Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্রথম নারী

লিখেছেন: হাসান ইমতি | তারিখ: ০২/০৩/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1682বার পড়া হয়েছে।

311183_526991417330812_1508930060_n

 

বহু বর্ষা কেটে গেছে মুখোমুখি দেখা হয়নি তার সাথে,
বহু বর্ষা দেখা হয়নি তার সেই অপাপবিদ্ধ প্রিয় মুখ,
যে মুখে আমি জীবনের রংতুলি দিয়ে স্বপ্নের সুখছবি
আঁকতাম,যে মুখের মধু হাসিতে আমি হেরেও জিতে
যেতাম,যার কষ্টে আমি শত বিজয়েও ভেঙে পরতাম,
তার সেই মায়া কাজল চোখ,যে চোখে তাকালে আমি
পুরুষ হয়ে উঠতাম, আমি “আমি” হয়ে উঠতাম, যে
চোখে তাকালে ক্ষুদ্র আমি হয়ে উঠতাম সম্পূর্ণ ভুবন ।

একদা যে চোখে ছিল আমার প্রিয় সুখ স্বপ্নের বসবাস,
বহু বর্ষা কেটে গেছে তবু দেখা হয়নি সেই সে প্রিয় মুখ,
বহু বর্ষা কেটে গেছে তবু তার চোখে রাখা হয়নি চোখ,
বহু বর্ষা শোনা হয়নি তার সেই ভালোলাগা প্রিয় নাম,
যে মধু নাম এক সময় ছিল আমার বাঁচার অমোঘ মন্ত্র,
আমার বুকভরা নিঃশ্বাসের বাতাস,আমার প্রাণের আয়ু ।

বহু বর্ষা ডাকাও হয়নি তাকে সে প্রিয় ভালোলাগা নামে,
বহু বর্ষা ভাবাও হয়নি তার কোন কথা,তাকে ভেবে ভেবে,
তাকে নিয়ে লেখাও হয়নি কোন প্রিয় কবিতার অন্তমিল,
তাকে ভেবে কোন স্বপ্নময় গহীন রাত আর হয়নি স্নিগ্ধ
সকরুণ আলোর সকাল,বহু বর্ষা মনে পড়েনি তার কথা ।

জানিনা আজ সে কোথায়, জানিনা সে কোন ভুবনে আছে,
জানিনা আজ সে কেমন আছে, জানিনা সে কেমনে বাঁচে,
জানিনা সে আজ কার হয়ে আছে, জানিনা কাকে ঘিরে আছে,
জানিনা সে আজ কাকে জুড়ে আছে, জানিনা কাকে নিয়ে বাঁচে,
হয়তো আজ সে আর সেই মানুষটা নেই, বদলে গিয়েছে বিস্তর,
জানিনা আমার কথা, আমাদের কথা দিনের কথা তার আজ
আর মনে পরে কিনা, ফেলে আসা সেইসব দিনের কথা
তাকে একটুও আকুল, স্মৃতি কাতর করে কিনা আমার মত ।

সময়ের পথচলায় এই আমিও বদলে গিয়েছি অল্প বিস্তর,
এক সময়ের স্বপ্নবোনা দুরন্ত কিশোর আজ পরিণত মানুষ,
জীবনের নীল বিষ পান করে আমি আজ হয়েছি আকণ্ঠ নীল,
বহু নারী হৃদয় বহুবার বহুভাবে ঘেঁটে ঘেঁটে আমি আজ সফল
প্রেমিক, নারী সুধা পান করে করে আমি এক সফল পুরুষ ।

তবুও সেই ছিল আমার জীবনের প্রথম নরম রঙিন সুখ,
প্রথম নির্দোষ ভালোলাগা, প্রথম সুগন্ধি ভালোবাসা, প্রথম
প্রিয় কামনা, প্রথম একান্ত গোপনীয়তা, প্রথম কাঙ্খিত
পদস্খলন, প্রথম বুকভাঙ্গা অভিমান, প্রথম দুঃসহ কষ্ট,
প্রথম চাওয়া, প্রথম চেয়েও না পাওয়া, প্রথম গোপন পাপ,
প্রথম ভালোলাগা ভুল, সে ছিল আমার জীবনের প্রথম নারী,
চলে গেছে বহু বর্ষা, চলে গেছে সেও, তবুও, আজ থেকে আরও
বহু বর্ষা পরেও, সে প্রথম আমাকে ভালবাসাবাসি গোপন খেলা
শিখিয়েছিল এই সত্যটা একই থেকে যাবে, সে ছিল আমার
জীবনের প্রথম নারী এই সত্যটা সত্যই থেকে যাবে চিরকাল ।

