নোটিশ
ফুল ফোটে
এই লেখাটি ইতিমধ্যে 1146বার পড়া হয়েছে।
ফুল ফোটে ফাল্গুনে
ফুল ফোটে জোছনায়
বনে বনে ফুল ফোটে
মনের তো দোষ নাই।
ধারাপাতে ফুল ফোটে
ফুল ফোটে রোদ্দুরে
নীলাকাশে ফুল ফোটে
কখনও সমুদ্দুরে।
ফুল ফোটে শুকতারা
ফুল ফোটে সুখ চাঁদ
নদীতেও ফুল ফোটে
হিসেবে আয়েশী বাঁধ।
ফুল ফোটে হাসি ছুঁয়ে
ফুল ফোটে কান্নায়
ঘরবাড়ি ভেঙে ফুল
ফুটে ওঠে বন্যায়।
ফুল ফোটে কুঁড়ি ঙেঙে
ফুল ফোটে পাহাড়ে
ফুল ফোটে কথাকলি
রঙধনু বাহারে।
*
১,২১০ বার পড়া হয়েছে
এই লেখাটি ড্রাফটে রেখেছিলাম,একদিন,প্রথম পাতায় অন্য একটা লেখা ছিল বলে।
ভালো লাগলো ।
অশেষ ধন্যবাদ কাশেম ভাই
ভাল লেখা হোক আমাদের সাধনা।
গোলাপ ফুল নিয়ে সুন্দর কবিতা।
ধন্যবাদ তাপস ভাই।
ধারাপাতে ফুল ফোটে
ফুল ফোটে রোদ্দুরে
নীলাকাশে ফুল ফোটে
কখনও সমুদ্দুরে।
চমৎকার লিখনি
ভাল লাগায় ভরপুর । লিখতে থাকুন অবিরত
অনবদ্য লিখনী দারুন ভাল লাগা
শুভ কামনা থাকলো
বেশ
মুগ্ধ হবার মতো