Today 25 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্রকাশিত হল মাসিক চলন্তিকা ই-প্রকাশনাঃ সংখ্যা ২, সেপ্টেম্বর ২০১৩

লিখেছেন: ব্যবস্থাপনা সম্পাদক | তারিখ: ১৪/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 2331বার পড়া হয়েছে।

চলন্তিকার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমরা ইতিমধ্যে এক হাজার পোস্ট আর দশ হাজার মন্তব্য পেয়েছি। সাহিত্য বিষয়ক ব্লগ হিসাবে এটি একটি বিশাল প্রাপ্তি। আমরা আশা রাখি আমাদের ব্লগের মাসিক প্রিন্টেড ম্যাগাজিন নির্ধারিত সময় বের করতে পারব। মাসে ৩০০০+ পয়েন্ট হলে অথবা আপনার লেখা একমাসে ৪০০০+ বার পড়া হলে প্রকাশিতব্য মাসিক পত্রিকার একটি সংখ্যা ফ্রী পাবেন। একই লেখক / প্রদায়ক দুটো ক্ষেত্রেই বিবেচিত হতে পারবেন। আর যখন আমাদের পত্রিকা বের হবে তখন আশা রাখি সেটি আমাদের নিয়মিত লেখকদের সবসময় ফ্রী দিতে পারব। খুব দ্রুততার সাথে কাজ করে এই সংখ্যা করতে হয়েছে বলে কিছুটা ভুল ভ্রান্তি থাকা অসম্ভব না। আশা করি আপনারা সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই সংখ্যাতে কিছু স্কেচ করতে আনোয়ার জাহান ঐরি সাহায্য করেছেন। মেনুবারের ইবুক সেকশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আসুন এক নজরে সূচীপত্র দেখে নিই।

 

প্রবন্ধ

শেক্সপিয়রের রচনায় শ্রেণী চেতনা ও সংগ্রাম / কালাম আজাদ, ১৬

বাংলা গানের ইংরেজ বাউল ড্যারেন / বদরুল হোসেন, ৮৮

কাজী নজরুল ইসলামঃ সাম্যচিন্তা ও কিছু বিতর্ক / আহমেদ ফয়েজ, ১০৩

 

জীবনের গল্প

সাদা কাগজে বৃষ্টির ফোটা / জুবায়ের হুসাইন, ২০

একটি ডায়েরির একটি পাতা / সুপণ শাহরিয়ার, ৭২

বিয়ে বিয়ে খেলা / জিল্লুর রহমান, ৮১

 

কবিতা

বিষয়হীন গল্প / আবদুল্লাহ আল নোমান দোলন, ১৬

খোকার কথা / শাহ্ আলম শেখ শান্ত, ২৬

মৃত্যু বিলাস / এম, এ, কাশেম, ২৯

গুটিকয় অলীক প্রজাপতি এবং বন্ধুতা / মৌনী রোম্মান, ৩১

হয়তো আবার / রোদের ছায়া, ৩১

শরতের আকাশে কালো ছায়া / রূপা, ৩৭

প্রতিটি মানুষই কবি / শ্যাম পুলক, ৩৩

দুঃখের সুখ / আরিফুর রহমান, ৩৭

এই শহরে আজ কোন প্রজাপতি ওড়ে না / সপ্নিল রায়,  ৪২

আমি জেনেছি / কে,এইচ, মাহাবুব, ৪৪

মনের কথা / মোঃ আমিনুল ইসলাম, ৪৯

আচ্ছন্ন / আলামগীর কবির, ৫৫

সেদিন / আহমেদ ইশতিয়াক, ৫৯

আমি ও আমার / এ হুসাইন মিন্টু, ৬০

বেনামীণির প্রতি / গৌমূমোকৃঈ , ৬৫

বর্ষার রূপ / আরিফুর রহমান, ৭২

বাংলা আমার / বৈশাখী ঝড়, ৭২

প্রিয়তমা তোমাকে চাই / আশিকুজ্জামান, ৭৭

বিরহের গান / সাফাত মোসাফি, ৮০

সময়-অসময় / এ টি এম মোস্তফা কামাল, ৮৪

বর্ষা-পারের কবিতা / তুষার আহসান, ৮৮

তারুণ্য প্রাণে / মোসাদ্দেক, ৯৬

প্রতারক মন / এমদাদ হোসেন নয়ন, ৯৯

বন্ধু চলে এসো জ্যোছনা ফুরাব / আলমগির সরকার লিটন, ১০২

 

