প্রকাশিত ১০০ পৃষ্ঠার চলন্তিকা ঈদসংখ্যা ই-বুকের একটি ব্যবচ্ছেদ!!
এই লেখাটি ইতিমধ্যে 2287বার পড়া হয়েছে।
সম্পাদককে অনেক ঈদশুভেচ্ছা এবং অভিনন্দন ১০০ পৃষ্ঠার সমৃদ্ধ একটি ঈদসংখ্যা ইবুক উপহার দেয়ায়। আমি মোটামূটি পুরো ইবুকটা একবার পড়লাম। বানানভুল, গেটাপ-মেকাপে কিছু দুর্বলতা থাকলেও সার্বিক বিচারে আদর্শ একটা ইবুক হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আবারও অভিনন্দন জানাই।
এবার আসি কিছু সমালোচনায়।
১। প্রচ্ছদ থেকে শুরু করে প্রথমদিলে হালকা কার্টুনের ইলাস্ট্রেশনগুলো বেশ ভালোলাগছিলো যদিও শেষপর্যন্ত সে ধারাবাহিকতা রক্ষা করা হয়নি।
২। সম্পদিকের কথা কলামের পরবর্তী একটি পৃষ্ঠা ফাঁকা কেনো বুঝলাম না, যার ফলে খারাপ দেখাচ্ছে। সম্পাদকীয়তে প্রথম চারটি লাইন পরপর দু’বার আলাদা প্যারায় রিপিট হওয়ায় খুব বিরক্ত লাগছে। এখনো সুযোগ আছে তা সংশোধন করার।
৩। সুচিপত্রে উল্লেখিত লেখার পৃষ্ঠাসংখ্যার সাথে বাস্তবে অনেক গড়মিল থাকায় লেখা খুঁজতে ভোগান্তি হয়েছে।
৪। প্রথমদিকে লেখা সাজাতে গিয়ে লেখার শেষে ফাঁকা পৃষ্ঠা না রেখে কিছু ইলাস্ট্রেশন বা ছবি কিংবা সাইজমতো ছড়া-কবিতা দিয়েও মেকাপ করলে ভাল্লাগতো। আবার শেষের দিকে যদিও তা-ই করা হয়েছে।
৫। একই লেখকের লেখা একই পৃষ্ঠায় মেকাপ দেয়ার চেষ্টা কোথাও কোথাও রক্ষিত হলেও সর্বত্র একই নিয়ম বা সমতা রক্ষা না করায় দৃষ্টিকটু লাগছে।
৬। প্রিন্ট বইয়ের ফর্মেট বা ফর্মাপদ্ধতিতে এবং প্লেট অনুযায়ী লেখা ও পৃষ্ঠাগুলো সাজাতে পারলে ভবিষতে একে সরাসরি প্রিন্ট করিয়ে হার্ডকপিও করা যেতো।
৭। পাঠকের একঘেয়েমি দূর করতে বিভিন্ন ক্যাটাগরির গদ্যের পাশাপাশি পদ্য সাজালে আকর্ষণীয় হতো ইবুক।
৮। তবে নতুনদের পাশাপাশি আমাদের মতো পুরনো কিছু লেখকের লেখা থাকায় ইবুকের মানবৃদ্ধি হয়েছে নিঃসন্দেহে বলা যায়
যাহোক, সামান্য এসব ত্রুটি বাদ দিলে বলা যায় একটি সুন্দর ইবুক হয়েছে।
২,২৫৫ বার পড়া হয়েছে
এখনও সংশোধন এর সুযোগ আছে, তবে আমি সে সুযোগটা নিব না। পৃথিবীর অনেক অনেক কাজের প্রথমটা শুরু হয়েছে বেশ ভুল আর অগোছালো দিয়ে। আমাদেরটাও যদি এমন হয় কেমন হয়?
আপনি বেশ সময় নিয়ে দ্রুত মন্তব্য করেছেন দেখে ভাল লাগছে। ভুল হলেও উৎসাহ পাচ্ছি।
ভুল খুব জোরালো নয়–হতাশাজনকও নয় যা আমি বলেছি এভাবেই–”যাহোক, সামান্য এসব ত্রুটি বাদ দিলে বলা যায় একটি সুন্দর ইবুক হয়েছে।”
তাই হতাশ হবার মতো নয় বিষয়টা; ভবিষ্যতে সাথে আরো সতর্ক হওয়া যায়-সেটাই আমার লক্ষ্য। অনেক ধন্যবাদ
আগে পড়ে আসি।তারপর…
তবে বাদশা ভাইয়ের পোস্ট থেকে আগাম ধারণা নিয়ে গেলাম।
আপনাকেও ধন্যবাদ, তবে এ ব্লগই মনে হয় ই-বুকে ফার্স্ট হয়েছে, এটাও একটা ভালো দিক।
তবে লেখা ঠিকমত পড়তে পারিনি আমি। তাই খুব একটা ভাল রাগল না।
পরিস্কার বুঝলাম না ভাই আপনার কথা?
সহমত প্রতিবেশী আপনার সনে
অনেক ধন্যবাদ
সুন্দর সমালোচনা। আমার লেখা আছে কি
আছে বোধ’য়!!!!!!! বলবো না–দেখে আসেন;অনেক ধন্যবাদ
আপনাকে ধন্যবাদ। আপনার পরামর্শগুলো পরের সংখ্যার জন্য কাজে লাগবে। অন্য কেউ যদি ই-বুক সম্পাদনা করতে চান তাঁরও কাজে লাগবে।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
অশেষ শুভেচ্ছা জানাই সুন্দর মন্তব্যের জন্য
Aro sundorer bhabnay
bhalo poramorsho
tobuo darun
অনেক শুভেচ্ছা; কিন্তু আপনি বাংলিশে লিখছেন বেশি; কেনো ভাই?
স্যার কেহ পরামর্শকে বিরোক্ত মনে করে
করলেও কিছু যায় আসেনা
আপনার লেখা পড়ে চলন্তিকার ইবুক সম্পর্কে জানলাম।অশেষ ধন্যবাদ।
ভাল্লাগল জেনে
হ্যা পড়ে এলাম। সব মিলে ভালো উদ্যেগ।
অনেক ধন্যবাদ
আফসোস আমি ওই সংখ্যা পাইনি, কারণ আমি নতুন, তবে সকল দিবসে যেন ইবুক বের হয়, সম্পাদক সমীপে আমার অনুরোধ।
আপনাকে স্বাগতম, লিখতে থাকুন আপনার লেখাও ইবুকে যাবে
ই বইটি এখন কোথায় পাওয়া যাবে বলতে পারেন কি ?
ব্লগের অপরেওর বিভিন্ন অপশন অংশে পাবেন