বউ কথা কও পাখির ডাকে কয়না কথা বউ
এই লেখাটি ইতিমধ্যে 928বার পড়া হয়েছে।
মেয়েরা এ মেসেজ তোমাদের জন্যনা, এ মেসেজ তোমাদের স্বামী, হবু স্বামী, বয় ফ্রেন্ড এর জন্য যাদের নিস্পৃহ, নির্জীব বাবহার দেখে মাজে মাজে মেয়েরা মনক্ষুন্ন হও আর আল্লাহ এর কাছে বল দুঃখ করে আমার স্বামী এত কম রোমান্টিক কেন? সেই সব কম রোমান্টিক স্বামী, প্রেমিক তাদের জন্য. আমি পারসন হিসাবে অনেক রোমান্টিক মনের .তো আজকে আমার বোনদের দুঃখ দেখে আমি একটা স্টেপ নিতে বাধ্য হলাম আল্লাহ এর কাছে বলতেছি পৃথিবীর সব ছেলেদের extra curriculur একটিভিটিস এর মধ্যে তারা যেন romance আর প্যাশন এর adopt করে আমি আমার কাছে থেকে সব রোমান্টিকতা ফু দিয়ে পৃথিবীর সব কম রোমান্টিক ছেলেদের দিকে ছড়িয়ে দিলাম..যাতে আমার বোন্ গুলি সুখী হয়
দোল দোল দোলন ই
রাঙ্গা মাথার চিরুনি
এনে দিব হাট থেকে
মান তুমি কোরনা
নুতুন নুতুন খোপাটি
তুলে এনে দোপাটি
এনে দিব রেশমি শাড়ি
মান তুমি কোরনা
চেয়ে দেখো ডালিম গাছে
ওই জমেছে মৌ
বউ কথা কও পাখির ডাকে
কয়না কথা বউ
একটু খানি হাসনা
কাছে এসে বসনা
এনে দিব রেশমি ফিতা
মান তুমি কোরনা
(একটা মজার গান সম্ববত রথীন্দ্রনাথ রায় এর? নাকি মরহুম আব্বাস উদ্দিন এর)
প্রেমিকা বা স্ত্রী র কি মন খারাপ ? এখনি চলে যাও শপিং মল এ
কিনে আন তার পছন্দ মত যে কোনো কিছু তার সাথে (I love u ) কার্ড
সহ ঘরে ফিরে বাকবাকুম করে তার কানের কাছে মিষ্টি অথবা কর্কশ স্বরে(মেসেজ টা গুরুত্বপূর্ণ স্বর টা না ) এ গানটি গাইতে থাক ..শেষের লাইন গুলি প্রেমিকা একসাথে গাইবে দেখো.
৯৬০ বার পড়া হয়েছে
রোমান্টিকতা দেখছি অনেক সহজ।
আপনারা সবাই একটা কাজ করেন
নিন হাতে একটা তাজা গোলাপ
লিখে ফেলুন তাজা কবিতা
সবাই যেহেতু লিখায় পারদর্শী
চলে যান প্রেয়সীর কাছে
সম্পর্ক রিনিউ হবে যেমন
পৃথিবীটাকে ও মনে হবে মধুময়
ওয়াও, এত্ত সহজ
জানতাম না তো
খুব উপকারী পোস্ট
অনেক ভাল লাগা।
দরাকারী পোস্ট ভাল লাগল।
হি হিহিহিহিহি
ভাল ভাল এগিয়ে যান
খুব চমত্কার !
ভাল লাগা জানালাম ।
ভালো লাগলো
আপনি মাঝে মাঝে কিছু একটা লিখে ব্যাখ্যা দেবার চেষ্টা করেন। ভাল লাগে সেটা।
মান আমি করব না।।