বাড়ীর মালিক কই?
এই লেখাটি ইতিমধ্যে 1378বার পড়া হয়েছে।
নক নক
বাড়ীর মালিক কই?
সেই যে নোটিশ দিয়ে চলে গেল
বাড়ী খালি নাই ।
ভায়ার আর কোন খবর নাই।
আসছিলাম ওঝা নিয়ে।
চলন্তিকায় নাকি ভূতের উপদ্রব শুনলাম ।
কি কান্ড।(ছবিগুলিতে দেখি ভূতের উপদ্রব আমার কম্পিউটারে ভূতের উপদ্রব )
দিলাম একসাইজের ছবি।হয়ে গেছে আরেক সাইজের। আমার ছবি ও দেখি মিসিং।চলন্তিকায় ছবির সেটিংস নষ্ট হয়ে যায় কেন?
ভূতের গল্প আর লিখা যাবেনা।
শুনছি সুমাইয়া তোমার ১০৪ ডিগ্রী জ্বর।
আসলাম তো বৈদ্য ওঝা ডাক্তার সব নিয়ে।
তোমার বড় ভাই তো (আমাদের সম্পাদক মহাশয়)
ঘরে তালা দিয়ে সেই যে নিরুদ্দেশ হয়ে গেলেন
আমার ক্রিষ্টাল বলে তো দেখি ওনারে খুজে পাওয়া যাচ্ছেনা।
জসীম ভাই /ওয়াহিদ ভাই/কাশেম ভাই /রহমান ভাই/ছবি আপা /বেনু ভাই/ফেরদৌসী /আমির ভাই/মাহাবুব
আমার সাঈদ ভাই /সুমন/শান্ত সবার লেখায় কমেন্টস মিস করতেছি।
সবাই এত মজার মজার রসালো খাওয়ার নিয়ে আসতেছে।
সবাই রে ঘরে বসতে বলব ধন্যবাদ দিব তাও পারতেছিনা।
আহা কি কবিতা জসীম ভাইয়ের
কি ছন্দের টান কাশেম ভাইয়ের
সুমাইয়া আর রহমান ভাইয়ের কথা কি বলব
আমার দুইভক্ত আমি দুইজনের ভক্ত।
ছবি ফেরদৌসী ছবির ব্যবহারে
আর বাহারে আমি মাত।
বেনু ভাই ওয়াহিদ ভাই না থাকলে তো পৃথিবীটা নাই।
যাও সবাই রে একসঙ্গে কমেন্টস দিয়ে দিলাম।
আমি কতগুলি ছবি পোষ্ট করলাম আমার সংসারের দেখ।তোমরা সবাই আর কি করবে বল???
দিনগুলি মোর সোনার খাচায় রইলোনা রইলোনা
সেই যে আমার নানা রঙের দিনগুলি
আমাদের বিয়ের প্রথম বছর
আমাদের বিয়ের প্রথম বছর
আমার মেয়ের জন্মের আগের মাসে তোলা ছবি
আমার মাস্তান মেয়ে যখন মাত্র এগারো মাস বয়স
আমি যখন সিলেট এর বউ ননদ দের সাথে
সিলেট গ্রামের বাড়িতে আমি আমার হাসবেন্ড এর কিছু ভাই বোনদের সাথে।
টরন্টোতে আমার বাসার সামনের পার্কে গত সামারে।
আমি যখন সিলেট এর বউ ননদ দের সাথে
আমার ইচড়ে পাকা চারবছরের মেয়ে আয়েশা।একই সঙ্গে দার্শনিক অভিনেত্রী মডেল।কালে একদিন মাকে ছাড়িয়ে যাবে ।মায়ের মেয়ে (লোল)
আমার কলিগদের সাথে ক্রিসমাস পার্টিতে আমি কয়বছর আগে
আমি আমার ছোট তিনবোন মা বাবা সহ।(পিন্ক ড্রেস পরা জন আমি।পাশের জন আমার পরের বোন।ও ফ্লোরিডায় থাকে ডাক্তার।পিছনের দুইজন বোন বাংলাদেশে আছে।একজন অ্যাপোলো হসপিটালের ডক্টর।ও সবার ছোট বোন।
আমি আমার হাসবেন্ড এবং তার আত্মীয়স্বজনের সাথে প্রথম ম্যারেজ অ্যানিভার্সারীতে।
আমার পাঁচদিনের মেয়েসহ আমার ফ্যামিলী ডক্টর এর সাথে।
আমার স্পেশালিস্ট এবং আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ ডক্টর মেলানি
আমার অতি জটিল অতি কুটিল অতি সুদর্শন স্বামী (লোকে বলে আমি বলিনা)আমি ওতে বাচি ওতে মরি।
মেয়েসহ আমি
১,৪১৪ বার পড়া হয়েছে
পারিবারিক ছবিগুলি দেখে ভাল লাগল। ভাল থাকুন।
ছবি দেখা গেল না