Today 25 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বাংলাবানান ও শব্দগঠনঃ ভুল শুধু ভুল-২

লিখেছেন: শাহ্‌ আলম বাদশা | তারিখ: ০৮/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1686বার পড়া হয়েছে।

অনেকেই লেখেন (সাধুভাষার লিখেন নয়) ”সাহিত্য চর্চা (ভুল, হবে সাহিত্যচর্চা ) ধীরে ধীরে ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। এ সুযোগে ভাষার ব্যকরণ বিদ্যার(ভুল, হবে ব্যাকরণবিদ্যার) প্রতি বেখবর অনেক মানুষ নিজের অনভূতি প্রকাশ (ভুল, হবে অনভূতিপ্রকাশ) করতে পারছে সহজেই। সামাজিক যোগাযোগের তথ্য প্রযুক্তিয়ানের (ভুল, হবে তথ্যপ্রযুক্তিয়ানের) ফলে আজ অনেক অক্ষরজ্ঞানসম্পন্ন(সঠিক) মানুষও তাদের ভাব বিনিময় (ভুল, হবে ভাববিনিময়) করছেন সহজেই। মনে হয় অদূর ভবিষ্যতে শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়ের জন্য নতুন কোন পদ্ধতি উদ্ভাবন করার প্রয়োজন হতে পারে।


আমাদের মত (হবে মতো/মতোন) অনেক আনাড়ি লোকরাও(ভুল, ডবল বহুবচন নয়) আজ ব্লগিং, ফেইসবুকিংয়ের সুবাদে লেখালেখির সাথে জড়িত হয়ে গেছি। যদিও প্রচলিত সাহিত্য বিচার বিশ্লেষণের(ভুল,সাহিত্যবিচার-বিশ্লেষণের) ক্ষেত্রে আমাদের লেখাগুলো বিচার্য কোন সাহিত্যপাদান(ভুল,হবে সাহিত্যোপাদান) নয়। তার পরেও(ভুল, হবে তারপরেও) আমরা ফ্রি ল্যান্সিংয়ের(ভুল, হবে ফ্রিল্যান্সিংয়ের) সুযোগে নিজের অনুভুতিগুলো প্রকাশ ও প্রচার করেই যাচ্ছি।
আজকাল মোবাইল কোম্পানীগুলো তো আরো কয়েক ধাপ (কয়েকধাপ)এগিয়ে ইংরেজী(ইংরেজি) অক্ষর দিয়ে আমাদেরকে (হবে আমাদের) বাংলা বানান(ভুল, হবে বাংলাবানান) শিখাতে দায়িত্ব কাধে তুলে নিয়েছেন! অথচ তারা গ্রাহকদের উদ্দেশ্যে বিভিন্ন চটকদার অফারগুলো(ভুল, ডবল বহুবচন হবেনা) সরাসরি বাংলাতেই বার্তা আকারে পাঠাতে পারতেন। কিন্তু তারা সেদিকে আগ্রহী না।”

আসলে এসব কথায় যুক্তি আছে এবং বাংলাএকাডেমীর উচিত সেটাও আমলে নেয়া এবং বানানে আরো সহজ পদ্ধতি চালু করা যাতে একই রীতি চালু থাকে। নতুবা বাংলাভাষাও আঞ্চলিক ভাষায় রূপান্তরিত হতেবেশী(প্রমিত বানান হবে বেশি) দেরী প্রমিত=(দেরি) নেই।অনেকের মতে, ”বাংলা বানান(ভুল, হবে বাংলাবানান) নিয়ে খুব টেনশানে আছি । আমার মনে হয় অনলাইনে বাংলা বানানের উপর (চলিতরীতিতে হবে ওপর) পাঠশালা থাকা দরকার।
আমিও একমত; আসলে আমাদের বাংলাবানানরীতি এবং বাংলিশ থেকে আমাদের নবপ্রজন্মকে বাঁচাতে বাস্তবে এবং অনলাইনে পাঠশালা থাকলে মন্দ হয়না (এটাও হবে-হয় না); আমি এমন একটা সাইট শীগগির চালু করার কথা ভাবছি। বাংলাবানান নাকি বাংলা বানান? আমি বলি ”বাংলাবানান” সঠিক যেমন সঠিকবাংলাদেশ। বাংলাদেশ একটিমাত্র শব্দে গঠিত মনে হলেও তা নয়, যেমন বাংলাবানান একটি নয় দু’শব্দে গঠিত।
শব্দগঠন হয় অনেকভাবে; যেমন-কারক, উপসর্গ, সমাস, সন্ধি ইত্যাদি বিভিন্ন পন্থায়। আমি শব্দগঠন লিখেছি যা সঠিক। এটা কারকের নিয়মে হয়েছে যেমনঃ শব্দের গঠন এর এর বিভক্তি (ষষ্ঠি তৎপুরুষ) লোপ পেয়ে হয় শব্দগঠন। তেমনই বাংলা এবং দেশ পৃথক পৃথক দুটো শব্দ মিলেই বাংলাদেশ হয় এবং এটি এভাবেই একটিমাত্র শব্দে রূপান্তরিত হয়েছে।” তেমনই কলেজছাত্র, (কলেজের ছাত্র), বিমানবন্দর (বিমানের বন্দর), মহা যে সাগর=মহাসাগর, বাংলাবানান ইত্যাদি গঠিত হয়েছে।

