Today 29 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বাড়ীর মালিক কই?

লিখেছেন: আরজু মূন জারিন | তারিখ: ২৪/০২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1378বার পড়া হয়েছে।

নক নক
বাড়ীর মালিক কই?
সেই যে নোটিশ দিয়ে চলে গেল
বাড়ী খালি নাই ।
ভায়ার আর কোন খবর নাই।
আসছিলাম ওঝা নিয়ে।
চলন্তিকায় নাকি ভূতের উপদ্রব শুনলাম ।

কি কান্ড।(ছবিগুলিতে দেখি ভূতের উপদ্রব আমার কম্পিউটারে ভূতের উপদ্রব )
দিলাম একসাইজের ছবি।হয়ে গেছে আরেক সাইজের। আমার ছবি ও দেখি মিসিং।চলন্তিকায় ছবির সেটিংস নষ্ট হয়ে যায় কেন?

ভূতের গল্প আর লিখা যাবেনা।

শুনছি সুমাইয়া তোমার ১০৪ ডিগ্রী জ্বর।
আসলাম তো বৈদ্য ওঝা ডাক্তার সব নিয়ে।
তোমার বড় ভাই তো (আমাদের সম্পাদক মহাশয়)
ঘরে তালা দিয়ে সেই যে নিরুদ্দেশ হয়ে গেলেন
আমার ক্রিষ্টাল বলে তো দেখি ওনারে খুজে পাওয়া যাচ্ছেনা।

জসীম ভাই /ওয়াহিদ ভাই/কাশেম ভাই /রহমান ভাই/ছবি আপা /বেনু ভাই/ফেরদৌসী /আমির ভাই/মাহাবুব
আমার সাঈদ ভাই /সুমন/শান্ত সবার লেখায় কমেন্টস মিস করতেছি।
সবাই এত মজার মজার রসালো খাওয়ার নিয়ে আসতেছে।
সবাই রে ঘরে বসতে বলব ধন্যবাদ দিব তাও পারতেছিনা।

আহা কি কবিতা জসীম ভাইয়ের
কি ছন্দের টান কাশেম ভাইয়ের
সুমাইয়া আর রহমান ভাইয়ের কথা কি বলব
আমার দুইভক্ত আমি দুইজনের ভক্ত।
ছবি ফেরদৌসী ছবির ব্যবহারে
আর বাহারে আমি মাত।
বেনু ভাই ওয়াহিদ ভাই না থাকলে তো পৃথিবীটা নাই।
যাও সবাই রে একসঙ্গে কমেন্টস দিয়ে দিলাম।

আমি কতগুলি ছবি পোষ্ট করলাম আমার সংসারের দেখ।তোমরা সবাই আর কি করবে বল???

ami ebong sbami

দিনগুলি মোর সোনার খাচায় রইলোনা রইলোনা
সেই যে আমার নানা রঙের দিনগুলি
আমাদের বিয়ের প্রথম বছর

ami

আমাদের বিয়ের প্রথম বছর
আমার মেয়ের জন্মের আগের মাসে তোলা ছবি

amar meye

আমার মাস্তান মেয়ে যখন মাত্র এগারো মাস বয়স

sylhet

আমি যখন সিলেট এর বউ ননদ দের সাথে

sylhet

সিলেট গ্রামের বাড়িতে আমি আমার হাসবেন্ড এর কিছু ভাই বোনদের সাথে।

meye

টরন্টোতে আমার বাসার সামনের পার্কে গত সামারে।

meye

sylhet
আমি যখন সিলেট এর বউ ননদ দের সাথে

আমার ইচড়ে পাকা চারবছরের মেয়ে আয়েশা।একই সঙ্গে দার্শনিক অভিনেত্রী মডেল।কালে একদিন মাকে ছাড়িয়ে যাবে ।মায়ের মেয়ে (লোল)

ght

আমার কলিগদের সাথে ক্রিসমাস পার্টিতে আমি কয়বছর আগে

আমি আমার মাবাবা তিনবোনের সাথে

আমি আমার ছোট তিনবোন মা বাবা সহ।(পিন্ক ড্রেস পরা জন আমি।পাশের জন আমার পরের বোন।ও ফ্লোরিডায় থাকে ডাক্তার।পিছনের দুইজন বোন বাংলাদেশে আছে।একজন অ্যাপোলো হসপিটালের ডক্টর।ও সবার ছোট বোন।

family

আমি আমার হাসবেন্ড এবং তার আত্মীয়স্বজনের সাথে প্রথম ম্যারেজ অ্যানিভার্সারীতে।

family

আমার পাঁচদিনের মেয়েসহ আমার ফ্যামিলী ডক্টর এর সাথে।

specialist

আমার স্পেশালিস্ট এবং আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ ডক্টর মেলানি

husba

আমার অতি জটিল অতি কুটিল অতি সুদর্শন স্বামী (লোকে বলে আমি বলিনা)আমি ওতে বাচি ওতে মরি।

mm

মেয়েসহ আমি

১,৪১৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
নিজের সম্পর্কে কিছু বলতে বললে সবসময় বিব্রত বোধ করি। ঠিক কতটুকু বললে শোভন হবে তা বুঝতে পারিনা । আমার স্বভাব চরিত্র নিয়ে বলা যায়। আমি খুব আশাবাদী একজন মানুষ জীবন, সমাজ পরিবার সম্পর্কে। কখনো হাল ছেড়ে দেইনা। কোনো কাজ শুরু করলে শত বাধা বিঘ্ন আসলেও তা থেকে বিচ্যুত হইনা। ফলাফল পসিটিভ অথবা নেগেটিভ যাই হোক শেষ পর্যন্ত কোন কাজ এ টিকে থাকি। জীবন দর্শন" যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ " লিখালিখির মূল উদ্দেশ্যে অন্যকে ভাল জীবনের সন্ধান পেতে সাহায্য করা। মানুষ যেন ভাবে তার জীবন সম্পর্কে ,তার কতটুকু করনীয় , সমাজ পরিবারে তার দায়বদ্ধতা নিয়ে। মানুষের মনে তৈরী করতে চাই সচেতনার বোধ ,মূল্যবোধ আধ্যাতিকতার বোধ। লিখালিখি দিয়ে সমাজে বিপ্লব ঘটাতে চাই। আমি লিখি এ যেমন এখন আমার কাছে অবাস্তব ,আপনজনের কাছে ও তাই। দুবছর হলো লিখালিখি করছি। মূলত জব ছেড়ে যখন ঘরে বসতে বাধ্য হলাম তখন সময় কাটানোর উপকরণ হিসাবে লিখালিখি শুরু। তবে আজ লিখালিখি মনের প্রানের আত্মার খোরাকের মত হয়ে গিয়েছে। নিজে ভালবাসি যেমন লিখতে তেমনি অন্যের লিখা পড়ি সমান ভালবাসায়। শিক্ষাগত যোগ্যতা :রসায়নে স্নাতকোত্তর। বাসস্থান :টরন্টো ,কানাডা।
সর্বমোট পোস্ট: ২২৯ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৮৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৫ ০১:২০:৩৫ মিনিটে
banner

২ টি মন্তব্য

  1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    পারিবারিক ছবিগুলি দেখে ভাল লাগল। ভাল থাকুন।

  2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ছবি দেখা গেল না

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top