর্থপূর্ণ না হলে এক ধরনের অপমানবোধ কাজ করে। আমি ভাবনার অতলে প্রবেশ করে জটিল বিন্যাসে অনেক ছক আঁকি যার ফলে স্বাভাবিক দৃষ্টিকোণ হতে আমার বিষয়গুলো ভাবলে মানানসই হবে না। আমাকে ঠিক বুঝে উঠতে পারে এরকম খুব কম মানুষই আছে। আমিও নিজেকে কখনও কখনও ঠিক বুঝে উঠতে পারিনা, তাই হয়তো আমার মন খারাপের কারণ, রাগ করার কারণ অনেক সময় আমার অজানাই থাকে। আমি খুব বেশি একটা কথা বলা পছন্দ করিনা যদিও আমার ফেসবুকে পোস্ট দেখলে তা অনেকের বিশ্বাস হবেনা। বাস্তবে আমি বন্ধুদের আড্ডা, পরিবারের আলোচনায় কথা তেমন বলিনা বললেই চলে। আমি সব সময় বিভিন্ন ধরনের ভাবনায় নিমগ্ন থাকতে পছন্দ করি তাই হয়তো বাস্তব জীবনের সাথে আমার সম্পর্কটাও নড়বড়ে। আমি সহজেই মানুষকে অনুভব করে ফেলি যার ফলে খুব সহজেই কাউকে মনের গভীরতায় ঠাই দিয়ে বসি। আর এটাই কখনও কখনও আমার দুঃখের কারণ হয়ে বসে। আমি জানিনা আমার বর্তমান, জানিনা আমার ভবিষ্যৎ তবে এটুকুই বলতে পারি এক সময় সুখ আর দুঃখ দুটোই একই মনে হবে আমার কারণ আমার অনুভূতির জগতটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। আর আমার অনুভূতি নিস্তেজ হয়ে যাওয়া মানে আমার কবিতা, গল্প বিলুপ্ত হয়ে যাবে আমার সৃজনশীল কর্মের তালিকা হতে। তবে আমি থাকব একজন অবাধ্য বন্ধু হয়ে সবার মাঝেই। প্রকাশিত বইঃ (১)সমন্বয়(কাব্য গ্রন্থ-সম্মিলিত সংকলন)
সর্বমোট পোস্ট: ২৯২ টি
সর্বমোট মন্তব্য: ৪৯৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-২৯ ১৬:৩০:৩০ মিনিটে
banner

২ টি মন্তব্য

  1. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    চমৎকার ভাবনার চমৎকার কথামালা
    শুভ কামনায়

  2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সুন্দর হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top