Today 16 Oct 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্রিয় কিছু হয়ে

লিখেছেন: এম আর মিজান | তারিখ: ০৫/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1118বার পড়া হয়েছে।

অনুভুতি নিশ্চুপ ফিসফিস বাতাসের,
আলোড়ন এ মনে জল ঝরে কষ্টের।

মর্মরে বাজে সুর শীত নয় গ্রীষ্ম,
ভিজে ভিজা বরষায় মন তবু উষ্ণ।

আবেদন নেই কোন বহুদিন এ কানে,
নেই কোন আলাপন নিশ্চুপে এ প্রানে।

তবুও তো ছোঁয়া পাই দেখা মেলে স্বপনে,
রাতভর নির্ঘুম থাকে মন ও মনে।

চোখ ঘুমে থাক না বেলা যাক বয়ে,
স্বপনেতে তবু থাক প্রিয় কিছু হয়ে।

১,১২৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
এম আর মিজান।শরীয়তপুর জেলার নড়িয়া থানায় জন্ম।১৯৮৯ সালের ০৫ ই ফেব্রুয়ারি। লেখালেখিতে হাতে খড়ি ক্লাস সেভেন থেকে।আশাহত হওয়াতে ছোট বেলার কোন লেখাই অবশিষ্ট নেই।গান লিখাই ছিল প্রধান। গাইতে চাইতাম, সুযোগ হয়ে ওঠেনি। বিভিন্ন নাট্যদল ছিল প্রিয় সংগ।মনের তাড়নায় লিখি।প্রিয় স্থান :বরিশাল। প্রিয় সৃতি:জান্নাতুল ফেরদৌস। দু:খময় সৃতি:জান্নাতুল ফেরদৌস। প্রিয় ডাক:নানুর নিঝু ডাক।প্রিয় বন্ধু:আতিকুর রহমান। প্রিয় উক্তি:নিজের"পৃথিবীর সবাই তোমাকে কোন না কোন কারনেই ভালো বাসে,তুমিই তোমাকে কারনে অকারনে বোঝ এবং ভালো বাস।প্রিয় প্রত্যাশা :মৃত্যুর অপেক্ষা....
সর্বমোট পোস্ট: ৫৭ টি
সর্বমোট মন্তব্য: ২৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১২ ১৪:০৬:৩১ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

  খুবই চমৎকার ছন্দ। ভালো লাগলো।

 2. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  অনুভুতি নিশ্চুপ ফিসফিস বাতাসের,
  আলোড়ন এ মনে জল ঝরে কষ্টের।
  মর্মরে বাজে সুর শীত নয় গ্রীষ্ম,
  ভিজে ভিজা বরষায় মন তবু উষ্ণ।

  চমত্কার ছন্দময় কবিতা অনেক ভাল লাগল। ধন্যবাদ কবি। শুভেচ্ছা রইল।

 3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  বেশ ছন্দময় সহজ অনুভূতি ।

 4. সারমিন মুক্তা মন্তব্যে বলেছেন:

  ভাল লাগলো৤

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কাব্যের ছন্দ অন্ত্যমিল বেশ ভাল লাগলো
  শুভ কামনা থাকলো

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  চোখ ঘুমে থাক না বেলা যাক বয়ে,
  স্বপনেতে তবু থাক প্রিয় কিছু হয়ে।

  খুব মিষ্টি কবিতাটি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top