বাবাকে নিয়ে লিখুন !
এই লেখাটি ইতিমধ্যে 1747বার পড়া হয়েছে।
কয়েক দিন পরই আসছে বাবা দিবস (১৬ই জুন)। এই বিশেষ দিবসকে সামনে রেখে আপনারা বাবকে নিয়ে লিখুন, আপনার বাবাকে জড়িয়ে কোন স্মৃতি বিজড়িত কাহিনী, ব্যক্তিগত অভিজ্ঞতা, কবিতা, ছড়া যে কোন কিছু।
বাবাকে নিয়ে প্রতিটা লেখা স্টিকি করা হবে, তবে সে ক্ষেত্রে একজন লেখকের একটি লেখাই স্টিকি করা হবে এবং তা কমপক্ষে ৬ ঘন্টা স্টিকিতে থাকবে। আর লেখকের আইডিতে ছদ্ম নাম ব্যবহার করা যাবে না, আইডি নিজের সত্যিকারের নামে হওয়া বাঞ্ছনীয়। সাথে সাথে লেখকের প্রোফাইলে তার নিজের সম্পর্কে লেখা থাকতে হবে। সেরা ৩টি লেখা আগামী মাসের (ই-বুক) চলন্তিকা সাহিত্যপত্রে স্থান পাবে।
তবে সেরা লেখা নির্বাচনের ক্ষেত্রে স্টিকি করা লেখাগুলোই যে দেখা হবে তা না। তাই আপনারা ইচ্ছামত লিখতে পারেন। সেখান থেকেও সেরা লেখা নির্বাচন হতে পারে।
আমাদের সাথে থাকার জন্য আপনাদের অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি।
১,৯২৭ বার পড়া হয়েছে
“সেরা ৩টি লেখা আগামী মাসের (ই-বুক) চলন্তিকা সাহিত্যপত্রে স্থান পাবে।”
যাদের লেখা চলন্তিকা সাহিত্যপত্রে স্থান পাবে তারা কিভাবে পত্রিকা পাবে জানাবেন।
আমার প্রোফাইলে নিজের ছবি আপলোড করার মতো কোন অপশন খুজে পাচ্ছি না। এ ব্যাপারে সম্পাদক বা বগ্লার বন্ধুদের সহযোগিতা চাচ্ছি।
চলন্তিকা সাহিত্যপত্র একটি ই-বুক। এটি জুলাই থেকে প্রতি মাসে প্রকাশিত হবে। বিস্তারিত জানার জন্য “নিয়মিত প্রকাশনা” পেজটি দেখতে পারেন।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ। কিন্তু আমি যে সমস্যায় আছি তার উত্তর এখনও পাচ্ছি না।
“আমার প্রোফাইলে নিজের ছবি আপলোড করার মতো কোন অপশন খুজে পাচ্ছি না।”
ধন্যবাদ সুন্দর উদ্দোগ এর জন্য। আমি সময় মত একটি লেখা পোষ্ট করবো। তবে তা ২/১ দিনের মধ্যেই করবো।
ভাই ব্লগে নিজ নামে না লিখলে অনেকের সমস্যা..প্রাথমিক অবস্থায় চাপ প্রয়োগ করলে লেখকরা এই প্লাপফর্মে আসাই ছেড়ে দিবে। কারণ এখানে সবাই শিক্ষিত আর সৃজনশীল কাউকে নতুন করে স্কুলের মত আইন করে দেবার কিছু নাই। বরং লেখা পেতে লেখকদের স্বাধীনতাই মূখ্য..এই যেমন আমি আমার প্রোফাইলে তথ্য দিতে অপ্রস্তুত তাই বলে কি চলন্তিকায় আর আসবনা বলুন..
শুভকামনা রইল
মোসাদ্দেক ভাই, আপনার কথা অনেকখানি ঠিক। তবে একটা কথা হল এটা সাহিত্য নির্ভর সাইট। এখানে নিজের পরিচয় প্রকাশ হলে খুব একটা সমস্যা হবার কথা না। তারপরও আমরা যারা সত্যিই নিজের পরিচয় প্রকাশ করতে চাই না তারাও নিজের সম্পর্কে এমন অনেক কিছুই লিখতে পারি যাতে নিজের পরিচয় প্রকাশ পাবে না। আমরা কাউকে জোর করছি না।
utsahobenjok udjug. Thanks.
সুন্দর পরিকল্পনা গ্রহণ করেছেন।
Likhtesi, Thank u.
খুব সুন্দর উদ্যোগ।
দাদা
খুবি ভাল একটা উদ্যোগ সফল হোক এ প্রত্যয়
সম্পাদক সাহেব আপনাকে ধন্যবাদ। এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য।
এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য।ধন্যবাদ।
বাবা দিবস যেন বাবা সম্মান দেয়া শিখায় কামনা করি ।