বাংলাদেশ গণগ্রন্থাগার
এই লেখাটি ইতিমধ্যে 1094বার পড়া হয়েছে।
বাংলাদেশ গণগ্রন্থাগার
************************
বই পড়াকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অনেক পুরাতন বই কে ভবিষ্যৎকালের জন্য হারিয়ে যাবার হাত হতে বাচাতে জাতিয়গণ গ্রন্থকার এর অধিনে পিডিএফ বই পড়ার এক্টি প্রকল্প নিয়েছে সরকার। যাহা ডিজিটাল বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এদের ইস্কান করা বই দেখলে মনে হয় কোন বৃদ্ধ ছানি পড়া চোখে বই গুলি দেখছি। এদের স্কান করা বই গুলিতে মানা হচ্ছে না কোন নূন্যতম কোয়ালিটি। এত কোটি টাকার প্রকল্পের কাজ আমাদের ব্যক্তিগত ভাবে পরিচালিত পিডিএফ ই-লাইব্রেরীর বই গুলির চেয়ে ৫০ গুন খারাপ। এখন পর্যন্ত ১৪৯২ বই (যার
মধ্যে অনেক বই ডুব্লিকেট ) আপলোড করেছে। বেশিরভাগ বইয়ের jpg কোয়ালিটি খারাপ। দেখেই বোঝা যায় ক্যামেরা দিয়ে বইয়ের ছবি তোলা হয়েছে। পরে কোন পরীক্ষা নিরীক্ষা না করেই আপলোড করে দেওয়া হয়েছে। কিছু কিছু বইয়ের ক্ষেত্রে কোয়ালিটি ঠিক রাখা হয়েছে যেমন প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার বই সমূহ। অনেক অনেক বইয়ের ফোকাস নাই, তাই ঘোলা, পড়া যায় না। কোটি টাকা খরচ করে এই অবহেলার কারন পরিস্কার নয়। এখানে আপনাদের জন্য বইয়ের লিষ্টটি দিয়ে দেওয়া হল। নিজেরা পারছে না, যারা পিডিএফ করছে তাদের কাছে অনুরোধ নিয়ে এলে তারা তাদের করা ভাল মানের পিডিএফ গুলি ফ্রি সরকারি এই সাইটে আপ্লোড করে দিত। পরে যাচায় বাচায় করে ভাল গুলি রেখে বাকি গুলি বাদ দেওয়া যেত।
https://drive.google.com/open?id=1-itTSJfJwFNoUn0YDFYHM0O_yNQ89Hj6EWn5l2IU5cc&authuser=0
http://www.publiclibrary.gov.bd/bn/
১,০৭৫ বার পড়া হয়েছে
http://www.publiclibrary.gov.bd/bn/
আজিব কারবার
কি লাভ বই পিডিএফ করে তাহলে
জেনে ভালো লাগলো …