Today 19 Jun 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বর্ষা বন্দনা

লিখেছেন: মিলন বনিক | তারিখ: ২২/০৬/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1116বার পড়া হয়েছে।

বর্ষা বন্দনা
মিলন বনিক

আনন্দের ঐ হাট বসেছে
ঘরে বসে কাজ তো নাই,
টিনের চালে ঝুম ঝুমিয়ে
বৃষ্টি সোনা ডাকছে আয়।

টাপুর টুপুর নোলক নুপুর
কেউ তো কারও নয়কো পর,
মা যে বলে, যাস্নে সোনা
সর্দি, কাশি হবে জ্বর।

উঠোন জুড়ে কাদা পানি
হাত বাড়িয়ে ডাকছে ঐ,
ডোরেমন আর কার্টুন দেখে
আসল স্বাদটা পাচ্ছি কই।

চার দেয়ালের মধ্যে কেবল
কাটছে সারা বেলাটা,
প্রকৃতির ঐ সোনার আলোয়
কাটতো যদি সময়টা।
———

১,১৫৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন চাকরিজীবি। অবসরে লেখালেখি। সামাজিক দায়বদ্ধতাও আছে অনেকটা। তারই মধ্যে কিছু বিচ্ছিন্ন ভাবনার যোগফল এই প্রচেষ্টা। ভ্রমন, বই পড়া, গান শোনা প্রিয় শখগুলোর অন্যতম। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, গঠনমূলক সমালোচনা সবই মন্তব্য হিসাবে পেতে ভালো লাগে। মন্তব্য পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেক বেশী।
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৮ ০৩:৪৬:৩৪ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

  “টাপুর টুপুর নোলক নুপুর
  কেউ তো কারও নয়কো পর,
  মা যে বলে, যাস্নে সোনা
  সর্দি, কাশি হবে জ্বর।”
  -দারুন লাগলো।

 2. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ কামাল ভাই…

 3. শাহানারা রশিদ ঝর্ণা মন্তব্যে বলেছেন:

  Samotker kobita bristike niey…!

 4. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  বেশ মিষ্টি কবিতা মিলন দা ।

 5. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

  দারুণ ছন্দের ছড়া হয়েছে।

 6. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

  খুবই ভালো লেগেছে

 7. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  খুব ভাল লাগলো ছড়াটি । শুভ কামনা । ভাল থাকুন ।

 8. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  অনেক ভাল লাগল।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top