নোটিশ
পুরষ্কারের পুরো টাকা গরীবদের উদ্দেশ্যে দান করার ইচ্ছা পোষণ করছি
এই লেখাটি ইতিমধ্যে 981বার পড়া হয়েছে।
মাননীয় সম্পাদ সাহেব,
জুন মাসের সেরা প্রদায়কের মধ্যে আমাকে পুরষ্কৃত করায় আপনাকে ধন্যবাদ। পুরষ্কার পাওয়া বা বিজয়ী হওয়ার উদ্দেশ্য আমার নেই। আমার উদ্দেশ্য সাহিত্য চর্চা করা। সাহিত্য চর্চা করতে গিয়ে যদি আমাকে কেউ পুরষ্কৃত করে তা আমি সাদরে গ্রহণ করি। যেহেতু প্রথম মাসে আমি পুরষ্কার পেয়েছি সেহেতু এ মাসের পুরষ্কারের পুরো টাকা গরীবদের উদ্দেশ্যে দান করার ইচ্ছা পোষণ করছি।
বিনীত
লেখক-
আমির হোসেন
গ্রাম: ধরাভাঙ্গা পশ্চিম পাড়া,
ডাকঘর: সলিমগঞ্জ,
উপজেলা:নবীনগর,
জেলা:ব্রাহ্মণবাড়িয়া।
১,১০৯ বার পড়া হয়েছে
আমরা এমন অর্থ দান করব যাতে করে কমপক্ষে একদিন সে চলতে পারে। আশা করি টাকার অংকটা বাড়িয়ে দান করবেন।
রফিক ভাই আপনার উপদেশ খানা ভাল লাগল। চেষ্টা করব আপনার কথা রাখতে।
সুন্দর উদ্যোগ,
মন্তব্য আরো একটু বড় করার চেষ্টা করবেন ভাই। তা না হলে আগামী মাস থেকে পয়েন্ট কর্তন হবে। ধন্যবাদ।
আমির হোসেন ভাইকে অভিনন্দন।
আপনাকে ধন্যবাদ আমার লেখায় মন্তব্য করার জন্য।
আমির হোসেন ভাইয়ের সাথে আমিও একমত, আপনার প্রতি শুভেচ্ছা রইল।
সুন্দর উদ্যোগ
আপনাকে শুভেচ্ছা। সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য।
আরিফ আপনাকেও ধন্যবাদ। আমার লেখায় বাব বার মন্তব্য করার জন্য।
ভাই আমার মন্তব্য করতে খুব ভাল লাগে।
ঠিক আছে বসে বসে শুধু মন্তব্য করেন।