প্রেমের ব্যাখ্যাতীত আবেগ বর্ননা তা আদৌ কি সম্ভব
এই লেখাটি ইতিমধ্যে 1466বার পড়া হয়েছে।
কয়েকদিন ধরে একটু বিষন্ন বোধ করছি আমার চলন্তিকার কিছু ভাই বোনদের কথা মনে করে। লুবনা কাশেম ভাই আযহা আমির ।সবার কাছে আসলে দঃখিত এই বলে সবার প্রেমের কবিতা নিয়ে অনেক মজা করেছি।দেখো সবাই আমি ও প্রেমের কবিতা লিখি তবে ছাপাতে লজ্জা পাই এখন তোমাদের সবার প্রেমে পড়ে ছাপাতে বাধ্য হলাম ।
আসলে প্রেম টা এক রহস্যময় পদার্থ ।কেন পৃথিবীতে এত ছেলে থাকতে তোমাকে ই আমার ভালো লাগে ।
বা এত মেয়ে পৃথিবীতে থাকতে ওই বিশেষ মেয়েটাকে ই তোমার ভালো লাগে ।
এই আবেগ এর কোনো ব্যাখা আমরা দিতে অক্ষম ।
প্রেমে পড়লে আমরা অযৌক্তিক আচরণ করি।
আসলে প্রেম আমার কাছে ও অনেক ব্যাখ্যার অতীত অনেক পবিত্র সুন্দর ব্যাপার।এইজন্য খুব বেশী এক্সপোজ করা লি খা বা বেশী লিখা পছন্দ করিনা।তবে আজকে চেষ্টা করছি লিখতে প্রেমের কবিতা। দেখ তো সবাই আমি কি লিখতে পারি আসলে প্রেমের কবিতা।
প্রেমের ছড়া (লুবনাকে উৎসর্গ )
চাদের সাথে কি দিব
তোমার তুলনা তুমি বল
এই পৃথিবীতে আছে
যা দৃশ্যমান বা অদৃশ্যমান
তারচেয়ে কামনার বেশী পার্থিব
তুমি মনোলভা।
না না তাও হচ্ছেনা তৃপ্তি
তোমার প্রশংসা সৌন্দর্য
এ সৌন্দর্য ব্যাখ্যার অতীত
এ বর্ননাতীত।
===============================================================================
কাশেম ভাইকে উত্সর্গ (মানে উনি ওনার প্রেমিকাকে বা স্ত্রীকে এইভাবে লিখবেন)
আমি তৃষ্ণা
তুমি তৃষ্ণার জল
তুমি ফুল
আমি ফল
তুমি কোকিল
আমি কাক
তুমি গাও কুহু কুহু
আমি করি কা কা
তুমি বিউটি
আমি বিস্ট
তুমি মেয়ে
আমি ছেলে
তুমি সীতা
আমি রাবন
হতে চাই আমি রাম
তুমি সুন্দর
আমি বান্দর
তুমি অপুরূপ
আমি কুরূপ
তবু যে কেন তোমাকে চাই
এত যে চাই
জানি নাই কোনো যোগ্যতা
তার পরে হতে চাই যোগ্য তোমার
যদি দাও একটা সুযোগ
দিবে কি একটা সুযোগ ????????
আছি প্রতিক্ষায়
প্রেমের কবিতা
আমির ভাই তার প্রেমিকা এভাবে লিখতে পারেন
ধীনাক ধীনাক ধিন
ধীনাক ধীনাক রে
দেখরে দেখো রে
সোনা আমার সোনারে
এখনো কথা কয়না রে
বুজবি যখন যাব ছেড়ে
আসবনা আর কভু ফিরে
কর বিয়ে মোড়ল এর ছেলে
যাইতাছি আমি ঢাকা শহরে
করব চাকরি গার্মেন্টস এ
খুজবো নুতুন পিয়ারী
করব তারে বিয়ারে
সব কিছু দিয়ারে
এখন আমি বেজায় খুশি
ধীনাক ধীনাক ধিনরে
তোর্ কাছে আর আসিনা রে
তুই ও বাজা ধীনাক ধিন
তুই ও থাক সুখেরে
==========================================================================
আযহার জন্য (প্রথম দুই লাইন হুমায়ুন এর কবি উপন্যাস থেকে নেওয়া )
ডাব ডাব ডাব
তোমার আমার ভাব
জান জান জান
তুমি আমার প্রাণ
সোনা সোনা সোনা
তুমি মেঘের কনা
হাসনা হাসনা হাসনা
কেন তুমি হাসনা
তুমি কি জাননা
তুমি আমার হাস্নাহেনা
সোনা আমার সোনা
শোন আমার কথা
তুমি আমার জান
তুমি আমার প্রাণ
তুমি কি জানো কিছু
আমি কবে থেকে
নিছি তোমার পিছু
জান সোনা শুনবে কি আমার কথা
চলে এস এক বচ্রে আমার কাছে
তোমার সব দায়িত্ব এখন থেকে আমার
১,৫২৩ বার পড়া হয়েছে
চাদের সাথে কি দিব
তোমার তুলনা তুমি বল
এই পৃথিবীতে আছে
যা দৃশ্যমান বা অদৃশ্যমান
তারচেয়ে কামনার বেশী পার্থিব
তুমি মনোলভা।
চাঁদের হবে ।
আমিও প্রেমের কবিতা লিখব ১ তারিখ থেকে ।
বাহ্ আরজু মনি
আপনি তো দেখি আমাদের সবাইকে হার মানিয়ে দিলেন
কবিদের নিয়ে কবিতা এ কি সহজ কথা?
চমৎকার কবিতা ………………
বান্দর, কাক, কা কা, রাম রাবণ,সবই তো বানালে সুন্দরী
যত কিছুই বলো, তোমায় পেলে প্রিয়া সবই সইতে পারি।
অনেক ভাল লাগা……
আনেক ধন্যবাদ।
ওরে……………আমি তো আপনার প্রেমের কবিতার প্রেমে পড়ে গেলাম…
এখন কি হবে…!
শুভেচ্ছা কবিকে…
আরজু ভাই আমাকে উদ্দেশ্য করে কবিতা লিখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কবিদেরকে নিয়ে অনেক সুন্দর কবিতা লিখলেন। চালিয়ে যান ভাল একজন রোমান্টিক কবি হতে পারবেন।