Today 17 Jan 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

প্রেমাঞ্জলি-০৪

লিখেছেন: শওকত আলী বেনু | তারিখ: ০৪/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1052বার পড়া হয়েছে।

যতক্ষণ থাক দূরে 
পুষ্প আঁখি মেলে 
অনুরাগে দিও ফোঁটা
চোখের ভেজা জলে।
সুখের পরশ পেতে যদি
ঝরে অশ্রুধারা 
চরণ তলে লহ অর্ঘ্য 
ফুটবে  নয়নতারা ।

১,০৪০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
লেখালেখি করি।সংবাদিকতা ছেড়েছি আড়াই যুগ আগে।তারপর সরকারী চাকর! চলে যায় এক যুগ।টের পাইনি কী ভাবে কেটেছে।ভালই কাটছিল।দেশ বিদেশও অনেক ঘুরাফেরা হলো। জুটল একটি বৃত্তি। উচ্চ শিক্ষার আশায় দেশের বাইরে।শেষে আর বাড়ি ফিরা হয়নি। সেই থেকেই লন্ডন শহরে।সরকারের চাকর হওয়াতে লেখালেখির ছেদ ঘটে অনেক আগেই।বাইরে চলে আসায় ছন্দ পতন আরো বৃদ্বি পায়।ঝুমুরের নৃত্য তালে ডঙ্কা বাজলেও ময়ূর পেখম ধরেনি।বরফের দেশে সবই জমাট বেঁধে মস্ত আস্তরণ পরে।বছর খানেক হলো আস্তরণের ফাঁকে ফাঁকে কচি কাঁচা ঘাসেরা লুকোচুরি খেলছে।মাঝে মধ্যে ফিরে যেতে চাই পিছনের সময় গুলোতে।আর হয়ে উঠে না। লেখালেখির মধ্যে রাজনৈতিক লেখাই বেশি।ছড়া, কবিতা এক সময় হতো।সম্প্রতি প্রিয় ডট কম/বেঙ্গলিনিউস২৪ ডট কম/ আমাদেরসময় ডট কম সহ আরো কয়েকটি অনলাইন নিউস পোর্টালে লেখালেখি হয়।অনেক ভ্রমন করেছি।ভালো লাগে সৎ মানুষের সংস্পর্শ।কবিতা পড়তে। খারাপ লাগে কারো কুটচাল। যেমনটা থাকে ষ্টার জলসার বাংলা সিরিয়ালে। লেখাপড়া সংবাদিকতায়।সাথে আছে মুদ্রণ ও প্রকাশনায় পোস্ট গ্রাজুয়েশন।
সর্বমোট পোস্ট: ২০৩ টি
সর্বমোট মন্তব্য: ৫১৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-১৭ ০৯:২৪:৩১ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  ছোট্ট একটি ছড়ার মধ্যে, গভীর অনুরাগ, ধন্যবাদ শওকত আলী বেনু ভাই।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  মনে ভরে যায়
  চমৎকার ভাবনার

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  মিষ্টি ম ধুর লাগল কবিতা/ছড়াটি । খুব সুন্দর শুভকামনা সতত

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  মিষ্টি ছড়াটি ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top