ফিরতে চাই নিঃশংক চিত্তে
এই লেখাটি ইতিমধ্যে 968বার পড়া হয়েছে।
ফিরতে চাই নিঃশংক চিত্তে
_____________________________________
শত ইচ্ছার বুনো হাঁস ঝাক বেঁধে উড়ছে সারা আকাশ জুড়ে,
শিকারীর ভয়ে শংকিত হৃদয়ে,ধনুকের ছিলার মাঝে
জুড়ে দেওয়া তীর, সহসা ছুটে যায় যদি ইচ্ছার বিরুদ্ধে ।
মৃত্যু হয়তো অনিবার্য নয় ,আহত হওয়ার শংকা শত ভাগ ।
তাইতো বারবার উড়ে গিয়েও ফিরে এসেছি আবার
তোমায় না দেখে । কি পাপ করেছি আমি ?
কি চায় ওরা ?
মাগো—–
কতবার ভেবেছি তোমায় রাখবো নিজের কাছে,
চোখের মনি কোঠায় । কিন্তু ভঙ্গুর আশা
আহত হতে হতে নিহতের দ্বারে
গিয়ে ঠেকেছে শেষ্টায় ।
তোমাকে আটকে রেখে কি প্রমান করতে চেয়েছে ওরা ?
সেই তো তুমি চলে গেলেই ।
রেখে গেলে শুধু শুধু আমার হৃদয়ে তোমায়
পাওয়ার আকাঙ্খা, আর না পাওয়ার বেদনা ।
আমি তো জানি মা ,
ওরাও তোমায় সুখেই রেখেছিল,
তাতে আমার কোন অভিযোগ ও নেই ।
কিন্তু মা আমিতো তোমায় দেখতে পেলাম না ,
মন ভরে চোখ জুড়ে ।
মাগো, তুমি হয়তো বলবে—
আমি তো গেলেই পারতাম ।
হয় তো পারতাম, হয় তো না ।
কি করে যাবো বলো ?
খড়্গ হাতে দাঁড়িয়ে জল্লাদ, ভরসা কোথায় অক্ষত ফেরার ?
রক্ত চক্ষুর ঝলকানি দেখেছি ইতোপূর্বেও, অনেকবার ।
তাই তো ভয়, যদি আবার আক্রান্ত হই ।
আহত হয়েও লজ্জা নিয়ে ফেরে যেতে পারতাম,
হতাম যদি লক্ষণ সেনের মতো ।
কিন্তু আমিতো সম্রাট বাবর ,
আমিতো মহামতি আকবর,
কিছুতেই পালিয়ে যেতে পারবো না তস্করের ভয়,
লোটেরার আক্রমনে পরাজিত হয়ে ।
মাগো ,
তোমার জন্য সকল লজ্জা হজম করতে পারি
আমি গোপনে ।কিন্তু আক্রান্ত হয়ে যদি
পলাশীর প্রান্তরের সৈন্যদের মতো ,
দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করতে হয় সকল অন্যায়,
মাগো, সে তো আমার জন্য মৃত্যু সম ।
আমি লড়তে জানি, মরতে জানি,
কিন্তু বিনা যুদ্ধে হাড়তে জানি না ।
যাদের মানুষ করেছি কোলে পীঠে করে,
তারাই যদি তেড়ে আসে জন সমুক্ষে ,
বিনা প্রতিবাদে তা কি সইতে পারি বলো ?
মাগো কত বার ছুটে যেতে চেয়েছি,
মাথা রেখে তোমার বুকে একবার কাঁদতে ,
কিন্তু , পারিনি তস্করের ভয়ে ।
যদি জন সমুক্ষে অপমানিত হই,
অথবা বেধে যায় মল্ল যুদ্ধ ।
আমি তো পারবো না সূর্যের মতো
লাঠা লাঠি করতে , তাড়াতে মেঘকে ।
তুমিই বলো মা, আমি কি তা পারি ?
সেই তো চলে গেলেই, শুধু তোমার জীবিত মুখ
ওরা দেখতে দিলনা আমায় ।
তুমি ভেবনা মা ,
আমি ওদের সব দিয়ে তোমার কাছেই চলে আসবো ,
তখন দেখবো ওরা আমায় ঠেকাতে পারে কিনা ।
জানো মা ?
ওদের শত অত্যাচারেও আমার মনের বিকার
ঘটেনি কখনো । শুধু আমার ধুঃখ এই যে ,
ওদের এহেন আচরনের কারন আমি আজো জানতে
পারলাম না । জানি না জানতে পারবো কিনা কোন দিন ।
তুমি তাদের ক্ষমা করো , দোয়া করো মাগো,
ওরা যেন মনের কালিমা দূর করে তোমার কোলে
ফিরে যেতে পারে ।
৯৬৬ বার পড়া হয়েছে
মুগ্ধকর লিখা
পড়ে ভাল লাগলো অনেক
শুভ কামনা
আমি লড়তে জানি, মরতে জানি,
কিন্তু বিনা যুদ্ধে হাড়তে জানি না ।
দারুণ প্রাণ উদ্দীপ্ত করার মতো কথা !
বিশাল কাব্য লিখেছেন । এই ব্লগে এর চেয়ে বড় কাব্য আমার চোখে পড়েনি ।
অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ।