নোটিশ
বর্ষাকালের ছড়া
এই লেখাটি ইতিমধ্যে 1582বার পড়া হয়েছে।
আকাশ জুড়ে মেঘের কালো,
বাতাস বহে হালকা আলো,
হঠাৎ বৃষ্টি লাগলো ভালো,
বাতাস এসে বলে দিলো ,
আষাঢ় শ্রাবন বর্ষা এলো ।
আম কাঁঠালের জ্যৈষ্ঠ মাসে
টই টুম্বর রসে রসে ।
নানার বাড়ী দাদার বাড়ী
কারি কারি আমের ঝুড়ি
খোকা হাসে গাছের ডালে
জামের রসে রঙ্গীন গালে।
খুকি হাসে কাঠাল গাছে,
ঠাঁই দাঁড়িয়ে দাদু পাশে।
মেঘ ঘুরঘুর মেঘলা দিনে
ঝর বৃষ্টি বাদলা দিনে
আকাশ করে ঘেঙর ঘ্যেং
সুর মেলায় কোলা ব্যাঙ
ভরপুর জল খালে বিলে
সরপুটি মাছ আছে খালে,
গল্প মজা বষার্ কালে ।
১,৫৫৮ বার পড়া হয়েছে
সুন্দর লিখা
পড়ে ভালো লাগলো
কবি এখনো কিন্তু বর্ষাকাল আসেনি
সো নাইস
ধন্যবাদ সবুজ ভাইকে। আর কয়টা দিন । তবে আমি জৈষ্ঠ মাসের কথাও বলেছি ।
সুন্দর শিশুতোষ কবিতা হয়েছে। ভাল লাগল বেশ।
বানান দেখুন : জৈষ্ঠ্য, শ্রাবণ, ঘেঙ, কাঁঠাল, বর্ষার…
ধন্যবাদ।
সুন্দর হয়েছে
শুভেচ্ছা কবিকে
আকাশ জুড়ে মেঘের কালো,
বাতাস বহে হালকা আলো,
হঠাৎ বৃষ্টি লাগলো ভালো,
বাতাস এসে বলে দিলো ,
আষাঢ় শ্রাবন বর্ষা এলো ।
ওয়াও ! কি দারুণ ছন্দ ! অসাধারণ লাগলো পাঠ করতে । খুব চমৎকার হয়েছে কথাগুলো । শুভেচ্ছা জানবেন ।