প্রিয় বন্ধুরে….
এই লেখাটি ইতিমধ্যে 1246বার পড়া হয়েছে।
ষোল থেকে সতের বছর বয়সে
যখন প্রেম উতলে ওঠে মনে
কাউকে যায়না শেয়ার করা
মনের কথাগুলোর অব্যক্ততা
তখন পাশে এসে দাঁড়ায়
আমার প্রিয় বন্ধুত্বতা
আবার যখন ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে
উবুৎ হয়ে শুয়ে থাকি খালি বিছানাতে
তখন এসে পাশে দাঁড়ায়
আমার সে প্রিয় বন্ধুরে…
মায়ের বকা আর বাবার ধমক খেয়ে
যখন বিদ্ধস্থ হয়ে পড়ে থাকি
এলোপাথারি মনে
তখন এসে হাতটি বুলায়
পরম আদরে,
তুই সে যে আমার
প্রিয় বন্ধুরে…
আমি অবাক হয়ে ভাবি নিরন্তরে
তুই যদি না থাকিস পাশে সবসময়ে
নিঃস্বতাগুলো পেয়ে বসে আমার মনে
কেউ থাকেনা যখন আর নিজের প্রয়োজনে
কালো মুখে না করে দেয় সব মানুষে
তখন আমার মন ছুটে যায়
সেই প্রিয় মুখটির কাছে,
যে আমার হাতটি ধরে
কৈশর থেকে আজ পযর্ন্ত যৌবনে
সে যে আমার সত্যিকারের
প্রিয় বন্ধুরে….
[সাঈদ চৌধুরী ০৩.০৮.১৪ইং]
বন্ধু দিবসের শুভেচ্ছা সবাইকে ।
ছবিটি তোলা-২৭.০২.২০০৩ইং তারিখে আমার বন্ধুদের নিয়ে । এখনও অমলিন ….
![প্রিয় বন্ধুরে….
ষোল থেকে সতের বছর বয়সে
যখন প্রেম উতলে ওঠে মনে
কাউকে যায়না শেয়ার করা
মনের কথাগুলোর অব্যক্ততা
তখন পাশে এসে দাঁড়ায়
আমার প্রিয় বন্ধুত্বতা
আবার যখন ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে
উবুৎ হয়ে শুয়ে থাকি খালি বিছানাতে
তখন এসে পাশে দাঁড়ায়
আমার সে প্রিয় বন্ধুরে…
মায়ের বকা আর বাবার ধমক খেয়ে
যখন বিদ্ধস্থ হয়ে পড়ে থাকি
এলোপাথারি মনে
তখন এসে হাতটি বুলায়
পরম আদরে,
তুই সে যে আমার
প্রিয় বন্ধুরে…
আমি অবাক হয়ে ভাবি নিরন্তরে
তুই যদি না থাকিস পাশে সবসময়ে
নিঃস্বতাগুলো পেয়ে বসে আমার মনে
কেউ থাকেনা যখন আর নিজের প্রয়োজনে
কালো মুখে না করে দেয় সব মানুষে
তখন আমার মন ছুটে যায়
সেই প্রিয় মুখটির কাছে,
যে আমার হাতটি ধরে
কৈশর থেকে আজ পযর্ন্ত যৌবনে
সে যে আমার সত্যিকারের
প্রিয় বন্ধুরে….
[সাঈদ চৌধুরী ০৩.০৮.১৪ইং]
বন্ধু দিবসের শুভেচ্ছা সবাইকে ।
ছবিটি তোলা-২৭.০২.২০০৩ইং তারিখে আমার বন্ধুদের নিয়ে । এখনও অমলিন ....](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p296x100/10525906_765350786841143_5836061654623586987_n.jpg?oh=6eed215a0ad609fe6231a7dc15aefbd6&oe=545AB497&__gda__=1413654985_71fe762cd2857b5d12e38624a285e922)
১,২২১ বার পড়া হয়েছে
সুন্দর।ভাল লাগল।
ধণবাদ ভাই মন্তব্যের জন্য । ভালো থাকুন সবসময় ।
ভাল লাগল কবিতাটি । শুভ কামনা ।
ভালো লাগার জন কতজ্ঞতা জানবেন । ধণ্যবাদ ।
ষোল থেকে সতের বছর বয়সে
যখন প্রেম উতলে ওঠে মনে
কাউকে যায়না শেয়ার করা
মনের কথাগুলোর অব্যক্ততা
চমৎকার একটি ছবির সাথে চমৎকার কবিতা সাঈদ ভাই।অনেক ভাললাগা।ছবিতে কি আপনি আছেন?
ঈদ পরবর্তী শুভেচ্ছা রইল।ভাল থাকবেন।
আপনার জন্যও অনেক শুভেচ্ছা । আমি আছিতো আপু । বাম থেকে দ্বিতীয় জনই আমি । সবচেয়ে কষ্টের বিষয় সাবর ডান পাশের বন্ধুটি আমার মটর সাইকেল এক্সিডেন্টে মারা গেছে অনেক আগে । কষ্টে পুড়ি এখনও ।
এক দম ঠিক কথা ।
ভাল থাকবেন
বন্ধুইই বুঝে বন্ধুর মনের কথা। সুন্দর লেখা
বন্ধু দিবসের অনেক শুভেচ্ছা রইল
বন্ধু জীবনের শ্রেষ্ঠ উপহার।
ভালো লাগলো…
শুভেচ্ছা জানবেন
হাহাহা!!! ভালো লাগলো খুব। ঈদের শুভেচ্ছা।
:O :O ভাল লাগল
প্রিয় বন্ধুরে…
আমি অবাক হয়ে ভাবি নিরন্তরে
তুই যদি না থাকিস পাশে সবসময়ে
নিঃস্বতাগুলো পেয়ে বসে আমার মনে
প্রিয় বন্ধুর সনে লেখা , সবার প্রিয় বন্ধু সহ যেন সকলে ভালো থাকে।
প্রিয় বন্ধু – ভাল লাগল বেশ। শুভেচ্ছা রইল কবি –
ভালো লাগা জানাচ্ছি
শুভ কামনা