নোটিশ
প্রেয়সীকে
এই লেখাটি ইতিমধ্যে 2053বার পড়া হয়েছে।
আকাশে শাদা মেঘের ভেলা
উড়ে যায় দূরান্তরে কোন অজানায়।
উদাস নয়নে চেয়ে চেয়ে দেখি
উড়ে যায় এক ঝাঁক
শাদা বক পক্ষী।
মেঘের ভেলায় করে
সদা বকের ঝাঁকের সাথে
অনেক আশা নিয়ে
পাঠিয়ে দিলাম আমার মনের
কথা মালার এক চিঠি।
জানি পাবে নাকো তুমি
আমার পাঠানো সেই চিঠি।
ব্যর্থ মেঘমালা আসবে ঘুরে
আসবে ঘুরে শাদা বকের সেই ঝাঁকটাও
যে,
ব্যর্থ হয়ে মন খারাপ করে
বলবে আমায়, পায়নি খুঁজে তোমার প্রেয়সীকে।
২,০২৯ বার পড়া হয়েছে
Por por duto lekha
point er jonyo niyom bhanga
besh
হি হি, এটি সম্পূর্ণ মডাটরের হাতে ভাই। তিনি ইচ্ছে করলেই এক সাথে পাবলিশ না করলেই পারেন।
নিয়ম মাফিক পোস্ট করুন। এখানে মডারেটর কি করবেন। এখানে সরাসরি পোস্ট হয়। পরে মুছে দিলে তো মডারেটরকে দোষারূপ করবেন।
জানি না তো। ওকে মেনে চলিব কথা দিলাম
সুন্দর।আসলে অনেক লেখেন আপনি
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই
কবিতা ভাল হয়েছে। ভাল লাগল।
আপি শুভেচ্ছা রইলো
জানি প্রিয়সীকে ফিরে পাব নাকো আর
তার জন্য মন কেন কাঁদে বার বার।