Today 28 Jul 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

পুতুল বিয়ে

লিখেছেন: জসিম উদ্দিন জয় | তারিখ: ১৬/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 991বার পড়া হয়েছে।

3dddccv

–    জসিম উদ্দিন জয়

পুতুল-এ দেবো বিয়ে
হই হই হই
হাট থেকে আনো কিনে
রুই আর কৈ

বর আসছে ঘোড়া করে
ঘোড়া টম টম,
কনে যাবে পালকিতে
পায়ে দম দম

সানাই বাজায় কাঠ বিড়ালী
গাছের ডালে বসে,
কানাই শেয়াল হাট বাজারে
মিষ্টি মধুর রসে

খাদক ছাগল বাদক নিয়ে
বসছে বরের পাশে,
তিড়িং বিড়িং লম্ফ দিয়ে
ব্যাঙাচিরা হাসে।

উল্লুখ আর ভাল্লুকরা
বসে গাছের ডালে
গর্ধবটা ঢোলক নিয়ে
নাচে তালে তালে।

এইভাবে খেলা শেষ
পুতুলের খেলা,
খেলা শেষে হবে শুরু
জীবনের মেলা।

৯৭৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১২৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১১ ০২:৫৩:৪৯ মিনিটে
banner

২ টি মন্তব্য

  1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    ভাই , পুতুল খেলার ছড়া খুব সুন্দর হয়েছে। আমার মনে হয় আমরা সবাই পুতুল খেলছি।

  2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ছড়া সুন্দর হয়েছে। শুভকামনা।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top