গল্প

ইটের বৃত্ত / ওয়াহিদ উদ্দিন, ২৪

বকলম / অদিতি ভট্টাচার্য্য , ৩৪

শুদ্ধ / আযাহা সুলতান, ৪৫

শেষ চিঠি / মোঃ ওবায়দুল ইসলাম, ৫৬

প্রত্যর্পন / আলামগীর কবির, ৬১

সাদা আলো, কালো আলো / মোস্তাক আহমেদ, ৬৬

ফোন, চাঁদ এবং অন্যান্য / শাওন রশিদ , ৭৪

ব্যাধি / আহমেদ ইশতিয়াক , ৭৫

প্রায়শ্চিত্ত / মিলন বনিক, ৯২

শহর থেকে গ্রামে / সুমাইয়া বরকতউল্লাহ্, ১০০

 

ছড়া

নতুন দিনের আমরা রবি / শেখ জহিরুল মাহমুদ তুহিন , ২৩

কেউ কি আমায় পেত / মোহাম্মদ কামরুল ইসলাম, ৪৪

বৃষ্টি আর আমি / কৌশিক, ৬৮

রাজা ও রাখাল বালকের বাঁশি / তাপসকিরণ রায়, ৮৯

 

অণুকাব্য

নর-নারী নারী-নর / অংকুর, ৩০

 

পিশাচ কাহিনী

চুড়েল / সিকদার, ৬৮

 

ভূতের গল্প

রাত যখন বারটা / তাপসকিরণ রায়, ৩৮

অবাস্তব ভূতের বাস্তব ঘটনা (কালো কুকুর) / শহীসদুল ইসলাম প্রামানিক, ৭৭

 

রহস্য গল্প

মনাডাকাত ও একটি ছায়ারহস্য / বিএম বরকতউল্লাহ্, ৮৫

 

বিজ্ঞান কল্পকাহিনী

বিজ্ঞাপন / মুহাম্মদ আনোয়ারুল হক খান , ২৭

 

গীতিকবিতা

ত্রয়ী গীতিকবিতা / শফিকুল ইসলাম, ২৬

 

মতামত

চলন্তিকা’র ই-বুক ও একটি ঈদ সংখ্যা / আহমেদ ফয়েজ , ৮

চলন্তিকা ঈদ সংখ্যাঃ একটি পর্যালোচনা / আমির হোসেন, ৪৯

 

বই আলোচনা

বই ও বাস্তবতা থেকে শিক্ষা!! / নিজাম মজুমদার নিজু, ৫৯

 

 

স্মৃতিচারণ

প্রথম বাবা হওয়ার আনন্দ / আমির হোসেন, ৪৩

ঢাকার সিএমএইচ নিয়ে স্মৃতিকথা / আলামিন মোহাম্মদ, ৯৭

 

উদ্যোগ

সমাজ গঠনে এগিয়ে যাচ্ছে মিরসরাইয়ের শান্তিনীড় / মুহাম্মদ দিদারুল আলম, ৩২

 

সবাইকে আবারো শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।

 

বিনীত

সম্পাদক, চলন্তিকা ব্লগ

http://cholontika.com

২,৫৯৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৭৫ টি
সর্বমোট মন্তব্য: ৪৫৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-২০ ০৫:০৫:২৮ মিনিটে
Visit ব্যবস্থাপনা সম্পাদক Website.
banner

২৯ টি মন্তব্য

  1. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    ই-পত্রিকা নিয়ে আমার কিছু জানার আছে–ব্লগের লেখাগুলি থেকেই নিশ্চয় ই- পত্রিকা তৈরি হয়।এর নির্বাচন সম্পাদক করে থাকবেন–একটা বিষয় বুঝতে পারলাম না আমার এতগুলি কবিতা থাকা সত্বেও তার একটিও কবিতা নির্বাচিত হল না?বর্তমান পত্রিকাতে কি গত মাসের লেখাই মাত্র এসেছে?প্লজ,ব্যাপারটা জানাতে আনুরোধ করি।ধন্যবাদ।

