বাস্তবতা…!
এই লেখাটি ইতিমধ্যে 1309বার পড়া হয়েছে।
স্বপ্ন দেখে সবাই,
স্বপ্নের জালে আটকা পরে
পার করে দিনের পর দিন।
একদিন ঘুম ভেঙ্গে দেখে
সব শূন্যতায় ভরা
হয়ে যায় আশাহীন।।
আবার হয়ত বুক বাঁধে আশায়
অপেক্ষা, আসবে সেই সু-দিন।
হ্যাঁ আসে…কারো জীবনে
সেই সু-দিনেরা দল বেঁধে আসে,
আর কেউ কেউ প্রতীক্ষায় কাটায়
সারাটি জীবন…পলকহীন, নিদ্রাহীন।।
কেউ কেউ আবার না চাইতেই
পায় অনেক কিছু, তুলনাহীন।
কেউ-বা আবার চোখের জলে
ভাসায় বুক নিশিদিন, ক্লান্তিহীন।।
কেউ-বা সুখী চিলেকোঠায়
কেঊ-বা চিরদুঃখী অট্টালিকায়,
সুখ-দুঃখ খুব স্বার্থপর জিনিস,
কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়।।
কেউ কেউ জীবনের হিসাব করে
হাসি মুখে জীবনের পাতা ভরে,
আর কেউ-বা শুধু শূন্যতা বুকে নিয়ে
বিষন্ন আর অপূর্নতার কলম নাড়ে।।
একজীবনের এত স্বরুপ
ভাবতে অবাক লাগে,
আমার জীবন কাটছে কেমন
জানার ইচ্ছা মনে জাগে।।
অনেক পেয়েছি এই জীবনে
হারায়নি তেমন কিছুই,
চাওয়ার চাইতেও পাওয়া বেশি
চাইতে চাইনা আর কিছু।।
(১২/০৯/২০১৪)
১,২৮৭ বার পড়া হয়েছে
প্রানপ্রিয় আপু , শ্রদ্ধা এবং ভালবাসা রইলো , কবিতা অনেক সুন্দর হয়েছে , অনেক অনেক শুভ কামনা।
মুগ্ধ আপি
আল্লাহ আপনাকে অনেক ভাল রাখুন।
চমৎকার ভাবনার
খুব ভাল লাগল ।
ভালো কবিতা।
আপনার কবিতায় । জীবন মানুষের জীবনের আশা, হাতাসা , স্বপ্ন সবকিছু সুন্দর ভাবে তুলে ধরেছেন । মানুষের স্বপ্ন ভাঙ্গে আবার নতুন করে স্বপ্নে বীজ বুনে । এটাই জীবন ।