প্রেম
এই লেখাটি ইতিমধ্যে 1057বার পড়া হয়েছে।

কেন প্রেম আসে ?
প্রেম চায় সকলে
জেনে না জেনে
পাবে কি পাবে না, ভেবে না ভেবে ।
ফুলে যেমন কাটা আছে
প্রেমে নয় একটু জ্বালা
পুড়ে ছাই নেই তো কিছু আর
শান্ত অতি শান্ত, তবুও প্রেমের পিছু ঘুরে হয়েছে সবে ক্লান্ত ।
দুঃখের পর সুখ আসে
ধের্য্য ক’জানার ?
প্রেমে যেমন জ্বালা
হয়তো আসবে কোনদিন সুখের পালা।

১,১৪৮ বার পড়া হয়েছে
রুদ্র আমিন, জন্ম ১৯৮১ সালের ১৪ই জানুয়ারী। পিতাঃ আব্দুল হাই (আরজু), মাতাঃ আমেনা বেগম। জন্মস্থানঃ মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামে। পড়া লেখা তেমন করা হয়নি, তবে নিট(NIIT) থেকে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনারে ডিপ্লোমা করেছি, কিছুটা অটোকেড (Autocad) কাজও শিখেছি। বর্তমানে ছোট একটি ব্যবসার সাথে জড়িত। ব্রাইট গ্লাস এন্ড এ্যালুমিনিয়াম ফেব্রিকেটরস্ । লেখা লেখির শখটা ৮ম শ্রেণী থেকে, বগুড়া লেখক চক্র দিয়ে শুরু। প্রথম কবিতার নাম “রাজনীতি” । সুখ নয় দুঃখকে বেশি ভালবাসি। মোবাইলঃ ০১৯৭৩১১১১২৩
প্রিয় ব্লগ সাইটঃ
বন্ধুব্লগ(www.bondhublog.com)সর্বমোট পোস্ট: ১৮ টি
সর্বমোট মন্তব্য: ৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-১৯ ১৯:১৭:২৫ মিনিটে
প্রেম চিরন্তন,
প্রেমকে শব্দের বাঁধনে ধরে রাখার প্রয়াস সকলের
আপনার প্রচেষ্টা ভাল লাগল।
’’দুঃখের পর সুখ আসে
ধের্য্য ক’জানার ?
প্রেমে যেমন জ্বালা
হয়তো আসবে কোনদিন সুখের পালা।’’
-ভালো লাগা জানিয়ে গেলাম।
সুখের পালার অপেক্ষায়
অনেক ভাল লাগা…………….।
ভাল লেগেছে কবিতা।
প্রেম ছাড়া জীবন অচল ।
দুঃখের পর সুখ আসে
ধের্য্য ক’জানার ?
প্রেমে যেমন জ্বালা
হয়তো আসবে কোনদিন সুখের পালা।
—————————–
চমৎকার কথা।
ভালোলাগা রলো
কবিতায় ভাল লাগা রইল অনেক।
প্রেম কেউ বুঝুক বা নাই বুঝুক , প্রতিটি স্বাভাবিক মানুষের জীবনে পেম আসবেই।