» পাঁচটি লিমেরিক-২৭
এই লেখাটি ইতিমধ্যে 2050বার পড়া হয়েছে।
লিমেরিক-১৩১ (অন্যের ভালো যারা চান)
নিজের কথা না ভেবে যারা করেন শুধু পরের ভালো
মহৎ সেই ব্যক্তি ছড়িয়ে দেন সর্বত্র-ই জ্ঞানের আলো
তাদের মধ্যে থাকে না হীনতা
স্বার্থ, সংকীর্ণতা আর দীনতা
মহৎ ব্যক্তিরা দেশ ও দশের কল্যাণে দূর করেন কালো।
(6 December 2014)

লিমেরিক-১৩২ (চলে গেলেন কাইয়ূম চৌধুরী)
বলা হলোনা হায়! শেষ কথাটি তার বুঝি আর
হঠাৎ চোখের সামনে নেমে আসল ঘন আঁধার
গুণি শিল্পী শত পদকপ্রাপ্ত
না ফেরার দেশে যে চিরসুপ্ত
শ্রদ্ধা ভালবাসায় স্মরণীয় হবেন বারবার।
(1 December 2014)

লিমেরিক-১৩৩ (ঘুষখোর বস)
বনে গেলে ঘুষখোর একবার, অফিসের বস
সাথে সাথে নামে স্বভাব চরিত্রে ধ্বস
সুন্দরী রমণী হয় যে পিএ
অবৈধ সম্পর্কে জড়ায় গিয়ে
ঘোষখোর বস ঝরে পড়ে সদা রঙ্গ রস।
(4 December 2014)

লিমেরিক-১৩৪ (দুর্নীতিতে সয়লাব দেশ)
চৌদ্দতম স্থানে এবার দুর্নীতিতে বাংলাদেশ
দুর্নীতিতে নিছে সকল বড় বড় নেতার কেশ
কোন প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত!
কোন মানুষের মন নীতিযুক্ত
স্বাস্থ্য, শিক্ষা, মসজিদ মন্দিরেও যে দুর্নীতির রেশ।
(3 December 2014)

লিমেরিক-১৩৫ (বাংলাদেশ ইংল্যান্ড ০২-১২-২০১৪)
এর চে আনন্দ মুহুর্ত কি হতে পারে ভাই
ধবলধুলাইয়ে জিত পেলাম যেন আমরা সবাই
জয় ট্রফি হাতে দুই অধিনায়ক
খুশির গানে মাতল বাংলার গায়ক
এমন জয়-ই যেন আসে বারবার, জিত-ই যে চাই।
(2 December 2014)

২,০৫৩ বার পড়া হয়েছে
আমি খুবই সাধারণ একজন মানুষ । জব করি বাংলাদেশ ব্যাংকে । নেটে আগমন ২০১০ সালে । তখন থেকেই বিশ্ব ঘুরে বেড়াই । যেন মনে হয় বিশ্ব আমার হাতের মুঠোয় ।
আমার দুই ছেলে তা-সীন+তা-মীম
====================
আমি আসলে লেখিকা নই, হতেও চাই না
আমি জানি আমার লেখাগুলোও তেমন মানসম্মত না
তবুও লিখে যাই শুধু সবার সাথে থাকার জন্য । আর আমার ভিতরে এত শব্দের ভান্ডারও নেই
সহজ সরল ভাষায় দৈনন্দিন ঘটনা বা নিজের অনুভূতি অথবা কল্পনার জাল বুনে লিখে ফেলি যা তা । যা হয়ে যায় অকবিতা । তবুও আপনাদের ভাল লাগলে আমার কাছে এটা অনেক বড় পাওয়া । আমি মানুষ ভালবাসি । মানুষকে দেখে যাই । তাদের অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করি । সব কিছুতেই সুন্দর খুঁজি । ভয়ংকরে সুন্দর খুঁজি । পেয়েও যাই । আমি বৃষ্টি ভালবাসি.........প্রকৃতি ভালবাসি, গান শুনতে ভালবাসি........ ছবি তুলতে ভালবাসি........ ক্যামেরা অলটাইম সাথেই থাকে । ক্লিকাই ক্লিকাই ক্লিকাইয়া যাই যা দেখি বা যা সুন্দর লাগে আমার চোখে । কবিতা শুনতে দারুন লাগে........নদীর পাড়, সমুদ্রের ঢেউ (যদিও সমুদ্র দেখিনি), সবুজ..........প্রকৃতি, আমাকে অনেক টানে,,,,,,,,,আমি সব কিছুতেই সুন্দর খুজি.........পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করি, ভালবাসি ।
লিখি........লিখতেই থাকি লিখতেই থাকি কিন্তু কোন আগামাথা নাই..........সহজ শব্দে সব এলোমেলো লেখা..........আমি আউলা ঝাউলা আমার লেখাও আউলা ঝাউলা ......................
========================
এটা হলো ফেইসবুকের কথা........
==========================
কেউ এড বা চ্যাট করার সময় ইনফো দেখে নিবেন এবং কথা বলবেন...........আর আইস্যাই খালাম্মা বলে ডাকবেন না ।
পোলার মা হইছি বইল্যা খালাম্মা
নট এলাউড.........
================
এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনি রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
=======================
কিছু মুহূর্ত একটু ভালোবাসার স্পর্শ
চিত্তে পিয়াসা জাগায় বারবার এই নিদারুণ হর্ষ ....... ছB
=========================
এই হলাম আমি........
=================
সর্বমোট পোস্ট: ৬৩৯ টি
সর্বমোট মন্তব্য: ৯০০৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৫ ০৪:৫২:৪০ মিনিটে
মুগ্ধকর লিমেরিক
চমৎকার লিখনী
শুভ কামনা
ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
Congratulation. Khub Valo Laglo Apnar Likha .
থ্যাংকস ভাইয়া ভাল থাকুন
সুন্দর সব লিমেরিক উপহার দেয়ার জন্য কবিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া
সবকটিই সুন্দর
থ্যাংকু দাদা
Excellent Chobi
Shuvechha…..
অসংখ্য ধন্যবাদ কাশেম ভাইয়া
চমৎকার সব লিমেরিকে মুগ্ধ হলাম আপু । আপনার মতো এতো সুন্দর লিমেরিক লিখতে আমাকে আরো অনেক তপস্যা করতে হবে !
অনেক অনেক সুন্দর হয়েছে লিমেরিকগুলি ।
আপনারগুলো আমার চেয়েও সুন্দর হয়
সত্যি
ধন্যবাদ ভাল থাকুন সাথেই থাকুন