ফিরে দেখা……..
এই লেখাটি ইতিমধ্যে 1381বার পড়া হয়েছে।
চারটি পরিবার নিয়ে আমাদের বাড়িটি ।
আমাদের গ্রামে বছরে দু’বার অর্থাৎ ভাদ্র ও অগ্রহায়ন মাসে ঘরে নতুন ফসল উঠে । এই মৌসুমে ভাটি এলাকা থেকে অনেক গরীব মজুর আসে আমাদের গাঁয়ে তাদের জীবিকা নির্বাহের জন্য । গ্রামের ধনী বাড়িগুলোতে তাদের থাকার জায়গা হয় । আমাদের বাড়ির প্রতি ঘরেই কয়েকটি পরিবারের জায়গা হলো । এই পরিবারগুলোর মধ্যে কয়েকটি বড় মেয়েও ছিল । বাড়ির ভাংগা ঘরগুলো মোটামুটি ঠিক করে তারা থাকতে শুরু করে । আবার ধান কাটার মৌসুম শেষ হলে তারা তাদের বাড়ি ফিরে যায় ।
আমি তখন ইন্টার এ পড়ি । একদিন হঠাৎ করেই ঘটে গেল একটি বিশ্রি ঘটনা । তখন রাত একটা কি দুটো বাজে । এমনিতে গ্রামের বাড়িতে রাত দশটার পরেই নিঝুম রাত হয়ে যায় । ঝিঁঝিঁ ডাকা আর শিয়াল ডাকা নিঝুম থমথমে রাত ।
আমাদের ঘরের পাশের ঘরখানায় যে পরিবারটি থাকতো তাদের একটি ১৫/১৬ বছরের বড় মেয়েও ছিল । রাত ১/২ টার সময় হঠাৎ করেই চিৎকার চেঁচামেচি শুনে আমাদের সবার ঘুম ভেঙ্গে গেল । ঘরের লাইট জ্বালিয়ে সবাই ঘর থেকে বের হলাম । ঘটনাস্থলে গিয়ে তো অবাক হওয়ার মত কান্ড । আরে একি! কি শুনলাম আর কি দেখলাম । মেয়েটি কাঁদতেছে । কেন?
তখনই ঘটনা বুঝতে পারি । ওই ভাঙ্গা ঘরটির দেয়াল কেটে কয়েকটি মাস্তান টাইপ ছেলে মেয়েটিতে উঠিয়ে নিয়ে যেতে চাইছিলো । মুখ বেঁধে হাত ধরে টানাটানি আর ধস্তাধস্তির শব্দ শুনে পরিবারের অন্যান্যদের ঘুম ভেঙ্গে যাওয়াতে আল্লাহর রহমতে সে দিন মেয়েটি অপমানের হাত হতে বেঁচে যায় ।
সবাই যখন এই ঘটনা নিয়ে ব্যস্ত তখন আমি এই মেয়েটির চিন্তায় মগ্ন । হায় হায় যদি মাস্তানগুলো মেয়েটিতে উঠিয়ে নিয়ে যেত তাহলে তার মান সম্মান ইজ্জত সবই হারাত অথবা মাস্তানগুলো মেয়েটিকে হত্যাও করে ফেলতে পারতো । এসব চিন্তা করতে করতে কখন যে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি তা ঠেরই পাইনি ।
তখন নাকি সবাই আমাকে নিয়েই ব্যস্ত হয়ে গেছে । মাথায় পানি ঢেলে জ্ঞান ফিরিয়ে আনে সবাই । বাড়ির সবাই আমাকে দেখে হাসাহাসি করতে লাগল । বলল ঘটনা ঘটছে কামের মেয়ের আর তুই হইয়া গেছস অজ্ঞান,,,,,, কিরে, এত দুর্বল হলে চলে । তখন আমি বললাম, ঘটনার অতলে গিয়ে ভাবতে গিয়েই তো এ অবস্থা ।
যাই হোক, কানাঘুষায় শুনা গেল কয়েকটি পরিচিত ছেলের নাম । তাদের একজনের বউ বাচ্চা আছে । বাচ্চা বলতে সুন্দর ফুটফুটে একটি মেয়ে । ঘটনার কয়েকদিন পরে ওই ফুটফুটে মেয়েটি সামান্য অসুখেই মারা যায় ।
=======================================================================
আমার ধারণা…. পৃথিবীতেই আল্লাহ্ অনেক শাস্তির বিচার করেন । যা মানুষ বুঝতে পারে না ।
তবে আমি বুঝি, যখন আমি কোন অন্যায় করি তখনই কোন না কোন শাস্তি পেয়ে যাই এবং বুঝতে পারি যে……… মনে হয় আমি এ অন্যায় করে ফেলেছিলাম তাই হয়তো এ শাস্তিটা ছিল আমার প্রাপ্য ।
১,৩৫০ বার পড়া হয়েছে
পিছন ফিরে মাঝে মাঝে দেখতে হয় । নিজেকেও অন্য রকম লাগে ।
ভাল লাগল ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
জীবনের সত্যিকারের ঘটনাগুলো গল্পকে আরও প্রানবন্ত করে তুলে
হুম কথা সত্য। আন্তরিক ধন্যবাদ প্পড়ার জন্য