Today 29 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বাস্তবতা…!

লিখেছেন: সেতারা ইয়াসমিন হ্যাপি | তারিখ: ১৮/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1309বার পড়া হয়েছে।

স্বপ্ন দেখে সবাই,
স্বপ্নের জালে আটকা পরে
পার করে দিনের পর দিন।
একদিন ঘুম ভেঙ্গে দেখে
সব শূন্যতায় ভরা
হয়ে যায় আশাহীন।।

আবার হয়ত বুক বাঁধে আশায়
অপেক্ষা, আসবে সেই সু-দিন।
হ্যাঁ আসে…কারো জীবনে
সেই সু-দিনেরা দল বেঁধে আসে,
আর কেউ কেউ প্রতীক্ষায় কাটায়
সারাটি জীবন…পলকহীন, নিদ্রাহীন।।

কেউ কেউ আবার না চাইতেই
পায় অনেক কিছু, তুলনাহীন।
কেউ-বা আবার চোখের জলে
ভাসায় বুক নিশিদিন, ক্লান্তিহীন।।

কেউ-বা সুখী চিলেকোঠায়
কেঊ-বা চিরদুঃখী অট্টালিকায়,
সুখ-দুঃখ খুব স্বার্থপর জিনিস,
কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়।।

কেউ কেউ জীবনের হিসাব করে
হাসি মুখে জীবনের পাতা ভরে,
আর কেউ-বা শুধু শূন্যতা বুকে নিয়ে
বিষন্ন আর অপূর্নতার কলম নাড়ে।।

একজীবনের এত স্বরুপ
ভাবতে অবাক লাগে,
আমার জীবন কাটছে কেমন
জানার ইচ্ছা মনে জাগে।।

অনেক পেয়েছি এই জীবনে
হারায়নি তেমন কিছুই,
চাওয়ার চাইতেও পাওয়া বেশি
চাইতে চাইনা আর কিছু।।

 

(১২/০৯/২০১৪)

১,২৮৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি খুব সাধারণ একজন মানুষ... নিজেকে মানুষ ভাবতেই বেশি ভাল লাগে। আমার Academic Background: M.Sc. in Botany, MBA করেছি Bank Management -এর উপর, তারপরে PGDHRM Complete করলাম BIM (Bangladesh Institute of Management) থেকে....। বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করেছি। বর্তমানে সেনা কল্যাণ সংস্থা-তে আছি...রিসার্স অফিসার হিসাবে... আমি লেখক নই...তবে লেখা আমার রক্তে মিশে আছে কারণ বাবা ছিলেন সাংবাদিক...ছোটবেলা থেকেই লিখার চেষ্টা করতাম...বাবার পত্রিকায় তা প্রকাশও হতো যদিও কোনটাই বাবার মন মত হতোনা তবুও আমাকে উৎসাহ দেয়ার জন্যই হয়ত ছাপতেন সেসব লিখা...যার কোনটাই আমি সংরক্ষন করে রাখতে পারিনি...হয়ত গুরুত্বই বুঝিনি তখন...আজ বাবা নেই পৃথিবীতে...আমি ছেড়ে দিয়েছিলাম লেখা কিন্তু পরক্ষনেই মনে হলো আমাকে লেখাটা ধরে রাখতেই হবে অন্ততঃ বাবার জন্য। তাই মাঝে মাঝে হাবিজাবি লেখার চেষ্টা করি। খুব সাধারণ জীবন-যাপন করতে ভালোবাসি...বাবা বলতেন কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতির চিন্তা যেন মাথায়ও না আনি...সেটা মেনে চলার চেষ্টা করি। সুখী হওয়ার চেষ্টা করি, অল্পতে খুশি থাকার চেষ্টা করি আর সৃষ্টিকর্তাকে খুঁজে বেড়াই তাঁর সৃষ্টির মাঝে। নিজের অবস্থান থেকেই চেষ্টা করি আশেপাশে সুবিধাবঞ্চিত-মানুষদের জন্য কিছু করতে। মানুষকে মানুষ ভাবতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করি আর মনে প্রাণে বিশ্বাস করি মানব ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম।
সর্বমোট পোস্ট: ৪৪ টি
সর্বমোট মন্তব্য: ২৪৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১২-০৩ ১০:০৫:০৯ মিনিটে
banner

৫ টি মন্তব্য

  1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    প্রানপ্রিয় আপু , শ্রদ্ধা এবং ভালবাসা রইলো , কবিতা অনেক সুন্দর হয়েছে , অনেক অনেক শুভ কামনা।

  2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    মুগ্ধ আপি

    আল্লাহ আপনাকে অনেক ভাল রাখুন।

  3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    চমৎকার ভাবনার
    খুব ভাল লাগল ।

  4. আব্দুল হাকিম চাকলাদার মন্তব্যে বলেছেন:

    ভালো কবিতা।

  5. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

    আপনার কবিতায় । জীবন মানুষের জীবনের আশা, হাতাসা , স্বপ্ন সবকিছু সুন্দর ভাবে তুলে ধরেছেন । মানুষের স্বপ্ন ভাঙ্গে আবার নতুন করে স্বপ্নে বীজ বুনে । এটাই জীবন ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top