Today 01 Dec 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

পাগলা ঘণ্টি

লিখেছেন: এস এম আব্দুর রহমান | তারিখ: ১২/০৫/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1066বার পড়া হয়েছে।

বাজিওনা পাগলা ঘণ্টি ,
মনে হয় এই যেন মৃত্যু ঘণ্টা বেঁজে গেল,
বুঝি বা থেমে গেল যত জৈবিক উল্লাস ।
ভেসে উঠে কেতকীর মায়ের মরণ আর্তনাদ,
স্বামী চলে গেছে চুক্তি মতে নিজ আলয়ে
ছিন্ন করে পার্থিব চুক্তি যত ।
মনে পরে বাঘের থাবায় আটকে পরা
হরিণীর মতো মৃত স্বামীর স্বহযাত্রী বাসন্তির মুখ
হাত পা বেঁধে নিয়ে যাচ্ছে যাকে শ্বশানে ।
ফাসির মঞ্চে দাঁড়ানো দন্ডিত ব্যাক্তির মতো
সন্ত্রাসীদের ঘেড়াওয়ে পরা আবিরের
রক্ত শূন্য মুখ আমি দেখেছি । যেন মৃত্যু
ঘণ্টা ধ্বনি শুনেছে সে,
দেখতে পাচ্ছে জল্লাদের খড়গ ।
দেখেছি আমি মৃত্যু পথ যাত্রী
অচল প্যারালাইজড রোগীর ভয়াতুর মুখ ।
কি করূণ আকুতি বাঁচার জন্য ।
বাঁচার আশায় লাফিয়ে পরতে দেখেছি
প্রোজ্জলিত ১১ তলা থেকে, তবু কেন এই
নির্মম আওয়াজ, নির্মম ভর্য়াত সুর সাড়া সৃষ্টি জুরে ।
মরতে চাই না আমি , বাঁচতে চাই সকলের সাথে
মহা বিশ্ব ধ্বংসাবদী ।
হে পাগলা ঘণ্টি, তুমি বেঁজে উঠো না,
থেমে থাকো থেমে থাকো অনন্ত কাল ধরে । ।

১,১০৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৩১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৮৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৮ ১৩:৩৯:৪৭ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  পড়লাম সুন্দর একটি কবিতা !

 2. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  বাজিওনা পাগলা ঘণ্টি ,
  মনে হয় এই যেন মৃত্যু ঘণ্টা বেঁজে গেল,
  বুঝি বা থেমে গেল যত জৈবিক উল্লাস ।
  ভেসে উঠে কেতকীর মায়ের মরণ আর্তনাদ,

  সুন্দর কবিতা।শুভ কামনা । ভাল থাকুন ।

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  হে পাগলাঘন্টী তুমি বেজে উঠো না । বাপরে ডর লাগে

  সুন্দর লেখা

 4. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ভালোই লিখেছেন , অসংখ্য ভাল লেগেছে ।

 5. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

  দারুণ লিখেছেন আপনি। খুবই সুন্দর হয়েছে। শুভকামনা আপনার জন্য

 6. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  বাহ দারুন লেখা ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top