  2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    এটার জন্য এতদিন অপেক্ষায় চেয়ে আছি
    ভাল থাকেন এবং সু খবর দেয়ার জন্য ধন্যবাদ।

  3. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

    ই-বুক দেখে ভালো লাগছে। ডাউনলোড করেছি। কিন্তু পড়তে পারছি না যে।

  4. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    ই-বুক পড়তে গিয়ে আমার ও সমাস্যা হছ্ছে
    অথচ গত মাসেরটা ক্লিক করলে সরাসরি ইবুক পাচ্ছি কিন্তু এ মাসেরটা তে ক্লিক করলে কি সব ডাউন লোড করার কথা বলছে, বুঝতে পারছি না। দয়া করে জানান কি করতে হবে ।

    • সম্পাদক মন্তব্যে বলেছেন:

      কি সব ডাউন লোড করার কথা বলছে –
      আপনার এই কথার অর্থ বুজতে পারছি না। সেখানে কি আপনাকে কোন আজে বাজে কিছু ডাউন লোড করতে বলছে?
      সেখানে একটি ডাউন লোড অপশন আছে। সহজেই বুঝতে পারা যাচ্ছে।

      • এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

        না, আমার এখানে এ মাসের ই-বুক এ ক্লিক করলে আরেকটা স্ক্রীন আসে, juddi.com লিখা থাকে এবং সেখানে বেশ কিছু advertisment , আছে , তিন জায়গায় ডাউনলোড অপশন থাকে,
        আর ডাউনলোড করলে যা আসে তা ই-বুক নয় অন্য কিছু।

        আপনারা কি দয়া করে জিনিষটা বা সমাস্যাটা কি তা বিভিন্ন কমপিউটারে চেক করে দেখবেন? এবং সমাধান জানাবেন?
        ধন্যবাদ।

        • সম্পাদক মন্তব্যে বলেছেন:

          ইতিমধ্যে সবার ইমেইলে সংখ্যাটি পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী সংখ্যা থেকে আর স্কেচ ব্যবহার করা হবে না। সবাই সহজেই ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।

  5. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

    অনেক চেষ্টায় যা ডাউনলোড করলাম তা ওপেন হচ্ছে না। আমি ফক্সিট রিডার ব্যবহার করি।

  6. রূপা মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ । এখুনি ডাউনলোড করবো ।

  7. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    চলন্তিকার সফলতার সাথে অগ্রযাত্রা কামনা করছি ।

  8. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

    আমার একটা লেখা আছে,সেজন্য ধন্যবাদ।

    ডাউনলোড করে পড়ে নেব সময়মত।

  9. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    ই-বুক প্রকাশের জন্য সম্পাদককে ধন্যবাদ।
    ডাউনলোড করলাম। কিন্তু ডাউনলোড সিস্টেমটা জটিল হয়ে গেলো। ই-বুক ডাউনলোড করলে অটোমেটিক অন্য সফটওয়্যার ডাউনলোড হয়ে যায়। এতে করে ব্রাউজারের সমস্যা হচ্ছে।

    • সম্পাদক মন্তব্যে বলেছেন:

      ইতিমধ্যে সবার ইমেইলে সংখ্যাটি পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী সংখ্যা থেকে আর স্কেচ ব্যবহার করা হবে না। সবাই সহজেই ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।

  10. শ্যাম পুলক মন্তব্যে বলেছেন:

    ই-বুকে আমার কবিতা দেখে তো আমি অবাক! অনেক ভাল লাগল। সম্পাদককে ধন্যবাদ। সাথে সবাইকে।

  11. আরজু মন্তব্যে বলেছেন:

    অনেক চমত্কার চমত্কার সব লিখা
    পড়ব ইনশা আল্লাহ
    ই-বুকে আমার লিখা নাই !অনেক খারাপ লাগল। তারপর ও সম্পাদককে ধন্যবাদ।সাথে সবাইকে।

  12. বিএম বরকতউল্লাহ্ মন্তব্যে বলেছেন:

