নোটিশ
প্রশ্ন?
এই লেখাটি ইতিমধ্যে 1477বার পড়া হয়েছে।
জ্বলছে আগুন পুড়ছে দেশ
তর্ক করে সময় শেষ।
কে ঠকবে কে জিতবে
ভাবনা শুধু একটাই,
দেশের মানুষ কষ্ট আছে
চিন্তা কারো নাই।
মরছে মরুক আমজনতা
তাতে কি যায় আসে,
আমার জায়গায় আমি আছি
ভাবনা কি আর আছে।
নামলে তারা থাকছে পিছে
হাজার রকম গার্ড,
আমজনতা মরছে মরুক
কি আর করার আছে।
আমার মনে প্রশ্ন এখন
স্বাধীনতা মানে কি?
লাখো প্রানে বিনিময়
পরাধীনতা কিনেছি?
১,৪৫৭ বার পড়া হয়েছে
অসহায় জনত আমরা তাকিয়ে দেখেই যাব
পুড়ছে মানুষ,পুড়ছে দেশ
করছে মরুভূমি
কি আর করব বল
অসহায় পাবলিক আমি
কথামালা সুন্দর
শুভরকামনা