Today 19 Jun 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“পাপের কালো জল”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ২৩/১০/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1115বার পড়া হয়েছে।

ডুবে গেছ পাপের কালো জলে
কি করে দেখিবে পবিত্র কিরণ?
কালো জলে ঘোলা হয়েছে আঁখি
লুলা হয়েছে দৃষ্টি চরণ।

কর্ণের দুয়ার কালো জলে পূর্ণ
নিষিদ্ধ হয়েছে পবিত্র বাণী।
ময়লার পুরো দেয়ালে মাথা ঠুঁকে
পবিত্র শব্দের প্রতিধ্বনি।
কালো জলের প্রবাহমান নালী
নাসিকার দু’চিকন সুড়ঙ্গ।
দুর্গন্ধের চপেটাঘাত খেয়ে ফিরে এসেছে
সুবাসের পবিত্র তরঙ্গ।

পাপের কালো জলে মাখামাখি
সারা দেহে কালো অঙ্কন।
তাই পিছলে গেছে বারে বার;
আকড়ে ধরে রাখিতে পারেনি পবিত্র আলিঙ্গন।

পাপের কালো জলের স্থায়ী বাসিন্দা
অভ্যস্ততার মন্ত্র হয়েছে তাই মুখস্থ ।
পবিত্র হস্ত উপেক্ষা করিতে
তাই ছিল না এতোটুকু তটস্থ।

১,১৭৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  বাস্তব সত্য একটি কবিতা ।
  কবিকে অসংখ্য ধন্যবাদ ।

 2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  পাপের কালো জল ভাল লাগল।

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর । পাপগুলো ধুয়ে মুছে যাক পবিত্রতায়

 4. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  আপনার কবিতা,পাপের কাল জল,ভাল লেগেছে।

 5. আরজু মন্তব্যে বলেছেন:

  দুর্গন্ধের চপেটাঘাত খেয়ে ফিরে এসেছে
  সুবাসের পবিত্র তরঙ্গ।

  অনেক সুন্দর লিখা
  আমি এখন কমপ্লেক্স বোধ করছি সবার ভালো লিখা দেখে
  আমিও এরকম লিখতে চাই

 6. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  পাপের কুঠিলতায় দেশ আজ
  সংকট ও সংঘাতে দিকে যাচ্ছে,
  আর আমাদের পাপী নেতারা
  নিজেদের পায়ে কুড়াল মেরে
  নাকি দেশকে উদ্দার করছে।

  অনেক ভাল লাগা।

 7. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  “ডুবে গেছ পাপের কালো জলে
  কি করে দেখিবে পবিত্র কিরণ?”
  বেশ ভাল লেগেছে কবি। শুভেচ্ছা জানবেন।

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  বাস্তবতা কে নিয়ে লিখা সুন্দর কাব্যতা
  মুগ্ধ হলেম পড়ে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top