Today 14 May 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বাঁজাও যুদ্ধের দামামা

লিখেছেন: গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা | তারিখ: ২৩/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 975বার পড়া হয়েছে।

আবারও পুরনো বিচ্ছুরা
স্বাধীনতার গায়ে বিষাক্ত হুল ফোটাচ্ছে
আবারও পুরনো নেকড়ের দল
স্বাধীনতার পতাকা কামড়ে ধরেছে
একাত্তরের জল্লাদেরা আবারও
রক্তের হোলি খেলায় মেতে উঠেছে।

তোমরা কি শুনছ না মায়ের বুক খালি হওয়ার আর্তনাদ
তোমরা কি শুনছ না স্বামী হারিয়ে বিধবা হওয়ার চিৎকার
শুনতে কি পাচ্ছ না পিতৃ হারা সন্তানের কান্নার আওয়াজ
দেখতে কি পাচ্ছ না পথে মাঠে ঘাটে রক্ত-লাশ-কঙ্কাল।

এসো- বেরিয়ে এসো ঘর থেকে
বাঁজাও যুদ্ধের দামামা
এসেছে আবার যুদ্ধের ডাক
মুষ্টিবদ্ধ করো হাত
তোল বজ্র নিনাদ
ঝাঁপিয়ে পড় ওদের উপর
ধরো অস্ত্র আবার
যেমন ধরেছিলে একাত্তরে
চালাও অস্ত্র
স্তব্ধ করো ওদের আস্ফালন
রুদ্ধ করো পথ।

ওঠো- জেগে ওঠো আবার
ওঠাও আবার বিজয় কেতন
উড়ুক বাতাসে পত পত শব্দে
বাঁচাও মানুষ
থামাও কান্না
ধরো-ওদের ধরো
স্তব্ধ করো
পদদলিত করে পিষ্ট করো পুরনো বিচ্ছুর দল
নির্মূল করো ঐ জল্লাদের দল
খোঁজ আনাচে কানাচে
রুদ্ধ করো ওদের শলা কলা কৌশল।

 

১,০৬৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমিঃ সাধারণ হতে চেষ্টা করি। ভালবাসিঃ মানুষ। শখঃ ব্লগিং এবং বই পড়া। অবাক করেঃ পৃথিবী। মনের গভীরে জমে থাকা কিছু আজগুবি প্রশ্ন আমাকে স্থির থাকতে দেয় না। তাই সামান্য কিছু লেখালিখির মাধ্যমে তা প্রকাশ করতে চেষ্টা করি মাত্র। কর্ম জীবনে এপারেল এন্ড ফ্যাশান ট্রেডে কাজ করছি। আমার এই নাম করণের পেছনে কাউকে হেয় করার প্রবণতা নেই বরং সকল ধর্ম-গুরুর প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সর্বমোট পোস্ট: ৩৮ টি
সর্বমোট মন্তব্য: ২৭৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-০৬ ০৩:৩০:৩৮ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  খারাপ হয়নি ।

 2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  এসো- বেরিয়ে এসো ঘর থেকে
  বাঁজাও যুদ্ধের দামামা
  এসেছে আবার যুদ্ধের ডাক
  মুষ্টিবদ্ধ করো হাত
  তোল বজ্র নিনাদ
  ঝাঁপিয়ে পড় ওদের উপর
  ধরো অস্ত্র আবার
  যেমন ধরেছিলে একাত্তরে
  খুভ ভাল লাগর কবিতাটি । অবশ্যই আমাদের আবার জগেে উঠতে হবে বাঁচাতে এ দেশকে ।শুভ কামনা ।

 3. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

  আবারও পুরনো বিচ্ছুরা
  স্বাধীনতার গায়ে বিষাক্ত হুল ফোটাচ্ছে
  আবারও পুরনো নেকড়ের দল
  স্বাধীনতার পতাকা কামড়ে ধরেছে
  একাত্তরের জল্লাদেরা আবারও
  রক্তের হোলি খেলায় মেতে উঠেছে।

  দেখিনাই যা…

 4. আরজু মন্তব্যে বলেছেন:

  ওঠো- জেগে ওঠো আবার
  ওঠাও আবার বিজয় কেতন
  উড়ুক বাতাসে পত পত শব্দে
  বাঁচাও মানুষ
  থামাও কান্না
  ধরো-ওদের ধরো
  স্তব্ধ করো

  ভাল কবিতা ।শুভ কামনা ।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  চমৎকার হয়েছে

 6. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  আবারও যুদ্ধ শুরু হয়ে সেটা হচ্ছে গণতন্ত্র রক্ষার যুদ্ধ করা।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top