Today 28 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ফেসবুকে গোপনে মেসেজ পড়ার উপায়!

লিখেছেন: মোঃ অলিউর রহমান | তারিখ: ২৬/০৬/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1748বার পড়া হয়েছে।

অনেক সময় দেখা যায় ফেসবুকে আপনি কারো পাঠানো মেসেজ পড়েছেন কি না, তা মেসেজদাতা জেনে যায়। কিন্তু এটি শেষ কথা নয়। ফেসবুকের এ বিষয়টি বাদ দেওয়াও সম্ভব। এ লেখায় থাকছে আপনি মেসেজটি পড়েছেন কি না, তা গোপন করার উপায়।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। ফেসবুকে আপনাকে কেউ মেসেজ পাঠানোর পর আপনি যদি তা ওপেন করেন তাহলে তা প্রেরক বুঝতে পারে। এমনকি মেসেজটি কোন সময়ে পড়া হয়েছে তাও দেখানো হয়। আর এ পদ্ধতিকে অনেক ব্যবহারকারীই খুবই বিরক্তিকর বলে মনে করে।
1
আপনি মোবাইল ফোনের ক্ষেত্রে ফেসবুকের এ ‘সুবিধা’ বন্ধ করতে পারবেন না। তবে আপনি যদি ডেস্কটপ কম্পিউটার থেকে লগইন করেন তাহলে এ কাজটি করতে পারবেন। ফেসবুকে গোপনে মেসেজ পড়ার উপায় এজন্য যা করতে হবে তা হলো, আনসিন নামে একটি ফ্রি ফেসবুক অ্যাপ ইনস্টল করে নেওয়া।
‘Unseen’অ্যাপটি গোপনে আপনার ফেসবুক মেসেজগুলো পড়ে দেবে। এতে প্রেরক জানতেও পারবে না যে, আপনি তার মেসেজ পড়েছেন। এ ছাড়াও রয়েছে ‘Facebook Unseen’ নামে গুগল ক্রোমের একটি এক্সটেনশন। এতে আপনি মেসেজ পড়েছেন নাকি পড়েননি তা ম্যানুয়ালি মার্ক করে দিতে পারবেন।

১,৭১৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩২ টি
সর্বমোট মন্তব্য: ২০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-১৯ ০৭:৪০:২১ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    তথ্য জানানোর জন্য ধন্যবাদ

  2. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    বেশ ভাল
    পড়লে তা আর গোপন করব কেন?
    পড়ার জন্যই তো মেসেজ দেওয়া?

  3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    দারুন পোষ্ট
    উপকারী বটে

  4. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    মেসেজ আমি পড়লাম আর যে পাঠাল সেই জানল না ! এমন কিছুর প্রয়োজন- কতটা যৌক্তিক সেটা আসলেই প্রশ্নসাপেক্ষ !

    ভালো লাগলো জেনে । ধন্যবাদ ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top