Today 15 May 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্রজাপতির দিনকাল

লিখেছেন: জসিম উদ্দিন জয় | তারিখ: ০৮/০৬/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1189বার পড়া হয়েছে।

323232

—- জসিম উদ্দিন জয় —-

তুমি যদি আমার হতে
পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসাগুলো ছিনিয়ে আনতাম,
পৃথিবীর সবদেয়ালে তোমার ছবি আকঁতাম,
মায়াবী  ফুটফুটে জোৎস্নায় সাতার কাটতাম,

তুমি যদি আমার হতে
শ্রাবনের মেঘগুলি জড় হতো, সুর্য্য হতো ম্লান,
গোলাপের পাপড়িজলে ভিজিয়ে, তোমার হতো স্নান ,
তোমায় আনন্দ দেবে বলে পাখিরা গাইতো গান।

তুমি যদি আমার হতে
সন্ধ্যের আকাশে হিমশীতল বাতাসে সাদাকালো মেঘ ফুড়ে,
শান্তদীঘির জলে নীল পদ্মের ঘ্রানে যেথায় ঘাসফড়িং উড়ে,
ভাসাইতাম তরি সাজাইতাম তোমায় ফুলে সর্বাঙ্গ  জুড়ে।

তুমি যদি আমার হতে
আকাশের তারাগুলো ঘুম পারিয়ে দিতো শুভ্রতায় হতো সকাল,
পাহাড়ি ঝরনা আর বাহারি প্রকৃতির  রূপে  হতে বিকাল,
সবুজ পাতায় সংসার হতো কাটতো প্রজাপতির দিনকাল।

১,১৯০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১২৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১১ ০২:৫৩:৪৯ মিনিটে
banner

৪ টি মন্তব্য

 1. মাজেদ হোসেইন মন্তব্যে বলেছেন:

  হাঃ হাঃ ভাই এত কিছু পেয়ে দেখবেন সিরিয়াল পরে না যায়…।।

  অনেক সুন্দর

  শুভকামনা থাকল কবি।

 2. দ্বীপ সরকার মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো @

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  শিরোনাম পড়েই বুঝেছি কবিতা কত সুন্দর হবে

  বেসম্ভব ভাল লাগা রইল

 4. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর লিখেছেন কবি । চমৎকার কবিতা পাঠ করলাম ।
  শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top