Today 25 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

পাসওয়ার্ড ছাড়াই ইমেইলে লগইন!

লিখেছেন: মোঃ অলিউর রহমান | তারিখ: ২২/০৪/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1167বার পড়া হয়েছে।

এখন থেকে পাসওয়ার্ড ছাড়াই লগইন করা যাবে ইয়াহু মেইল অ্যাকাউন্ট। এর বিকল্প হিসেবে ‘অন-ডিমান্ড’ নামে নতুন একটি পাসওয়ার্ড সেবা চালু করেছে ইয়াহু। এই সেবা চালু করা হলে অ্যাকাউন্ট লগইন করার জন্য পাসওয়ার্ডের পরিবর্তে ব্যবহারকারীদের মোবাইলে একটি কোড পাঠাবে ইয়াহু। কোডটি পাসওয়ার্ডের মতো কাজ করবে।

এই সেবা চালু করার জন্য ইয়াহু অ্যাকাউন্টে পুরনো পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে ‘অন-ডিমান্ড’ পাসওয়ার্ড সেবা অন করতে হবে। এক্ষেত্রে মোবাইল নম্বর নিবন্ধন করতে হবে। এটি করলে ইয়াহু মোবাইলে একটি কনফার্মেশন কোড পাঠাবে। সেটি প্রবশে করালেই চালু হবে অন ডিমান্ড পাসওয়ার্ড।
00

এরপর অ্যাকাউন্ট লগ আউট করে পুনরায় লগ ইন করতে হবে। লগইন করার সময় পাসওয়ার্ডের ঘরে ‘সেন্ড মাই পাসওয়ার্ড’ এ ক্লিক করতে হবে। এটা করলে ইয়াহু থেকে চার সংখ্যার একটি কোর্ড মোবাইলে পাঠানো হবে। কোডটি দিয়ে অ্যাকাউন্ট লগইন করতে হবে।

ইয়াহুর প্রডাক্ট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ডিলান ক্যাসে বলেন, পাসওয়ার্ড ছাড়া কোনো অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা এটাই প্রথম। ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা দিতে এই সেবা চালু করা হলো। এই সেবার আওতায় মোবাইল ভেরিফিকেশন কোড দিয়ে অ্যাকাউন্ট লগইন করা যাবে। এতে করে ইয়াহু অ্যাকাউন্ট ব্যবহারকারীরা আরো সুরক্ষিত থাকবেন।

১,১৪৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩২ টি
সর্বমোট মন্তব্য: ২০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-১৯ ০৭:৪০:২১ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    এটা ত ঝামেলার ব্যাপার। কোড পাটাতে দেরী করলে বসে থাকতে হবে।

    শেয়ার করার জপ্ন্য ধন্যবাদ

  2. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    এটা সহজ হইল না আরো ঝামেলা
    বুঝলাম না বস

    সো দেখে পড়ে ভাল লাগলো অনেক

  3. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    এটা আগেই জেনেছি তারপরও শেয়ার করার জন্য ধন্যবাদ।

  4. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    কোডের বিষয়টা সত্যিই ঝামেলার তবে সবচেয়ে নিরাপদ !
    ধন্যবাদ তথ্য সকলের নিকট সহজলভ্য করার জন্য ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top