এখানেই বলে রাখি-একাধিক বর্ণের অর্থবোধক মিলনে যেমন শব্দ গঠিত হয় তেমনই একাধিক শব্দ মিলেও কিন্তু একটি শব্দ হয়, যা আমরা খেয়াল করিনে। যেমন অনেকেই বাংলাদেশকে একটি শব্দ বলে মানলেও বাংলাবানানকে কিন্তু একশব্দ মানতে পারেন না? আবার অনেকেই একটি নামবাচক শব্দ বা নাউনকে বিভক্ত করেন এভাবে–এল্ডার ব্রাদার মানে বড় ভাই (হবে বড়ভাই); এর মানে দাঁড়ায় যে, একজন বড়ভাইকে আমরা দ্বখণ্ডিত করে বড় ও ভাই করে দিলাম আরকি? যেমন বড়মা, ছোটমা, বউমা, একটাকা, এককাঠা, মন্তব্যকারী, অর্থবোধক, নামবাচক, নারীনেতৃত্ব ইত্যাদি সঠিক শব্দ।
একজনের একটি মন্তব্য দেখুন-”৯০-এর দশক থেকে দেশে চালু হয়েছে নারী নেতৃত্ব (ভুল, হবে নারীনেতৃত্ব); আর সে কারণে হাদীসের বাণী অনুযায়ী দেশে বিশৃংখলা বেড়েছে চরম আকারে । আর তার-ই (ভুল, তারই ) সাথে বানানের-ও(ভুল, হবে বানানেরও) দুর্গতি বেড়েছে কিনা কে জানে?! সাধারণত: এই ধরণের মৌসুমী লেখা বছরের একটা বিশেষ সময়ে-ই(ভুল,সময়েই) দৃষ্টিগোচর হয়। এপ্রিল যাই যাচ্ছি করছে আর এমন (অ)সময়ে(ভুল নয় বিশেষ দ্রষ্টব্য আরকি) আপনার বানান নিয়ে দু:শ্চিন্তা(ভুল, হবে দুশ্চিন্তা) আপনার ভাষার প্রতি মমত্ববোধকে(সঠিক) প্রস্ফুটিত করে তুলেছে !

আপনি যে ভুল লিখতে গিয়ে “ভূল” করেননি সেজন্য সাধুবাদ না জানিয়ে পারছি না। অনেকের কম্পিউটারে কিছু বিশেষ বাংলা শব্দ(ভুল, হবে বাংলাশব্দ) কম্পোজের অক্ষমতা, অজ্ঞতা, যুক্তাক্ষর বর্জন(ভুল,যুক্তাক্ষরবর্জন) প্রবণতা এমনকি দ্রুত লেখার প্রচেষ্টা-ও (ভুল,হবে প্রচেষ্টাও) বানানের ধর্ষণযজ্ঞ (সঠিক) বাড়িয়ে দিয়েছে বললে অত্যুক্তি হবে না। যেমন, উৎপাদন হয়ে গেছে উতপাদন ।