১,৬৬৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি হাসান ইমতি, জন্মস্থান ফরিদপুর, বর্তমান বাসস্থান উত্তরা, ঢাকা । আমি মূলতঃ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে লেখালেখি করে থাকি । এ ধারায় কবিতা ভিত্তিক সাইটের ভেতর রয়েছে বাংলা কবিতা, কবিতা ক্লাব, কবিতা ইবারয়ারি, গল্প কবিতা, বাংলার কবিতা ইত্যাদি এবং ব্লগের ভেতর সামহোয়্যার ইন ব্লগ, চলন্তিকা, ইস্টিশন, নক্ষত্র, আমার ব্লগ, চতুর্মাত্রিক ইত্যাদি। ইতিমধ্যে ই-ম্যাগের ভেতর অন্যনিষাদ, কালিমাটি, মিলন সাগর, জলভূমি, প্রতিচ্ছবি, বাঙ্গালিয়ানা সহ আরও কিছু ব্লগজিন ও বাজিতপুর প্রতিদিন, মিডিয়াবাজ, নব দিবাকর, তোমার আমার, বাংলা নিউজ ২৪, নারায়ণগঞ্জ টাইমস সহ আরও কিছু অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে আমার লেখা । প্রিন্ট মিডিয়ার ভেতর গত ২০১৫ ইং বইমেলায় সাহিত্যকথা, অন্যপ্রকাশ, তারুন্য সহ আরও কয়েকটি সংকলনে আমার লেখা প্রকাশিত হয়েছে । এর বাইরে ভারতের দিগন্ত পত্রিকা, যুগসাগ্নিক, ঢাকার লেখচিত্র প্রকাশনী, বাংলার কবিতাপত্র, অতসী পত্রিকাসহ আরও কিছু প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমার লেখা । অনলাইনে আয়োজিত আটকাহন সাহিত্য পুরস্কার, গল্পলেখা সাহিত্য পুরস্কার ও সৃষ্টিসুখের উল্লাসে সাহিত্য পুরস্কার সহ আরও কিছু সাহিত্য পুরস্কার আমার লেখাকে সন্মানিত করেছে । ব্যক্তি জীবনে আমি কমনওয়েলথ এম বি এ শেষ করে সি এ করার পাশাপাসি একটি উৎপাদন মুখী প্রতিষ্ঠানে নিরীক্ষা বিভাগে কর্মরত আছি । গুগলে অভ্র দিয়ে বাংলায় "হাসান ইমতি" লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আরও জানা এবং আমার লেখার একাংশ পড়া যাবে ।
সর্বমোট পোস্ট: ১৫৪ টি
সর্বমোট মন্তব্য: ৮০৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১২-১৪ ১১:৫৬:২৪ মিনিটে
Visit হাসান ইমতি Website.
banner

৮ টি মন্তব্য

  1. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    মনকাড়া অমোঘ প্রেমবোধ –
    ভালবাসার নিদাঘ আকুতি ঝরে পরেছে ছত্রে ছত্রে।
    কবিতা খুব ভাল লাগল –
    এক ব্যাথাতুর নস্টালজিয়ায় মন ভারাক্রান্ত হয়ে উঠে।
    কবিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

  2. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    ভালোবাসা অনিরুদ্ধ …

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    জীবনের প্রথম নারী এই সত্যটা সত্যই থেকে যাবে চিরকাল ।

    চমৎকার লিখেছেন ইমতি ভাইয়া

    শুভেচ্ছা

  4. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    ভালোবাসা মেঘ

  5. সুমন সাহা মন্তব্যে বলেছেন:

    শীর্ষকটিই তো অনেক সুন্দর ভালোলাগার জন্ম দিতে বাধ্য।

    আর কবিতাতে অংকিত হয়েছে ভালোবাসার সব রং। এক অসুখের রং।

    অনেক ভালো লাগলো কবিতাটি।

    শুভেচ্ছা রইলো অনেক অনেক।

    ভালো থাকবেন। সবসময়।

  6. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    ভালোবাসা কবি, ভালো থাকুন আপনিও

  7. খালিদ হাসান মন্তব্যে বলেছেন:

    পড়তে পড়তে আমি আবেগী হয়ে উঠছিলাম। সব মানুষের বাস্তব ব্যাধি।

  8. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    ভালোবাসা খালিদ হাসান

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top