Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বসন্তের কবিতা/স্বপ্নসখার ম্যাক্সিমিলিয়ান ও হেলেনা ট্র্যান্ট

লিখেছেন: আরজু মূন জারিন | তারিখ: ২৯/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1177বার পড়া হয়েছে।

কল্পনায় আজ কোথায় গিয়েছিলাম

জান?

আর্মস্টার্ডাম নেদারল্যান্ডের রুড গুলিট

এর দেশ সেই রুপকথার প্যালেসে।

আমরা দুজনে প্রাসাদের চারিদিকে

ঘুরে বেড়িয়েছি।

 

স্বপ্নসখা সেবার এই রোমন্টিক

অনুবাদ টা কি পড়া তোমার

আমি বললাম জান

কি মনে হচ্ছে এখন।

 

তুমি যেন ম্যাক্সিমিলিয়ান

ব্রিটিশ কাউন্ট আমি হেলেনা ট্র্যান্ট

জার্মান স্কুল শিক্ষয়েত্রী

স্বপ্ন সখা উপন্যাসের নায়ক নায়িকা।

 

এক ঘটনা চক্রে প্রেইরীর বনে

আমাদের প্রথম মোলাকাত

সপ্তমী চাদের রাতে

আমাদের প্রথম অভিসার।

চারিদিকে বাজছে তখন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা।

জার্মান ব্রিটিশ তখন শত্রুপক্ষ।

দেশ রক্ষা ও রাজ্য পরিচালনায়

 

ম্যাক্সিমিলিয়ান কে ছেড়ে

আসতে হয় হেলেনা ট্র্যান্ট

ও তাদের একমাত্র শিশুপুত্রটি

তার ছিলনা কোন বৈধ পরিচয়।

 

এরকম কতজন আছে

তোমার স্বপ্ন পুরষ

বাস্তবে এবং কল্পনায়।

বললে তুমি কৌতুকের স্বরে

বললাম অসংখ্য অসংখ্য

 

ভালবাসতাম ইটালীর ডোনাডোনী

জার্মনের লোথার ম্যাথিউস

সিঙ্গার রিচার্ড মার্কস।

এখন সব পছন্দের রুপ

চলে এসেছে যেন তোমার মাঝে।

১,২২৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
নিজের সম্পর্কে কিছু বলতে বললে সবসময় বিব্রত বোধ করি। ঠিক কতটুকু বললে শোভন হবে তা বুঝতে পারিনা । আমার স্বভাব চরিত্র নিয়ে বলা যায়। আমি খুব আশাবাদী একজন মানুষ জীবন, সমাজ পরিবার সম্পর্কে। কখনো হাল ছেড়ে দেইনা। কোনো কাজ শুরু করলে শত বাধা বিঘ্ন আসলেও তা থেকে বিচ্যুত হইনা। ফলাফল পসিটিভ অথবা নেগেটিভ যাই হোক শেষ পর্যন্ত কোন কাজ এ টিকে থাকি। জীবন দর্শন" যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ " লিখালিখির মূল উদ্দেশ্যে অন্যকে ভাল জীবনের সন্ধান পেতে সাহায্য করা। মানুষ যেন ভাবে তার জীবন সম্পর্কে ,তার কতটুকু করনীয় , সমাজ পরিবারে তার দায়বদ্ধতা নিয়ে। মানুষের মনে তৈরী করতে চাই সচেতনার বোধ ,মূল্যবোধ আধ্যাতিকতার বোধ। লিখালিখি দিয়ে সমাজে বিপ্লব ঘটাতে চাই। আমি লিখি এ যেমন এখন আমার কাছে অবাস্তব ,আপনজনের কাছে ও তাই। দুবছর হলো লিখালিখি করছি। মূলত জব ছেড়ে যখন ঘরে বসতে বাধ্য হলাম তখন সময় কাটানোর উপকরণ হিসাবে লিখালিখি শুরু। তবে আজ লিখালিখি মনের প্রানের আত্মার খোরাকের মত হয়ে গিয়েছে। নিজে ভালবাসি যেমন লিখতে তেমনি অন্যের লিখা পড়ি সমান ভালবাসায়। শিক্ষাগত যোগ্যতা :রসায়নে স্নাতকোত্তর। বাসস্থান :টরন্টো ,কানাডা।
সর্বমোট পোস্ট: ২২৯ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৮৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৫ ০১:২০:৩৫ মিনিটে
banner

৬ টি মন্তব্য

  1. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    ভাল লাগল কবিতাটি । ভাল থাকুন ।

  2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    বাহ্‌, চমৎকার হয়েছে লেডি নআইনষ্টাইন

    অনেক ভাল লাগা।

  3. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    বাহ্‌, চমৎকার হয়েছে লেডি আইনষ্টাইন

    অনেক ভাল লাগা।

  4. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    গল্পে কাহিনীতে কবিতা–প্রেমের উৎস দেশ যেটাই হোক না কেন তার রূপরেখা কিন্তু একই ধরনের। বেশ ভাল লেগেছে আপনার কবিতা।

  5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    ভাল লেগেছে ।

  6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    বাহ বেশ চমৎকার
    খুব সুন্দর কাব্য
    ভাল লাগল । লিখে যান অবিরত

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top