কোথায় স, শ, ষ লিখতে হবে আমাদের সে জ্ঞানবুদ্ধি (সঠিক) লোপ পেয়েছে । ড. না ডঃ হবে সে ঘূর্ণিপাকে(সঠিক) আমরা এখনো চক্কর খাচ্ছি । মাদ্রাসা পড়ুয়ারা (হবে মাদ্রাসাপড়ুয়ারা) অনেকে খোদ তাদের শিক্ষাপ্রতিষ্ঠানকে (সঠিক) মাদরাসা লিখছে এবং লেখাপড়ার (চলিতভাষার শব্দ) বদলে লিখাপড়া (সাধুভাষা) করছে ! চন্দ্রবিন্দুতো হারিয়ে যাবার পথে…সামনের দিনগুলোতে (সঠিক) হিন্দীর প্রভাবে পড়ে বাংলার অপভ্রংশ হিসেবে বাংদী নামক শংকর জাতীয় (ভুল, হবে শংকরজাতীয় ) ভাষা ও বানানের উদ্ভব হলে আশ্চর্য হবার কিছু থাকবে না ।” আমি অবশ্য কীবোর্ড/কিবোর্ডের টাইপজনিত ভুলের কথা বলিনে। সাধু-চলিত মিশ্রণের বিষয় তেমন দূষণীয় নয়। কিন্তু আমি শব্দকেই বিভক্ত করার বিষয়টিকেই জোর দিয়েছি, যেমন হবে শংকরজাতীয়, ভূমিসংক্রান্ত,, নথিসংক্রান্ত, সংশ্লিষ্ট নথি, জাতীয় ঘটনা ইত্যাদি যার ফারাক আমরা করতে পারিনে। একশব্দের কিছু বানান দেখুন এবার-প্রশান্তমহাসাগরভারতমহাসাগরমৃত্যুসংবাদপ্রাপ্তিসাপেক্ষেকিংকর্তব্যবিমূঢ় 
একাত্ম শব্দ
কিছু শব্দ আছে যা দু’টি শব্দসহযোগে গঠিত হয় যদিও মনে হয় একটি শব্দ। পাশাপাশি দু’টি শব্দের আগেরটির শেষের বর্ণটি লোপ পেলেই দু’টি শব্দকে একাত্ম করে লেখা যায়। তবে লোপ পাওয়া বর্ণটির স্থলে () এফোস্ট্রপি কমা দিতে হয়। যেমনঃ দু’টি (দুইটি), শ’খানেক (শত খানেক), ন’মাস (নয় মাস) ইত্যাদি।  কিন্তু কিছুক্ষেত্রে (ক্ষেত্র মানে এখানে জমি নয়) দু’শব্দ একাত্ম হলেও এফোস্ট্রপি কমার প্রয়োজন পড়েনা। যেমনঃ জানিনে, মানিনে, পারিনে ইত্যাদি। আবার কিছু অব্যয়বাচক শব্দ বা পদ  আছে , যারা পাশাপাশি ব্যবহৃত হতেও পারে আবার একাত্মও হতে পারে। তবে একাত্ম করলেই পূর্ণ অর্থপ্রকাশিত হয়। যেমনঃ আমিতো সেকথা জানিনে ভাই, এতোদ্বারা জানানো যাচ্ছে।

