নোটিশ
বাজে অভ্যাস
এই লেখাটি ইতিমধ্যে 1308বার পড়া হয়েছে।
একটা কাগজ বাতিল করলে
দ্বিতীয় কোথাও পাঠাই না, তা
এমন অভ্যাসে হারিয়ে গেল ২৭ বছর।
শব্দের জাদুটোনায় বশ হইনি
শিকারীর শব্দজাল খুঁজিনি
প্রজাপতি উড়ে গেছে চোখ বরাবর।
মৌমাছি গুনগুন করে
মৌচাক চোখ ধাঁধায়
নিরবে দেখি সাতনলাদের লোলুপ নখর।
বাজে অভ্যাসে শীত কাটে
বর্ষা ভাসে
রোদ জানান দেয় গরম খবর।
যাপনের বালিশ-কাঁথায়
ঘরপোষা মশার গন্ধ
রক্ত ও ঘামের চাপানউতোর।
চর্যাপদের কিছু শব্দ আমার কবিতায় থাকে
চর্চার অভাবে
মুখ ও মনের ভেতর।
*
১,৪০১ বার পড়া হয়েছে
Tags: সাহিত্য
ভাল লাগল। আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
অশেষ ধন্যবাদ।
অনেক ভাল হয়েছে কবিতা ।
অশেষ ধন্যবাদ ভাই
ভাল থাকবেন সবসময়।
খুবই ভালো লেগেছে আপনার কবিতা।
অশেষ ধন্যবাদ ভাই
ভাল থাকবেন সবসময়
খুবই ভালো লেগেছে
অশেষ ধন্যবাদ ভাই
ভাল থাকবেন সবসময়।
খুব ভাল লেগেছে আপনার কবিতা।ধন্যবাদ।
অশেষ ধন্যবাদ ভাই
ভাল থাকবেন সবসময়।
ভাল লাগল আপনার কবিতাটি।
কঠিন কবিতা , মর্মার্থ বুঝা কঠিন।