Today 29 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্রাকৃতিক উপাদানের সাহায্যে রূপচর্চা

লিখেছেন: আক্তার জাহান | তারিখ: ০১/০৫/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1282বার পড়া হয়েছে।

 images

শুস্ক,স্বাভাবিক ও মিশ্র ত্বকের জন্য যে কোন একটি বেছে নিন

১. কাঁচের প্লেটে ১ চামচ মাখন ও ১ চামচ দুধ নিয়ে আঙ্গুলের সাহায্যে ভালো করে মিশিয়ে নিন ।এবার মুখে গলায় লাগিয়ে রাখেন ২০ মিনিট ।২০মিনিট পরে প্রথমে ঠান্ডা ও পরে কুসুম কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন।

২. ২ চা চামচ দুধের সর হাপ চামচ মধু নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এবার ম্যাসেজ করুন।২০ মিনিট পর ধুয়ে ফেলুন।প্রথমে ঠান্ডা ও পরে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।

৩. ১চামচ অলিভ অয়েল নিয়ে ম্যাসেঝ করুন। ২০ মিনিট পর ভিজে তোয়াল দিয়ে বাড়তি তেল হাল্কা ভাবে মুছে নিন।

তৈলাক্ত ত্বকের জন্য:

 

১ চামচ মধু নিয়ে ম্যাসাজ করুন।২০ মিনিট পরে ত্বক ধুয়ে ফেলুন।

*শীতে আমাদের সবার ত্বকের একটু হলেও লাবন্যতা কমে যায়। ঘরে বসে ত্বকের যত্ন/ত্বকের লাবন্য ফেরাতে-

*দুধের সর,মসুর ডাল, কাঁচা হলুদ এক সঙ্গে বেটে হলুদ মাখার মতো সারা গায়ে মেখে এক ঘন্ঠা রেখে গোসল করে নিতে হবে। এছাড়া ৪-৫ ফোঁটা লেবুর রস ও ১০/১৫ ফোটা গোলাপ জলে এক সঙ্গে মিসিয়ে রাত্রে শোবার আগে তুলো দিয়ে মুখটা মুছে নিয়ে পরদিন ঠান্ড পানিতে ধুয়ে ফেলুন,মুখের লাবন্যতা আনেক বৃদ্ধি পাবে।

*শীতে প্রায় অনেক ঠোঁটের চামড়া উঠে।এর জন্য প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে গ্লিসারিন পানিতে মিশিয়ে ঠোঁটে দিয়ে রাখলে ঠোঁট ফাটবে না এ ছাড়া ঠোঁট অনেক নরম থাকবে।

১,২৬৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২৫ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৭ ১০:১৯:২৬ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    দারুন ভাবনার প্রয়াস
    দারুন লিখা
    বেশ ভালো লাগলো পড়ে দেখে

  2. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    সংশ্লিষ্টদের জন্য বেশ উপকারী পোস্ট।
    শেয়ার করার জন্য ধন্যবাদ।

  3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    ভাল লাগল।

  4. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    সংশ্লিষ্টদের জন্য I mean যারা রূপচর্চায় আগ্রহী তাদের জন্য বেশ উপকারী পোস্ট।
    শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top