নোটিশ
পেনড্রাইভ ফরমেট না হলে যা করবেন
এই লেখাটি ইতিমধ্যে 1556বার পড়া হয়েছে।
মাঝে মাঝেই এই সমস্যাটি দেখা যায় যে কোনোভাবেই পেনড্রাইভটি ফরমেট হতে চায় না। আবার মেমোরি কার্ডের ক্ষেত্রেও এমনটি হয়ে থাকে। কম্পিউটারে ভাইরাস আক্রমণ করলে অনেক সময় সেই COMPUTER থেকে Pendrive বা Memory Card ফরম্যাট করা যায়না। এমতাবস্থায় কিছু পদ্ধতি অবলম্বন করা উচিত।
যা যা করবেন :
Pendrive বা Memory Card ফরম্যাট করতে চাইলে Start থেকে Control Panel-এ গিয়ে Administrative tools-এ দুটি ক্লিক করুন। অথবা My Computer এর উপর মাউস এর রাইট বাটন ক্লিক করে Manage এ যান। তারপর Computer Management-এ দুটি ক্লিক। এখন বাম পাশ থেকে Disk Management-এ ক্লিক করলে ডান পাশে Pendrive সহ সবগুলো ড্রাইভের তালিকা আসবে। এবার Pendrive এর ওপর মাউস রেখে ডান ক্লিক করে ফরম্যাট করলে Pendrive ফরম্যাট হবে।
১,৫৩৯ বার পড়া হয়েছে
প্রয়জনিয় একটি কাজ সিখলাম।
ধন্যবাদ লেখককে।
খুব একটা লাভ হয় না ।
বেশ ভালো তো ! সিস্টেম তো ঠিক আছে ! কিন্তু কাজ হবেই এমন নিশ্চয়তা আছে কি ?
সুন্দর শেয়ার এর জন্য আপনাকে ধন্যবাদ ।
ধন্যবাদ আপনাকে। খুবই উপকারী পোস্ট