নোটিশ
প্রেমে গড়া হাঁড় (অনুকাব্য)
এই লেখাটি ইতিমধ্যে 1332বার পড়া হয়েছে।
===============
সৃষ্টির প্রথম হল নর
তুই তো বুঝিছনা ঘর!
চঞ্চল অস্থিরে একা তাই
কেঁপেছিল হিয়া থর থর।
আল্লাহ্ যেন দুচিন্তায় মগ্ন
কি করি?অবশেষে নরের
পাঁজর থেকে, প্রেমে গড়া
এক হাঁড় নিয়ে তৈরি
করলো নারী।সেই থেকেই
সুবাতাস বইল নর নারী।
অনমনা ভাবটা হারিয়ে
গেল!অপরূপ পেয়ে সঙ্গী-
সুখ মোহ পথে একটু ভুলে
ছিটকে আসল পৃথিবী। এই
থেকে শুরু হল চিরসবুজ আর
সোনালী ভূ-ধরণীর বুকে কত
রঙ্গিন খেলা, এ খেলার ছলে
একই ভুলে ভাঙ্গছে কত ঘর
ভাঙ্গার পালা- আবার হল
তাই এ অস্থির পাগলা পারা।
লেখার তারিখঃ ০১/০৭/১৩
====================
(এই অনুকাব্যটি ঈদের ইবুকের জন্য পোষ্ট )
১,৪০৮ বার পড়া হয়েছে
ভাল লাগল, কবিতাটি সুন্দর
ঈদের ইবুকেতো ঈদ নিয়ে ছড়া, কবিতা বা স্মৃতিচারণ থাকবে। আমার মনে হয় আপনি ঈদকে কেন্দ্র করে কিছু লিখুন।
বাহ! অসাধারণ কবিতা। খুব ভাল লাগল।
সৃষ্টির আদি তত্ত্ব নিয়ে কবিতা, ভালো, প্রথম দশ লাইনের মতো পরের দশ লাইনে ছন্দের মজা পাইনি, বুঝতে পারলাম না-এটা কি কবিতার দোষ, না আমি পাঠক হিসেবেই অযোগ্য ?
সোনালী ভূ-ধরণীর বুকে কত
রঙ্গিন খেলা, এ খেলার ছলে
একই ভুলে ভাঙ্গছে কত ঘর
বাস্তব বিষয় ফুটে উঠেছে ।
ভাল লাগল ।
পুনরায় পড়লাম ।
এই পৃথিবীর প্রথম সৃষ্টি নর
তার পর নারী
তাইতো সদায় নারী পুরুষ
বানায় ঘর বাড়ী|
ভালো লাগা জানিয় গেলাম
সুন্দর ভাবনার প্রয়াস
শুভ কামনা থাকলো
খুব সুন্দর লেখা