Today 01 Dec 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

পেয়েছিলাম এক নারীর ভালবাসা

লিখেছেন: কে এইচ মাহবুব | তারিখ: ২১/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 816বার পড়া হয়েছে।

আমাকে নোয়াবে এতো সহজ নয় ,
আমি যে শক্ত এবং কঠিন মানুষ
তবে বল তোমার ভালবাসাকে কি করে পায় ভয় ।

নারী তুমি কি আমাকে ভালবাসতে চাও?
আমাকে ভালবাসা এতো সহজ নয় ,
এ মন পুড়ে পুড়ে হয়েছে কাঠের কয়লা
সিক্ত আগুনে শক্ত পাথরে বেধেছি হৃদয় ।

নারী তুমি কি আমায় নিবে প্রাসাদে
যেথায় তুমি একাকী নিদ্রা যাও ,
আমাকে শোয়াবে না হয় তোমার কাছে
দেখাবে না হয় উলঙ্গ তোমার গাও ।

আমি জানি নারী তুমি আমাকে ভালোবাসো
আমার জন্য করতে পারো তোমার ও দেহু ক্ষয় ,
দিবে না হয় মিলন সুখের অনুভব
আমি পাই নারী তোমায় ভীষণ ভয় ।

আমি তোমার  ভালবাসা চাইনা নারী
চাইনা তোমার মিলনের সুখ সাজছন্দ ,
তবে কি করে বল তোমার প্রাসাদে যাই
আমি যে নারী সারা জীবনের জন্য প্রতিবদ্ধ ।

*********** সমাপ্ত **********
তারিখ :   ০৭-০৭-২০০২ ইং ।

৮৫৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪। ই-মেইলঃ khmahabub@yahoo.com
সর্বমোট পোস্ট: ১৮৯ টি
সর্বমোট মন্তব্য: ৭১২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-০৩ ০৫:৫৩:৪৫ মিনিটে
Visit কে এইচ মাহবুব Website.
banner

১০ টি মন্তব্য

 1. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  নারী তুমি কি আমাকে ভালবাসতে চাও?
  আমাকে ভালবাসা এতো সহজ নয় ,
  এ মন পুড়ে পুড়ে হয়েছে কাঠের কয়লা
  সিক্ত আগুনে শক্ত পাথরে বেধেছি হৃদয় ।

  কবি এত নিঠুর হবেন না , নতুন করে ভালবাসার বীজ বোনেন ।
  কেমন আছেন কবিতার মত নাকি ?

 2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  নারীদের এত ভয় করলে দুনিয়া চলবে কি করে । ভাল বাসায় দুনিয়া করে জয় । শুভ কামনা ।

 3. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

  এস এম আব্দুর রহমান ঃ শুধু ভয়ই না কক্তেলের মতো ,ভাল থাকবেন আপনাকে ও
  শুভ কামনা ।

 4. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  সুন্দর কবিতা

 5. আহমেদ নিরব মন্তব্যে বলেছেন:

  আমি জানি নারী তুমি আমাকে ভালোবাসো
  আমার জন্য করতে পারো তোমার ও দেহু ক্ষয় ,
  দিবে না হয় মিলন সুখের অনুভব
  আমি পাই নারী তোমায় ভীষণ ভয়
  ……………………
  বাহ চমৎকার। ভাল লাগল।

 6. আরজু মন্তব্যে বলেছেন:

  পড়লাম আপনার কবিতা।

 7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল কবিতা

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  দারুন সুন্দর

  ভালো লাগা জানাচ্ছি

  শুভ কামনা
  শুভ সন্ধ্যা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top