Today 01 Dec 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ফেলে যাওয়া স্মৃতি

লিখেছেন: শাহ্‌ আলম শেখ শান্ত | তারিখ: ১৭/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1239বার পড়া হয়েছে।

বায়ু ন্যায় তোমার স্মৃতি আমাকে ঘিরিয়ে রেখেছে
মুক্তি চাই কিন্তু পাইনা ;
তোমার রেখে যাওয়া দন্ত ব্রাশ
নিত্য প্রাতে আমাকে স্মরণ করিয়ে দেয় ।

আর কৃষ্ণ বর্ণের চুলের কাকনটি
আমার কর্ণে কি বার্তা শোনায় জান ?
গভীর ভাবনা কিসের ?
আমার সখি সল্পকাল পরেই আসবে ।

এই দেখনা আমাকে রেখে গেছে
তার অলকে আমার বাস
আমি তার খুব পছন্দের ;
আমাকে ছেড়ে সে থাকতেই পারবেনা ।

আমার আশার সঞ্চার সৃজন হয়
বড় শান্তি অনুভব করি আর
তোমার কুন্তলের ফিতা সেফটিপিন ;
তোমার ফিরে আসার বার্তা শোনায় ।

হাত ঘড়িটা ফি দন্ডে দন্ডে টিক টিক
ধ্বনি দিয়ে আমাকে স্মরণ করিয়ে দেয় ;
তোমার অবাক লাগছে নিশ্চই !
এক যুগ অতিক্রান্ত এখন …?
আর কত যুগ ব্যাপিয়া থাকবে ?
স্রোষ্টাই বেশ জানে ।

আমার মন কহিছে –
পৃথিবীর প্রলয় পর্যন্ত অক্ষত থাকবে ;
আপনার চেয়ে তোমার স্মৃতিকে
অতি যত্নে লালন পালন করছি ।

কেমনে ভুলে থাকি বলো ,
তোমার স্মৃতিগুলো আমার নিত্য দিনের পরিচ্ছদ
আচ্ছাদিত করে রাখে আমাকে সর্বক্ষণ ।
আমি শান্তি পাই সুখ পাই বুকে জোটে
আশার সঞ্চার সৃজন করে চিত্ত কুটিরে ;
তোমার ফেলে যাওয়া স্মৃতি
ঐ স্মৃতির গন্ধ শুকে শুকে বেঁচে আছি
এখনো বেঁচে আছি ।

১,৩০০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
01912657988 অথবা 01853861342
সর্বমোট পোস্ট: ১৮৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৩৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৩ ১১:৪২:৪১ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

  “তোমার ফেলে যাওয়া স্মৃতি
  ঐ স্মৃতির গন্ধ শুকে শুকে বেঁচে আছি
  এখনো বেঁচে আছি ।”
  -ভালো লাগলো।

 2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ভাল লেগেছে কবিতাটি । শুভ কামনা ।

 3. আহমেদ নিরব মন্তব্যে বলেছেন:

  স্মৃতি যখন থাকে অনুভবে সেটা সত্যিই ভাল লাগার । শুভ কামনা।

 4. আরজু মন্তব্যে বলেছেন:

  তোমার ফেলে যাওয়া স্মৃতি
  ঐ স্মৃতির গন্ধ শুকে শুকে বেঁচে আছি
  এখনো বেঁচে আছি ।

  গভীর ভালবাসার স্মৃতি অমূল্য হবে।এটাই স্বাভাবিক ।এই স্মৃতিকে সুন্দর স্মৃতি হিসাবে লালন কর মনের গহীনে গভীরে।কিন্তু বেচে থাকার চেষ্টা কর বর্তমানে।শুধু স্মৃতিতে বেচে থেকনা।স্মৃতি অতীত মাঝে মাঝে সুন্দর স্মৃতি থেকে প্রেরনা পেতে পারি ভাল জীবনের।স্মৃতিকে নিয়ে বাস করোনা।পশ্চাদগামী মানুষ হয়ে যাবে।চলবে বর্তমানের সাথে।
  তোমাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা কবিতার জন্য।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  স্মৃতি গুলো মুছে ফেলেন । নুতন জীবন শুরু করেন । সময় থেকে থাকে না ।

  কবিতা ভাল লেগেছে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top