Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্রিয় বন্ধুরে….

লিখেছেন: সাঈদ চৌধুরী | তারিখ: ০৩/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1246বার পড়া হয়েছে।

ষোল থেকে সতের বছর বয়সে
যখন প্রেম উতলে ওঠে মনে
কাউকে যায়না শেয়ার করা
মনের কথাগুলোর অব্যক্ততা
তখন পাশে এসে দাঁড়ায়
আমার প্রিয় বন্ধুত্বতা
আবার যখন ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে
উবুৎ হয়ে শুয়ে থাকি খালি বিছানাতে
তখন এসে পাশে দাঁড়ায়
আমার সে প্রিয় বন্ধুরে…

মায়ের বকা আর বাবার ধমক খেয়ে
যখন বিদ্ধস্থ হয়ে পড়ে থাকি
এলোপাথারি মনে
তখন এসে হাতটি বুলায়
পরম আদরে,
তুই সে যে আমার
প্রিয় বন্ধুরে…
আমি অবাক হয়ে ভাবি নিরন্তরে
তুই যদি না থাকিস পাশে সবসময়ে
নিঃস্বতাগুলো পেয়ে বসে আমার মনে

কেউ থাকেনা যখন আর নিজের প্রয়োজনে
কালো মুখে না করে দেয় সব মানুষে
তখন আমার মন ছুটে যায়
সেই প্রিয় মুখটির কাছে,
যে আমার হাতটি ধরে
কৈশর থেকে আজ পযর্ন্ত যৌবনে
সে যে আমার সত্যিকারের
প্রিয় বন্ধুরে….
[সাঈদ চৌধুরী ০৩.০৮.১৪ইং]
বন্ধু দিবসের শুভেচ্ছা সবাইকে ।
ছবিটি তোলা-২৭.০২.২০০৩ইং তারিখে আমার বন্ধুদের নিয়ে । এখনও অমলিন ….

প্রিয় বন্ধুরে….
ষোল থেকে সতের বছর বয়সে
যখন প্রেম উতলে ওঠে মনে
কাউকে যায়না শেয়ার করা
মনের কথাগুলোর অব্যক্ততা
তখন পাশে এসে দাঁড়ায় 
আমার প্রিয় বন্ধুত্বতা
আবার যখন ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে
উবুৎ হয়ে শুয়ে থাকি খালি বিছানাতে
তখন এসে পাশে দাঁড়ায়
আমার সে প্রিয় বন্ধুরে…

মায়ের বকা আর বাবার ধমক খেয়ে
যখন বিদ্ধস্থ হয়ে পড়ে থাকি
এলোপাথারি মনে
তখন এসে হাতটি বুলায়
পরম আদরে, 
তুই সে যে আমার
প্রিয় বন্ধুরে…
আমি অবাক হয়ে ভাবি নিরন্তরে
তুই যদি না থাকিস পাশে সবসময়ে
নিঃস্বতাগুলো পেয়ে বসে আমার মনে

কেউ থাকেনা যখন আর নিজের প্রয়োজনে
কালো মুখে না করে দেয় সব মানুষে
তখন আমার মন ছুটে যায় 
সেই প্রিয় মুখটির কাছে,
যে আমার হাতটি ধরে 
কৈশর থেকে আজ পযর্ন্ত যৌবনে
সে যে আমার সত্যিকারের
প্রিয় বন্ধুরে….
[সাঈদ চৌধুরী ০৩.০৮.১৪ইং]  
বন্ধু দিবসের শুভেচ্ছা সবাইকে । 
ছবিটি তোলা-২৭.০২.২০০৩ইং তারিখে আমার বন্ধুদের নিয়ে । এখনও অমলিন ....

১,২২১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে চাই ।
সর্বমোট পোস্ট: ১৯০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৭ ১২:১২:৫১ মিনিটে
banner

১৫ টি মন্তব্য

  1. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

    সুন্দর।ভাল লাগল।

  2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    ভাল লাগল কবিতাটি । শুভ কামনা ।

  3. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    ষোল থেকে সতের বছর বয়সে
    যখন প্রেম উতলে ওঠে মনে
    কাউকে যায়না শেয়ার করা
    মনের কথাগুলোর অব্যক্ততা

    চমৎকার একটি ছবির সাথে চমৎকার কবিতা সাঈদ ভাই।অনেক ভাললাগা।ছবিতে কি আপনি আছেন?

    ঈদ পরবর্তী শুভেচ্ছা রইল।ভাল থাকবেন।

    • সাঈদ চৌধুরী মন্তব্যে বলেছেন:

      আপনার জন্যও অনেক শুভেচ্ছা । আমি আছিতো আপু । বাম থেকে দ্বিতীয় জনই আমি । সবচেয়ে কষ্টের বিষয় সাবর ডান পাশের বন্ধুটি আমার মটর সাইকেল এক্সিডেন্টে মারা গেছে অনেক আগে । কষ্টে পুড়ি এখনও ।

  4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    এক দম ঠিক কথা ।
    ভাল থাকবেন

  5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    বন্ধুইই বুঝে বন্ধুর মনের কথা। সুন্দর লেখা

  6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    বন্ধু দিবসের অনেক শুভেচ্ছা রইল

  7. সোহেল আহমেদ পরান মন্তব্যে বলেছেন:

    বন্ধু জীবনের শ্রেষ্ঠ উপহার।

    ভালো লাগলো…

    শুভেচ্ছা জানবেন

  8. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

    হাহাহা!!! ভালো লাগলো খুব। ঈদের শুভেচ্ছা।

  9. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    প্রিয় বন্ধুরে…
    আমি অবাক হয়ে ভাবি নিরন্তরে
    তুই যদি না থাকিস পাশে সবসময়ে
    নিঃস্বতাগুলো পেয়ে বসে আমার মনে

    প্রিয় বন্ধুর সনে লেখা , সবার প্রিয় বন্ধু সহ যেন সকলে ভালো থাকে।

  10. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    প্রিয় বন্ধু – ভাল লাগল বেশ। শুভেচ্ছা রইল কবি –

  11. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ভালো লাগা জানাচ্ছি

    শুভ কামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top