Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বমি ভাব দূর হবে নিমিষেই

লিখেছেন: মোস্তাক চৌধুরী | তারিখ: ০৮/০৫/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1434বার পড়া হয়েছে।

তেল-চর্বিযুক্ত খাবার, ভাজা-পোড়া, পেটে গ্যাস, খাবার হজমে সমস্যা বা অন্য যেকোনো কারণে প্রায়ই বমি বমি ভাব হয়। অনেকের আবার ভ্রমণে প্রচুর বমি হয়। বমি বন্ধ করা ওষুধ খেয়েও অনেক সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। এই বমি বমি ভাব কিংবা বমি করাটা যেমন অস্বস্তিকর তেমনি বিব্রতকর। অথচ অস্বস্তিকর এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন নিজেই। যেমন-

1

* বমি ভাব দূর করতে সবচেয়ে কার্যকরী ভেষজ ওষুধ আদা। আদা কুচি করে কেটে মুখে নিয়ে চিবুতে পারেন। এতে করে আপনার বমি ভাবটি দূর হয়ে যাবে। যারা আদার ঝাঁজ সহ্য করতে পারেন না, তারা একটু গরমপানিতে আদা সিদ্ধ রসটি মুখে নিয়ে কুলি করলে মুখ থেকে বমির বিচ্ছিরি গন্ধও দূর হয়ে যাবে।

* যখনই বমি ভাব দেখবেন তখনি মুখে এক টুকরা লবঙ্গ রেখে দিন। ধীরে ধীরে চিবুতে থাকুন দেখবেন আপনার মুখ থেকে বমিভাবটি চলে গিয়েছে।

* পুদিনাপাতা বমিভাব দূর করতে দারুন কার্যকর। পুদিনার রস গ্যাস্ট্রিকজনিত বমিভাব দূর করতে বেশি কার্যকরী। তাই গ্যাস্ট্রিকজনিত বমিভাবে পুদিনা পাতা মুখে দিয়ে চিবুতে থাকুন।

2

* অনেকেই দারুচিনি চিবুতে পছন্দ করেন। দারুচিনি ভারী খাবারের পর খেলে হজমে খুব সাহায্য করে। তাই হজমের সমস্যাজনিত কারণে বমিভাব হলে খেতে পারেন এক টুকরা দারুচিনি।

* টক জাতীয় খাবারের ফলে শরীরের বমিভাব দূর হয়। লেবুর রসে রয়েছে সাইট্রিক এসিড যা বমিভাব দূর করতে বেশ কার্যকরী। কিন্তু গ্যাস্ট্রিকজনিত বমির ভাব হলে লেবু না খাওয়াই ভালো। তাছাড়া বমি ভাব হলে লেবুপাতার গন্ধ উপকারে আসতে পারে। কারণ লেবুর পাতা শুকলে বমি বমি ভাব দূর হয়।

১,৪১৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
লেখালেখি করতে ভালবাসি। মাঝে মাঝে পত্রপত্রিকাতে কিছু লেখার চেষ্টা করি। আকাশ ছোঁয়া স্বপ্ন দেখার ভরসা পাই না। আমার বন্ধুও কম। কিন্তু যারা আছে তাদের জন্য সবকিছু করার মানসিকতা আমার আছে।
সর্বমোট পোস্ট: ৩৩ টি
সর্বমোট মন্তব্য: ২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-১৯ ১২:৫৮:৫৪ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    বাহ
    দারুন
    ভাবা যেতেই পারে

  2. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    উপকারী তথ্য।
    শেয়ার করার জন্য লেখককে ধন্যবাদ।

  3. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    বেশ ভাল এবং প্রয়োজনীয় তথ্য । আশা করছি এ ধরণের সমস্যাগ্রস্ত ব্যক্তিরা অবশ্যই উপকৃত হবেন । ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন ।

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    অন্যগুলো ঠিক আছে কিন্তু পুদিনা পাতা এক চউক্ষে দেখতে পারি না

    ধন্যবাদ আপনাকে সুন্দর পোষ্টের জন্য

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top