নোটিশ
বন্ধু যেমন হয়
এই লেখাটি ইতিমধ্যে 1357বার পড়া হয়েছে।
জীবনের এই পথে চলি কতজনে,
সকলে কি আপনার- হয় কভু মনে ?
হয়না, হবারও নয় সকলে আপন,
বোঝাও যে বড় কঠিন সকলের মন !
পথের ক্লান্তি পেলে যে ধরিবে হাত,
যে দেখাবে সামনে ঐ সোনালি প্রভাত,
সেইতো বন্ধু ভেবো, ঠাই দিও তাঁরে,
সেই যে বাড়াবে হাত বিপদে-আঁধারে !
কষ্টের বেড়াজালে যে মুছিবে জল,
আপন করিবে তোমার কষ্টের অতল,
ভয়েতে সাহস যে যোগাবে তোমায়,
ভেবে নিও বন্ধু সে ভাবে আপনায় !
তোমার কষ্টে যে জন কষ্ট পাবে,
তোমার সুখে সে-ও সুখেতে হারাবে,
জেনো সে আসলেই তোমার সুজন,
ভালো বন্ধু তারেই জেনো আমরণ !
বন্ধু এমনই হয়… বুঝে সবকিছু,
ভুল ভেবে সরালেও হটবে না পিছু,
ত্যাগের ছোঁয়ায় সে হয় যে মহান,
ত্যাগে করে বন্ধুর সুখের আহবান !
১,৩৫২ বার পড়া হয়েছে
Tags: বন্ধু দিবস, বিশেষ দিবস
ছন্দময সুন্দর প্রকাশ আপনার
দারুন কথা মালা
অনেক ধন্যবাদ সবুজ ভাই ! মন্তব্যে অনেক অনেক ভালোলাগা ।
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ।
খুব সুন্দর হয়েছে ভাইয়া। অনেক শুভেচ্ছা
আমি ভাল আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছ
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু । মন্তব্যে অনুপ্রেরণার বীজ বুনে দিয়ে গেলেন ।
আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি । সময়ের অভাবে খুব একটা লিখার সময় পাই না ! তাই ব্লগেও আগের মতো আসা হয় না !
Bondhuto amoni hoy ..khub valo laglo ..
আপনার সুন্দর অনুপ্রেরনাদায়ক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু । শুভেছা জানবেন ।