১,৬৯০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
৮০ দশকের কবি, ছড়াকার, গীতিকার বিশেষত; শিশুসাহিত্যিক। ৬টি প্রবন্ধ সংকলন, ৩টি গল্প সংকলন, ১টি শিশুতোষ ছড়াগ্রন্থ, ৭টি অডিও-ভিডিও এলবাম প্রকাশিত হয়েছে। ১৯৭৭ সাল থেকেই বাংলাদেশ ও ভারতের পত্র-পত্রিকায় লেখালেখি। ১৯৭৮ সালে তৎকালীন রেডিও বাংলাদেশ রংপুর কর্তৃক ‘‘উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ছড়াকার’’ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। ১৯৮৬ সালে সিলেট ছড়া পরিষদ কর্তৃক ছড়ায় অবদান রাখার জন্য পুরস্কৃত। ১৯৮৭ সাল পর্যন্ত জাতীয় বিভিন্ন দৈনিকে সাংবাদিকতাছাড়াও বিভিন্ন সাহিত্য পত্রিকা যেমন; লালমনিরহাট থেকে ত্রৈমাসিক চলমান, ত্রৈমাসিক ব্যতিক্রম, ত্রৈমাসিক দারুচিনি, ত্রৈমাসিক কিশোরকন্ঠ, ত্রৈমাসিক প্রজাপতিসহ (অধুনালুপ্ত) বিভিন্ন পত্রিকার সম্পাদক এবং লালমনিরহাটের প্রথম প্রকাশিত ‘সাপ্তাহিক জানাজানি’র প্রতিষ্ঠাতা সাহিত্য সম্পাদক ছিলেন। শাহ আলমা বাদশা’র প্রকাশিত অডিও-ভিডিও এলবাম এবং গ্রন্থসমূহঃ ১। ভোরের পাখিরা [অডিও-ভিডিও এলবাম-১৯৮৯] ২। শিহরণ ১ ও ২ [অডিও এলবাম-১৯৯৩] ৩। শিহরণ ২ [অডিও এলবাম-১৯৯৩] ৪। প্রত্যয় [অডিও এলবাম-১৯৯৪] ৫। প্যারোডি গান [অডিও এলবাম-১৯৯৫] ৬। তথ্য পেলেন কাশেম চাচা [নাটিকার ডিভিডি-২০০১৪] ৭। তথ্য কমিশনের বিচারিক কার্যক্রম [প্রামাণ্যচিত্রের ডিভিডি-২০১৪] ৮। কিশোকন্ঠ গল্প সমগ্র-১ [যৌথ গল্পগ্রন্থ-২০০১] ৯। মা ও শিশু [যৌথ প্রবন্ধগ্রন্থ [১খণ্ড)-২০০৬] ১০। মা ও শিশু [যৌথ প্রবন্ধগ্রন্থ [২খণ্ড-২০০৭] ১১। মা ও শিশু [যৌথ প্রবন্ধগ্রন্থ [৩খণ্ড-২০০৮] ১২। মা ও শিশু [যৌথ প্রবন্ধগ্রন্থ [৪খণ্ড-২০০৯] ১৩। স্বপ্ন দিয়ে বোনা [যৌথ গল্পগ্রন্থ-২০১৩] ১৪। মুক্তিযুদ্ধ এবং অন্যান্য গল্প [যৌথ গল্পগ্রন্থ-২০১৫] ১৫। দুরছাই ধুত্তোরী ছাই [শিশুতোষ ছড়াগ্রন্থ-২০১৫] শাহ আলম বাদশা’র প্রকাশিতব্য গ্রন্থসমুহঃ ১। ইষ্টিপাখি মিষ্টিপাখি [শিশুতোষ ছড়াগ্রন্থ] ২। ষড়ঋতুর দেশে [শিশুতোষ ছড়াগ্রন্থ] ৩। লিন্তামনির চিন্তা [শিশুতোষ ছড়াগ্রন্থ] ৪। ফুল-পাখি-নদী [কিশোর কবিতাগ্রন্থ] ৫। ফুলবনে হই-চই [কিশোর উপন্যাস] ৬। সানিনে অভিযান [[কিশোর উপন্যাস] ৭। কালো মুরগি [শিশুতোষ গল্প] ৮। বেওয়ারিশ লাশ [শিশুতোষ গল্প] ৯। কবিকবি ভাব ছন্দের অভাব [ছন্দপ্রকরণ-প্রবন্ধগ্রন্থ] ১০। বাংলাবানান এবং শব্দগঠনঃ ভুল শুধু ভুল [প্রবন্ধগ্রন্থ] ১১। আমাদের মুসলমানিত্ব এবং কামড়াকামড়ির রকমফের তিনি বিসিএস তথ্য ক্যাডারের সদস্য এবং এলএলবি'র ছাত্র। তথ্যমন্ত্রণালয়ে কর্মরত। ফোনঃ ০১৮১৭১১৭৯২৯/০১৫৫২৩৪২৪৪৯ Website: http://mediamaster1.blogspot.com/
সর্বমোট পোস্ট: ৪৪ টি
সর্বমোট মন্তব্য: ২২৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৬ ১৫:০৭:৪২ মিনিটে
Visit শাহ্‌ আলম বাদশা Website.
banner

৪ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ওরে বাপ্স…. সর্বনাশ কত ভুলভাল শিখছি এতদিন। অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে

  2. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

    অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ পোস্টের জন্য। আপনার ঠিকানায় গিয়ে কোন বাংলা অভিধান পেলাম না। যদি সম্ভব হয় বাংলা অভিধানের একটি লিংক দিবেন। সেই সাথে অপেক্ষায় থাকলাম আপনার নতুন ওয়েবসাইটের।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top