    দেখলাম। পড়লাম। ভালো লাগলো। আশা করি এ উদ্যোগ অব্যাহত থাকবে। ধন্যবাদ।

  13. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    না, আমার এখানে এ মাসের ই-বুক এ ক্লিক করলে আরেকটা স্ক্রীন আসে, juddi.com লিখা থাকে এবং সেখানে বেশ কিছু advertisment , আছে , তিন জায়গায় ডাউনলোড অপশন থাকে,
    আর ডাউনলোড করলে যা আসে তা ই-বুক নয় অন্য কিছু।
    আপনারা কি দয়া করে জিনিষটা বা সমাস্যাটা কি তা বিভিন্ন কমপিউটারে চেক করে দেখবেন? এবং সমাধান জানাবেন?
    ধন্যবাদ।

    • আনোয়ার জাহান ঐরি মন্তব্যে বলেছেন:

      এটা না বুজতে পারার তো কোন কারন নাই। সেখানে ডাউনলোড অপশন আছে। সেখানে ক্লিক করলে আপনার কাছে verification code চাইবে। verification code সাথেই পাবেন। সেটা লিখে দিলে ডাউনলোড হবে। এই সংখ্যাতে ৬০টির মত স্কেচ ব্যবহার করা হয়েছে। তাই এর ওজন ৫ মেগা হয়েছে। আর সে কারনে চলন্তিকার attachment হিসাবে রাখা যাই নাই। চলন্তিকা ২ মেগা পরজুন্ত সাপোর্ট করে। সম্পাদক বলেছেন, আগামী মাস থেকে আর কোন স্কেচ ব্যবহার করবেন না, শুধুই লেখা থাকবে। তাতে হয়ত আর সেটা অতটা আকর্ষণীয় থাকবে না। কিন্তু সবাই ডাউনলোড করতে পারবে। এটা সমস্যা হচ্ছে কারন ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করাতে অনেকেই অনভিজ্ঞ। যদিও কেউ সেটা বলতে চান না। মন্তব্য দেখেই বুঝতে পারা যাচ্ছে, এ ধরনের ফাইল আগে কেউ কখনও ডাউনলোড করেন নাই।

  14. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    আসলে আমিও অনবিজ্ঞ ডাউনলোডের ব্যাপারে ।

  15. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    মাসিক চলন্তিকা ই-প্রকাশনাঃ সংখ্যা ২, সেপ্টেম্বর ২০১৩ তে দেখি
    চলন্তিকায় প্রকাশিত আমার প্রথম কবিতাট “মৃত্যু বিলাস ” জায়গা করে নিয়েছে ,
    সম্পাদক, সংশ্লিষ্ট সকলকে ও চলন্তিকাকে ধন্যবাদ।

  16. মৌনী রোম্মান মন্তব্যে বলেছেন:

    প্রথম পোষ্ট করা কবিতা ‘গুটিকয় অলীক প্রজাপতি ও বন্ধুতা’ মাসিক চলন্তিকায় জায়গা পেলো ।
    সত্যি এত্তোটা আশা করিনি 😀
    অসংখ্য অসংখ্য ধন্যবাদ :-)

  17. মৌনী রোম্মান মন্তব্যে বলেছেন:

    এখনো ডাউনলোড করিনি, তবে মন্তব্য পড়ে একটা মতামত দিচ্ছি –
    স্কেচ বাদ দেবেন না দয়া করে । স্কেচ ব্যাপারটা লেখার একটা বিশেষ আবহ তৈরি করে, আশা করি বিবেচনায় রাখবেন

  18. রোদের ছায়া মন্তব্যে বলেছেন:

    চলন্তিকায় আমার প্রথম পোস্ট ” হয়তো আবার” আপনাদের ই-প্রকাশনা ২য় তে জায়গা পেয়েছে দেখে ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে।

  19. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    ইনশাআল্লাহ চলন্তিকার সনে আছি ।
    আশা করি সাফল্যের সহিত চলন্তিকা এগিয়ে যাক ।

  20. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    মাই কিওৱিয়াস মাইন্ডস ওয়ান্টস টু নো বিশ্ব ব্লগাৱ দিবস কবে

  21. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    এটি ডাউনলোড করা যাবে কি ?

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top